প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুরের ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় বোনের ধাক্কায় ছোট বোন নিহত হয়েছেন। আজ শনিবার উপজেলার পাড়েরহাট এলাকায় দুই বোনের মধ্যে কথা-কাটাকাটির জেরে এই ঘটনা ঘটে।
নিহত ওই নারী মাকনু আক্তার (৩৫) উপজেলার পাড়েরহাট এলাকায় বাদুরা গ্রামের মৃত আবদুল রব তালুকদারে মেয়ে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বড় বোন কামরুন্নাহারসহ চারজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, শনিবার দুপুরে উপজেলার পাড়েরহাট এলাকায় বাদুরা গ্রামের মৃত আবদুল রব তালুকদারে বড় মেয়ে কামরুন্নাহার মিনুর (৫০) সঙ্গে তার ছোট বোন মাকনু আক্তারের (৩৫) সঙ্গে জমিজমা নিয়ে তর্কে লিপ্ত হয় বলে জানায় পরিবারের সদস্যরা। পরে একপর্যায়ে বড় কামরুন্নাহার ও ছোট বোন মাকনু আক্তারসহ দুই পরিবারের ছেলে মেয়েরা হামলায় জড়িয়ে পড়ে। এ সময় বড় বোন ছোট বোনকে সজোরে ধাক্কা মারলে ছোট ঘরের মেঝেতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউপি সদস্য মো. মহসিন হাওলাদার জানান, মৃত আবদুল রব তালুকদারের পাড়েরহাট বন্দরে ৪টি দোকান ঘরসহ অনেক সম্পদ রেখে গেছেন। আবদুল রব তালুকদারে পাঁচ ছেলে ও দুই মেয়ে। কিন্তু ছেলেদের কেউই বেঁচে নেই। ওই দোকান ঘর ও সম্পত্তি ভাগ-বণ্টন করতে মেয়েরা শ্বশুর বাড়ি থেকে পাড়েরহাট বাবার বাড়িতে আসে। এ ঘটনাকে কেন্দ্র করে বড় বোনের হাতে ছোট বোন নিহত হয়।
নিহত মাকনু আক্তারের স্বামী জয়পুরহাট হাজি মহসিন কলেজের সহকারী অধ্যাপক মো. কামলা হোসেন জানান, আমার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকনু আক্তার ও তার বড় বোন কামরুন্নাহার মিনুর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ কারণেই ঘটনারদিন তাঁদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে বড় বোনের আঘাতে আমার স্ত্রী মাকনু আক্তার পড়ে গিয়ে ঘটনা স্থলেই নিহত হয়।
ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) এম শামীম আহম্মেদ জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় বোনের হাতে ছোট বোন নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বড় বোনসহ চারজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে।
পিরোজপুরের ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় বোনের ধাক্কায় ছোট বোন নিহত হয়েছেন। আজ শনিবার উপজেলার পাড়েরহাট এলাকায় দুই বোনের মধ্যে কথা-কাটাকাটির জেরে এই ঘটনা ঘটে।
নিহত ওই নারী মাকনু আক্তার (৩৫) উপজেলার পাড়েরহাট এলাকায় বাদুরা গ্রামের মৃত আবদুল রব তালুকদারে মেয়ে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বড় বোন কামরুন্নাহারসহ চারজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, শনিবার দুপুরে উপজেলার পাড়েরহাট এলাকায় বাদুরা গ্রামের মৃত আবদুল রব তালুকদারে বড় মেয়ে কামরুন্নাহার মিনুর (৫০) সঙ্গে তার ছোট বোন মাকনু আক্তারের (৩৫) সঙ্গে জমিজমা নিয়ে তর্কে লিপ্ত হয় বলে জানায় পরিবারের সদস্যরা। পরে একপর্যায়ে বড় কামরুন্নাহার ও ছোট বোন মাকনু আক্তারসহ দুই পরিবারের ছেলে মেয়েরা হামলায় জড়িয়ে পড়ে। এ সময় বড় বোন ছোট বোনকে সজোরে ধাক্কা মারলে ছোট ঘরের মেঝেতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউপি সদস্য মো. মহসিন হাওলাদার জানান, মৃত আবদুল রব তালুকদারের পাড়েরহাট বন্দরে ৪টি দোকান ঘরসহ অনেক সম্পদ রেখে গেছেন। আবদুল রব তালুকদারে পাঁচ ছেলে ও দুই মেয়ে। কিন্তু ছেলেদের কেউই বেঁচে নেই। ওই দোকান ঘর ও সম্পত্তি ভাগ-বণ্টন করতে মেয়েরা শ্বশুর বাড়ি থেকে পাড়েরহাট বাবার বাড়িতে আসে। এ ঘটনাকে কেন্দ্র করে বড় বোনের হাতে ছোট বোন নিহত হয়।
নিহত মাকনু আক্তারের স্বামী জয়পুরহাট হাজি মহসিন কলেজের সহকারী অধ্যাপক মো. কামলা হোসেন জানান, আমার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকনু আক্তার ও তার বড় বোন কামরুন্নাহার মিনুর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ কারণেই ঘটনারদিন তাঁদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে বড় বোনের আঘাতে আমার স্ত্রী মাকনু আক্তার পড়ে গিয়ে ঘটনা স্থলেই নিহত হয়।
ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) এম শামীম আহম্মেদ জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় বোনের হাতে ছোট বোন নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বড় বোনসহ চারজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে।
বিএনপিসমর্থিত কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদকে জেলা দায়রা ও জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
৩ ঘণ্টা আগেবগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
৩ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় করার দাবিতে দুই দিন ধরে চলা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবির সম্ভাব্যতা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করবে, এমন আশ্বাসে চলমান কর্মসূচি স্থগিত করেন তাঁরা।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক (অপারেশনস), ছাত্রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় এক ছাত্র আহতের ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন
৪ ঘণ্টা আগে