৯ দফা দাবিতে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১৮: ০০
Thumbnail image
কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ক্ষতিগ্রস্তদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) অপসারণসহ ৯ দফা দাবিতে পটুয়াখালী পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তরা মানববন্ধন করেছেন। আজ রোববার জেলার কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রবিউল আউয়াল অন্তর, ব্যবসায়ী মাহবুবুল আলম নাঈম, বিলকিস বেগম প্রমুখ।

এ সময় বক্তারা তাঁদের দাবি মানা না হলে বিদ্যুৎকেন্দ্রের প্রধান ফটকে অবস্থান কর্মসূচিসহ আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, ২০১৭ সালে উপজেলার ধানখালী ইউনিয়নে ১ হাজার একর জমির ওপর নির্মাণ করা হয় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র। ভূমি অধিগ্রহণের সময় ক্ষতিগ্রস্তদের বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় তারা দীর্ঘদিন ধরে এসব কর্মসূচি পালন করে আসছে। এ ব্যাপারে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের দায়িত্বশীলদের কোনো বক্তব্য জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত