কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ার বৌদ্ধবিহারগুলোতে উদ্যাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। গতকাল বৃহস্পতিবার রাতে কুয়াকাটার আকাশে রং-বেরঙের অর্ধশতাধিক ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হয় রাখাইনদের এই উৎসবের আনুষ্ঠানিকতা।
এদিকে মহিপুর থানার অমখোলাপাড়া, মিস্ত্রিপাড়া, কলাচানপাড়া, নাইউরিপাড়া, দিয়ার আমখলাপাড়া, নড়াপাড়াসহ উপজেলার সব রাখাইনপাড়ায় এই ফানুস উৎসব হয়। এ সময় হাজারো প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে গৌতম বুদ্ধকে স্মরণ করা হয়।
এর আগে গতকাল সকালে পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা, বুদ্ধপূজা ও দিনভর বিহারগুলোতে ধর্মীয় আলোচনা হয়। বুদ্ধের স্মরণে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধভিক্ষুকে প্রদান করেন বয়স্ক নারী-পুরুষেরা। এই উৎসব ঘিরে জেলার রাখাইনপাড়াগুলোতে আনন্দ-উল্লাসে মেতে ওঠে বৌদ্ধরা। বৌদ্ধবিহারগুলোতে সমাবেশ ঘটে বৌদ্ধভিক্ষুসহ হাজারো রাখাইন নর-নারীর।
দিয়ার আমখলাপাড়ার উসুয়ে মং আজকের পত্রিকাকে বলেন, ‘প্রবারণা পূর্ণিমার মূল আকর্ষণ ফানুস উৎসব। এ দিন হাজারো দর্শক ছুটে এসেছিল এই উৎসবে যোগ দিতে। সবাই মিলে অনেক আনন্দ করেছি।’
কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ ইন্দ্র বংশ ভান্তে বলেন, ‘প্রবারণা উৎসব ঘিরে আমরা ২৮ বুদ্ধের আসন পরিষ্কার ও নতুন সাজে রূপ দিয়েছি। রাতে কুয়াকাটার আকাশে শতাধিক ফানুস উড়িয়ে ধর্মীয় আচারের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের প্রবারণা উৎসব। এ উৎসব থেকে আমাদের চাওয়া, জাগতিক সবার ওপর শান্তি বিরাজ করুক।’
মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধবিহারের সভাপতি মালচিং তালুকদার আজকের পত্রিকাকে বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই উৎসব কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। গত রাতে নানা রঙের ফানুস উড়িয়ে উৎসব পালন করেছেন হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী।
পটুয়াখালীর কলাপাড়ার বৌদ্ধবিহারগুলোতে উদ্যাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। গতকাল বৃহস্পতিবার রাতে কুয়াকাটার আকাশে রং-বেরঙের অর্ধশতাধিক ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হয় রাখাইনদের এই উৎসবের আনুষ্ঠানিকতা।
এদিকে মহিপুর থানার অমখোলাপাড়া, মিস্ত্রিপাড়া, কলাচানপাড়া, নাইউরিপাড়া, দিয়ার আমখলাপাড়া, নড়াপাড়াসহ উপজেলার সব রাখাইনপাড়ায় এই ফানুস উৎসব হয়। এ সময় হাজারো প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে গৌতম বুদ্ধকে স্মরণ করা হয়।
এর আগে গতকাল সকালে পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা, বুদ্ধপূজা ও দিনভর বিহারগুলোতে ধর্মীয় আলোচনা হয়। বুদ্ধের স্মরণে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধভিক্ষুকে প্রদান করেন বয়স্ক নারী-পুরুষেরা। এই উৎসব ঘিরে জেলার রাখাইনপাড়াগুলোতে আনন্দ-উল্লাসে মেতে ওঠে বৌদ্ধরা। বৌদ্ধবিহারগুলোতে সমাবেশ ঘটে বৌদ্ধভিক্ষুসহ হাজারো রাখাইন নর-নারীর।
দিয়ার আমখলাপাড়ার উসুয়ে মং আজকের পত্রিকাকে বলেন, ‘প্রবারণা পূর্ণিমার মূল আকর্ষণ ফানুস উৎসব। এ দিন হাজারো দর্শক ছুটে এসেছিল এই উৎসবে যোগ দিতে। সবাই মিলে অনেক আনন্দ করেছি।’
কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ ইন্দ্র বংশ ভান্তে বলেন, ‘প্রবারণা উৎসব ঘিরে আমরা ২৮ বুদ্ধের আসন পরিষ্কার ও নতুন সাজে রূপ দিয়েছি। রাতে কুয়াকাটার আকাশে শতাধিক ফানুস উড়িয়ে ধর্মীয় আচারের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের প্রবারণা উৎসব। এ উৎসব থেকে আমাদের চাওয়া, জাগতিক সবার ওপর শান্তি বিরাজ করুক।’
মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধবিহারের সভাপতি মালচিং তালুকদার আজকের পত্রিকাকে বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই উৎসব কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। গত রাতে নানা রঙের ফানুস উড়িয়ে উৎসব পালন করেছেন হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী।
আজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
৯ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
২২ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগে