মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে ধানখেত থেকে এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কৃষকের নাম গঞ্জেআলী ঘরামী (৬৫)। তিনি উপজেলার কিসমত ছৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের বড় ছেলে আব্দুল জলিল ঘরামী তাঁর পরিচয় শনাক্ত করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে উত্তর সুবিদখালী গ্রামের দ্বীন ইসলাম নামের এক ব্যক্তি গরুর জন্য ঘাস কাটতে বিলের মাঝে যান। এ সময় তিনি ধানখেতের পানিতে একটি লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
নিহত বৃদ্ধার বড় ছেলে আব্দুল জলিল ঘরামী বলেন, তার বাবা বুধবার গরুর ঘাস কাটার জন্য একটি কাঁচি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু এরপর আর তিনি বাড়ি ফেরেননি। এভাবে তিনি বিভিন্ন সময় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন। তাই তাঁরা উদ্বিগ্ন ছিলেন না। তা ছাড়া তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়রা বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। লাশটির নাম পরিচয় পাওয়া গেছে। তার পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকলেও ময়নাতদন্তের জন্য লাশটি পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’
পটুয়াখালীর মির্জাগঞ্জে ধানখেত থেকে এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কৃষকের নাম গঞ্জেআলী ঘরামী (৬৫)। তিনি উপজেলার কিসমত ছৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের বড় ছেলে আব্দুল জলিল ঘরামী তাঁর পরিচয় শনাক্ত করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে উত্তর সুবিদখালী গ্রামের দ্বীন ইসলাম নামের এক ব্যক্তি গরুর জন্য ঘাস কাটতে বিলের মাঝে যান। এ সময় তিনি ধানখেতের পানিতে একটি লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
নিহত বৃদ্ধার বড় ছেলে আব্দুল জলিল ঘরামী বলেন, তার বাবা বুধবার গরুর ঘাস কাটার জন্য একটি কাঁচি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু এরপর আর তিনি বাড়ি ফেরেননি। এভাবে তিনি বিভিন্ন সময় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন। তাই তাঁরা উদ্বিগ্ন ছিলেন না। তা ছাড়া তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়রা বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। লাশটির নাম পরিচয় পাওয়া গেছে। তার পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকলেও ময়নাতদন্তের জন্য লাশটি পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ ঘণ্টা আগেনড়াইলের কালিয়া উপজেলার ধানখেত থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
৯ ঘণ্টা আগেঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের পুকুর থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় তার এক সহপাঠীকে আটক করেছে পুলিশ।
৯ ঘণ্টা আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক দুটি হত্যা মামলায় দুই শিশুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাপল বুধবার রাতে তাঁদের পৃথক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
৯ ঘণ্টা আগে