ভোলা প্রতিনিধি
ভোলায় সড়ক দুর্ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক কর্মচারী মো. হোসেন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ এবং চালক ও সহকারীকে আটক করে হেফাজতে নিয়েছে। গতকাল বুধবার (৯ নভেম্বর) রাতে ভোলা শহরের তিনখাম্বা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হোসেন ভোলার চরনোয়াবাদের চৌমুহনী ৮ নম্বর ওয়ার্ডের মৃত রুহুল আমীন মাস্টারের ছেলে। তিনি ভোলা পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন অফিসের কাজ শেষে নিজের মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাতে শহরের তিনখাম্বা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক (ভোলা খেয়াঘাট) থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন হোসেন। তাৎক্ষণিক ট্রাকচালক রক্তাক্ত অবস্থায় হোসেনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা (শেবাচিম) হাসপাতালে পাঠান। শেবাচিমে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
ঘটনাস্থলে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, বিপরীত দিক থেকে ট্রাক আসায় হোসেন তাঁর মোটরসাইকেলটির গতি রোধ করে সাইটে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু পেছন থেকে দ্রুতগতির একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ট্রাকটির সামনের অংশের সঙ্গে ধাক্কা লাগে। তখন হোসেন মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে অটোরিকশাচালককে শনাক্তের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির আজ বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিক করে বলেন, ‘এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ট্রাকচালকের চেয়ে অটোরিকশাচালক এ দুর্ঘটনার জন্য বেশি দায়ী। তাই আমরা অটোরিকশাচালককে শনাক্তের চেষ্টা করছি।’
ভোলায় সড়ক দুর্ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক কর্মচারী মো. হোসেন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ এবং চালক ও সহকারীকে আটক করে হেফাজতে নিয়েছে। গতকাল বুধবার (৯ নভেম্বর) রাতে ভোলা শহরের তিনখাম্বা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হোসেন ভোলার চরনোয়াবাদের চৌমুহনী ৮ নম্বর ওয়ার্ডের মৃত রুহুল আমীন মাস্টারের ছেলে। তিনি ভোলা পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন অফিসের কাজ শেষে নিজের মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাতে শহরের তিনখাম্বা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক (ভোলা খেয়াঘাট) থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন হোসেন। তাৎক্ষণিক ট্রাকচালক রক্তাক্ত অবস্থায় হোসেনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা (শেবাচিম) হাসপাতালে পাঠান। শেবাচিমে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
ঘটনাস্থলে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, বিপরীত দিক থেকে ট্রাক আসায় হোসেন তাঁর মোটরসাইকেলটির গতি রোধ করে সাইটে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু পেছন থেকে দ্রুতগতির একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ট্রাকটির সামনের অংশের সঙ্গে ধাক্কা লাগে। তখন হোসেন মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে অটোরিকশাচালককে শনাক্তের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির আজ বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিক করে বলেন, ‘এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ট্রাকচালকের চেয়ে অটোরিকশাচালক এ দুর্ঘটনার জন্য বেশি দায়ী। তাই আমরা অটোরিকশাচালককে শনাক্তের চেষ্টা করছি।’
বরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
৫ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
৩১ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৪২ মিনিট আগে