দৌলতখান (ভোলা) প্রতিনিধি
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ভোলার দৌলতখানে টানা বৃষ্টিতে শত শত হেক্টর জমির আমন ধানসহ রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে আমন ধানের গাছ মাটিতে নুয়ে পড়েছে। নুয়ে পড়া গাছগুলোর নিচেই জমে আছে বৃষ্টির পানি। বৃষ্টির পানি সরানো না গেলে ফসলের ক্ষতির পরিমাণ বাড়বে বলে হতাশা প্রকাশ করেছেন কৃষকেরা।
সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের আমন ধান ও রবি ফসলের খেতে গিয়ে দেখা যায়, অসময়ের টানা বৃষ্টির কারণে রবি ফসলের খেতে বৃষ্টির পানি জমে আছে।
পৌরসভার কৃষক মো. নুর ছলেমান বলেন, ‘বৃষ্টির কারণে গাছ থেকে অনেক ধান মাটিতে পড়ে গেছে। তাই এই বৃষ্টিতে খেতের অর্ধেক ধান নষ্ট হয়ে যাবে। এমনিতেই আমরা কৃষিকাজ করে লোকসানে আছি। তবে, এবার আমন ধানের ছড়া দেখে লোকসানের কথা ভুলে গিয়েছিলাম। এখন মনে হচ্ছে ঝড়বৃষ্টির কারণে চাষাবাদের খরচের ধার-দেনা কাটিয়ে উঠতে পারব না।’
এলাকার অন্যান্য কৃষকেরা বলেন, টানা বৃষ্টিতে আমন ধান, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, মুলা, বেগুন, কাঁচা মরিচ, লালশাক, ধনেপাতাসহ বিভিন্ন ধরনের রবি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে আর্থিকভাবে অনেকে লোকসানে পড়বে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. সুমন হাওলাদার বলেন, চলতি মৌসুমে দৌলতখানে ১৭ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল। এ মৌসুমে আবাদ হয়েছে ১৬ হাজার ৫০০ হেক্টর জমিতে। এ বছর শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা ছিল ৭৫০ হেক্টর জমিতে। এবার ২৫০ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। তবে এই অসময়ের বৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় ধানসহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। ক্ষতির পরিমাণ এখনো তালিকা করা সম্ভব হয়নি।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ভোলার দৌলতখানে টানা বৃষ্টিতে শত শত হেক্টর জমির আমন ধানসহ রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে আমন ধানের গাছ মাটিতে নুয়ে পড়েছে। নুয়ে পড়া গাছগুলোর নিচেই জমে আছে বৃষ্টির পানি। বৃষ্টির পানি সরানো না গেলে ফসলের ক্ষতির পরিমাণ বাড়বে বলে হতাশা প্রকাশ করেছেন কৃষকেরা।
সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের আমন ধান ও রবি ফসলের খেতে গিয়ে দেখা যায়, অসময়ের টানা বৃষ্টির কারণে রবি ফসলের খেতে বৃষ্টির পানি জমে আছে।
পৌরসভার কৃষক মো. নুর ছলেমান বলেন, ‘বৃষ্টির কারণে গাছ থেকে অনেক ধান মাটিতে পড়ে গেছে। তাই এই বৃষ্টিতে খেতের অর্ধেক ধান নষ্ট হয়ে যাবে। এমনিতেই আমরা কৃষিকাজ করে লোকসানে আছি। তবে, এবার আমন ধানের ছড়া দেখে লোকসানের কথা ভুলে গিয়েছিলাম। এখন মনে হচ্ছে ঝড়বৃষ্টির কারণে চাষাবাদের খরচের ধার-দেনা কাটিয়ে উঠতে পারব না।’
এলাকার অন্যান্য কৃষকেরা বলেন, টানা বৃষ্টিতে আমন ধান, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, মুলা, বেগুন, কাঁচা মরিচ, লালশাক, ধনেপাতাসহ বিভিন্ন ধরনের রবি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে আর্থিকভাবে অনেকে লোকসানে পড়বে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. সুমন হাওলাদার বলেন, চলতি মৌসুমে দৌলতখানে ১৭ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল। এ মৌসুমে আবাদ হয়েছে ১৬ হাজার ৫০০ হেক্টর জমিতে। এ বছর শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা ছিল ৭৫০ হেক্টর জমিতে। এবার ২৫০ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। তবে এই অসময়ের বৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় ধানসহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। ক্ষতির পরিমাণ এখনো তালিকা করা সম্ভব হয়নি।
কুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, দেশীয় অস্ত্রসহ যুবদল, ছাত্রদল ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ২টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ও জগন্নাথপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
৯ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে, ওই বাড়ির ভাড়াটিয়ারা এ হত্যা ঘটিয়েছেন।
২৮ মিনিট আগেনিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
৩৮ মিনিট আগেরাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
২ ঘণ্টা আগে