পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় স্কুল মেরামতের নামে সরকারি গাছ কেটেছেন এক আওয়ামী লীগ নেতা। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকা থেকে বন বিভাগের পাঁচটি গাছ কাটা হয়।
আওয়ামী লীগের এই নেতার নাম মৃধা মো. মনিরুজ্জামান। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিমের অনুসারী বলে জানা গেছে।
কেটে নেওয়া গাছের মধ্যে রয়েছে, দুটি মেহগনি ও তিনটি চাম্বল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় আবুল হোসেন ক্ষোভ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘এভাবে দিনদুপুরে সরকারি গাছ কীভাবে কেটে ফেললেন আওয়ামী লীগ নেতা?’
স্থানীয়রা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ভবানীপুর ওয়ার্ডে আকন বাড়ির সামনে ইন্দুরকানী-কলারণ সড়কের পাশে বন বিভাগের দুটি মেহগনি ও তিনটি চাম্বলগাছ ছিল। গতকাল সকালে ওই সড়কে গাছগুলো আওয়ামী লীগ নেতা মৃধা মো. মনিরুজ্জামান শ্রমিক দিয়ে কেটে নিয়ে যান। এরপর গাছগুলো খণ্ড খণ্ড করে তাঁর প্রতিষ্ঠিত বেসরকারি বিদ্যালয় দক্ষিণ ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাখা হয়। পরে গাছগুলো স্কুলের সামনে থেকে সরিয়ে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান।
গাছ কাটার কথা স্বীকার করে আওয়ামী লীগ নেতা মৃধা মো. মনিরুজ্জামান বলেন, ‘ওসি ও ইউএনওর মৌখিক অনুমতি নিয়ে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত স্কুল মেরামতের জন্য গাছগুলো কাটা হয়েছে।’
এ বিষয় ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, তিনি কাউকেই মৌখিকভাবে গাছ কাটার নির্দেশনা দেননি।
পিরোজপুর জেলা বন কর্মকর্তা নির্ম্মল কুমার দত্ত বলেন, ‘ইন্দুরকানী উপজেলায় প্রধান সড়কের পাশ থেকে বন বিভাগের গাছ কাটার অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বক্কর সিদ্দিকীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় স্কুল মেরামতের নামে সরকারি গাছ কেটেছেন এক আওয়ামী লীগ নেতা। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকা থেকে বন বিভাগের পাঁচটি গাছ কাটা হয়।
আওয়ামী লীগের এই নেতার নাম মৃধা মো. মনিরুজ্জামান। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিমের অনুসারী বলে জানা গেছে।
কেটে নেওয়া গাছের মধ্যে রয়েছে, দুটি মেহগনি ও তিনটি চাম্বল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় আবুল হোসেন ক্ষোভ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘এভাবে দিনদুপুরে সরকারি গাছ কীভাবে কেটে ফেললেন আওয়ামী লীগ নেতা?’
স্থানীয়রা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ভবানীপুর ওয়ার্ডে আকন বাড়ির সামনে ইন্দুরকানী-কলারণ সড়কের পাশে বন বিভাগের দুটি মেহগনি ও তিনটি চাম্বলগাছ ছিল। গতকাল সকালে ওই সড়কে গাছগুলো আওয়ামী লীগ নেতা মৃধা মো. মনিরুজ্জামান শ্রমিক দিয়ে কেটে নিয়ে যান। এরপর গাছগুলো খণ্ড খণ্ড করে তাঁর প্রতিষ্ঠিত বেসরকারি বিদ্যালয় দক্ষিণ ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাখা হয়। পরে গাছগুলো স্কুলের সামনে থেকে সরিয়ে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান।
গাছ কাটার কথা স্বীকার করে আওয়ামী লীগ নেতা মৃধা মো. মনিরুজ্জামান বলেন, ‘ওসি ও ইউএনওর মৌখিক অনুমতি নিয়ে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত স্কুল মেরামতের জন্য গাছগুলো কাটা হয়েছে।’
এ বিষয় ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, তিনি কাউকেই মৌখিকভাবে গাছ কাটার নির্দেশনা দেননি।
পিরোজপুর জেলা বন কর্মকর্তা নির্ম্মল কুমার দত্ত বলেন, ‘ইন্দুরকানী উপজেলায় প্রধান সড়কের পাশ থেকে বন বিভাগের গাছ কাটার অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বক্কর সিদ্দিকীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।
বেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
১ few সেকেন্ড আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৩৫ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৩৬ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৩৬ মিনিট আগে