নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার নামে বরিশালের বাকেরগঞ্জে একটি সড়কের নামকরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য নাসরিন জাহান রত্না।
গত ৭ আগস্ট সড়কটি ঘটা করে উদ্বোধন করেন সংসদ সদস্য নাসরিন জাহান রত্না। এ সময় তার স্বামী জাতীয় পাটির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারও ছিলেন। প্রায় ২ কোটি টাকায় নির্মিত সড়কটির উদ্বোধনের বিষয় প্রশাসন জানে না বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার শীল সাংবাদিকদের বলেন, ‘সড়কের নামকরণ প্রক্রিয়াটি যথাযথ প্রক্রিয়ায় হয়নি। বিদেশি কারও নামকরণের ক্ষেত্রে সরকারের অনুমোদন নিতে হয়। এক্ষেত্রে সে ধরনের নিয়মের ব্যত্যয় ঘটেছে।’
জানা গেছে, উপজেলার কলসকাঠী ইউনিয়নের ডিঙ্গামানিক এলাকায় সড়কটিতে দুটি নামফলক করা হয়। এর একটি ভারতের সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার নামে এবং অপরটি মুক্তিযুদ্ধকালীন কলসাঠীতে গণহত্যার শহীদদের তালিকা।
স্থানীয়রা ও একাধিক সংবাদকমী জানিয়েছেন, এমপি নাসরিন জাহান রত্নার স্বামী জাপার কো-চেয়ারম্যান রুহুল আমিন ঢাকা থেকে নামফলক দুটো এনেছেন। তারা গত ৭ আগস্ট ওই সড়কটির ঘটা করে উদ্বোধন করেছেন।
বাকেরগঞ্জের বাসিন্দা এবং জাসদের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক মোহাম্মদ মোহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার অংশ হিসেবে এমন কর্মকাণ্ড করেছেন এমপি রত্না। প্রকৃত অর্থে তিনি বাকেরগঞ্জে কোনো উন্নয়নই করেননি। সরকারের অনুমতি ছাড়া এমন কর্মকাণ্ড বিতর্কিত ঘটনা। এ বিষয়টি খতিয়ে দেখা দরকার।’
২০১৬ সালে কলসকাঠীতে বদ্ধভূমি ও সেখানে প্রতিষ্ঠিত গান্ধী আশ্রম পরিদর্শনে যান তৎকালীন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না সাংবাদিকদের বলেন, ৭১ এর গণহত্যার জায়গাটি পরিদর্শনের জন্য ভারতের সাবেক হাইকমিশনার এসেছিলেন। তার স্মরণে হর্ষ বর্ধন শ্রিংলার নামে ফলকটি করা হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার নামে বরিশালের বাকেরগঞ্জে একটি সড়কের নামকরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য নাসরিন জাহান রত্না।
গত ৭ আগস্ট সড়কটি ঘটা করে উদ্বোধন করেন সংসদ সদস্য নাসরিন জাহান রত্না। এ সময় তার স্বামী জাতীয় পাটির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারও ছিলেন। প্রায় ২ কোটি টাকায় নির্মিত সড়কটির উদ্বোধনের বিষয় প্রশাসন জানে না বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার শীল সাংবাদিকদের বলেন, ‘সড়কের নামকরণ প্রক্রিয়াটি যথাযথ প্রক্রিয়ায় হয়নি। বিদেশি কারও নামকরণের ক্ষেত্রে সরকারের অনুমোদন নিতে হয়। এক্ষেত্রে সে ধরনের নিয়মের ব্যত্যয় ঘটেছে।’
জানা গেছে, উপজেলার কলসকাঠী ইউনিয়নের ডিঙ্গামানিক এলাকায় সড়কটিতে দুটি নামফলক করা হয়। এর একটি ভারতের সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার নামে এবং অপরটি মুক্তিযুদ্ধকালীন কলসাঠীতে গণহত্যার শহীদদের তালিকা।
স্থানীয়রা ও একাধিক সংবাদকমী জানিয়েছেন, এমপি নাসরিন জাহান রত্নার স্বামী জাপার কো-চেয়ারম্যান রুহুল আমিন ঢাকা থেকে নামফলক দুটো এনেছেন। তারা গত ৭ আগস্ট ওই সড়কটির ঘটা করে উদ্বোধন করেছেন।
বাকেরগঞ্জের বাসিন্দা এবং জাসদের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক মোহাম্মদ মোহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার অংশ হিসেবে এমন কর্মকাণ্ড করেছেন এমপি রত্না। প্রকৃত অর্থে তিনি বাকেরগঞ্জে কোনো উন্নয়নই করেননি। সরকারের অনুমতি ছাড়া এমন কর্মকাণ্ড বিতর্কিত ঘটনা। এ বিষয়টি খতিয়ে দেখা দরকার।’
২০১৬ সালে কলসকাঠীতে বদ্ধভূমি ও সেখানে প্রতিষ্ঠিত গান্ধী আশ্রম পরিদর্শনে যান তৎকালীন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না সাংবাদিকদের বলেন, ৭১ এর গণহত্যার জায়গাটি পরিদর্শনের জন্য ভারতের সাবেক হাইকমিশনার এসেছিলেন। তার স্মরণে হর্ষ বর্ধন শ্রিংলার নামে ফলকটি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১৩ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৬ মিনিট আগে