নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক পেতে ৭ জন আবেদন করেছেন। আজ বুধবার শেষ দিন পর্যন্ত তাঁরা এই আবেদন করেন। এর মধ্যে ৬ জনই বরিশাল নগরের রাজনীতিতে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বিরোধী হিসেবে পরিচিতি।
জানা গেছে, ওই ৬ জন একসঙ্গে মেয়র সাদিকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের ভোট।
নৌকা প্রতীক চেয়ে আবেদনকারীরা হলেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাদিকের চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি মীর আমিন উদ্দিন মোহন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান, বিএম কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষার এবং মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন।
মেয়র সাদিক বিরোধী প্রার্থীরা বলেছেন বিভিন্ন সময়ে তাঁরা সাদিকের হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্রলীগ নেতা মঈন তুষার ফেসবুক লাইভে বলেন, ‘উনি (মেয়র) প্রধানমন্ত্রীর আত্মীয় দাবি করেন, এক টাকাও বরাদ্দ পান নাই, এটা মেয়রের ব্যর্থতা, তাঁর মধ্যে সমস্যা আছে।’
খোকন সেরনিয়াবাত বলেন, ‘বরিশালে সুস্থ ধারার রাজনীতি নেই, উন্নয়ন নেই। এতে হতাশাগ্রস্ত বরিশালবাসীকে আশার আলো দেখাতে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
মাহমুদুল হক খান মামুন বলেন, ‘আগের দুটি নির্বাচনে মনোনয়ন চেয়ে পাইনি। তখন স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। এবার আশাকরি দলের মনোনয়ন পাবো।’ তিনি বলেন, ‘বরিশালের মানুষ পরিবর্তন চান, উন্নয়ন চান।’
নগর আওয়ামী লীগের সহসভাপতি প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু বলেন, ‘মেয়র সাদিক তাঁদের দলের একক প্রার্থী। তাঁরা মেয়র সাদিকের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন। তাঁরা শতভাগ আশাবাদী।’
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক পেতে ৭ জন আবেদন করেছেন। আজ বুধবার শেষ দিন পর্যন্ত তাঁরা এই আবেদন করেন। এর মধ্যে ৬ জনই বরিশাল নগরের রাজনীতিতে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বিরোধী হিসেবে পরিচিতি।
জানা গেছে, ওই ৬ জন একসঙ্গে মেয়র সাদিকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের ভোট।
নৌকা প্রতীক চেয়ে আবেদনকারীরা হলেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাদিকের চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি মীর আমিন উদ্দিন মোহন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান, বিএম কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষার এবং মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন।
মেয়র সাদিক বিরোধী প্রার্থীরা বলেছেন বিভিন্ন সময়ে তাঁরা সাদিকের হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্রলীগ নেতা মঈন তুষার ফেসবুক লাইভে বলেন, ‘উনি (মেয়র) প্রধানমন্ত্রীর আত্মীয় দাবি করেন, এক টাকাও বরাদ্দ পান নাই, এটা মেয়রের ব্যর্থতা, তাঁর মধ্যে সমস্যা আছে।’
খোকন সেরনিয়াবাত বলেন, ‘বরিশালে সুস্থ ধারার রাজনীতি নেই, উন্নয়ন নেই। এতে হতাশাগ্রস্ত বরিশালবাসীকে আশার আলো দেখাতে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
মাহমুদুল হক খান মামুন বলেন, ‘আগের দুটি নির্বাচনে মনোনয়ন চেয়ে পাইনি। তখন স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। এবার আশাকরি দলের মনোনয়ন পাবো।’ তিনি বলেন, ‘বরিশালের মানুষ পরিবর্তন চান, উন্নয়ন চান।’
নগর আওয়ামী লীগের সহসভাপতি প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু বলেন, ‘মেয়র সাদিক তাঁদের দলের একক প্রার্থী। তাঁরা মেয়র সাদিকের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন। তাঁরা শতভাগ আশাবাদী।’
রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
১০ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজনরসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
১৩ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
১৪ মিনিট আগেরাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে