পটুয়াখালী প্রতিনিধি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের ছবি দিয়ে ব্যানার টানিয়েছেন পটুয়াখালী বিএনপিপন্থী এক আইনজীবী। তবে ব্যানারে প্রধান উপদেষ্টার নামের বানানটিও ভুল দেখা গেছে।
গত বৃহস্পতিবার শুক্রবার শহরের মডেল মসজিদের পাশে ব্যানারটি টানানো হয়েছে। একই দিন (শুক্রবার) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়।
ব্যানার টানানো ওই আইনজীবীর নাম–মাকসুদুর রহমান মাকসুদ, তিনি নিজেকে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ক্রীড়া সম্পাদক বলে পরিচয় দেন।
সোমবার শহরের আদালত এলাকায় গিয়ে দেখা যায়, মডেল মসজিদের পাশে টানানো ব্যানারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার ছবি রয়েছে। ব্যানারে ওপরে দুপাশে বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ–মীর মুগ্ধর ছবি।
লেখা রয়েছে, ‘২য় বার স্বাধীন হওয়ায় বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ উইনূসসহ সকল উপদেষ্টাদের রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন।’ নিচে মাকসুদুর রহমান নিজের ছবি ব্যবহার করে আইনজীবী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক উল্লেখ করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অ্যাডভোকেট মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করলে আমি পরের দিন সকালে ব্যানার টানাই এবং এটি আগের দিনই করা হয়েছিল।’
প্রধান উপদেষ্টার ছবি ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষেধ করা হয়েছে আমি জানতাম না, আমার নলেজে নাই।’
পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি (মাকসুদুর রহমান) আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ক্রীড়া সম্পাদক ছিলেন এখন পদে নেই, সদস্য হিসেবে আছেন।’
তিনি বলেন, ‘যে ব্যানারটি টানিয়েছে সেখানে আইনজীবী ফোরামের কথা লেখা হয়নি। যেহেতু প্রধান উপদেষ্টার ছবি দিয়ে ব্যানার টানানো নিষেধ, সেহেতু তিনি কাজটি ঠিক করেনি। আমি এবং আমাদের সভাপতি তাকে বলেছি, দ্রুত ব্যানারটি নামিয়ে ফেলতে।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের ছবি দিয়ে ব্যানার টানিয়েছেন পটুয়াখালী বিএনপিপন্থী এক আইনজীবী। তবে ব্যানারে প্রধান উপদেষ্টার নামের বানানটিও ভুল দেখা গেছে।
গত বৃহস্পতিবার শুক্রবার শহরের মডেল মসজিদের পাশে ব্যানারটি টানানো হয়েছে। একই দিন (শুক্রবার) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়।
ব্যানার টানানো ওই আইনজীবীর নাম–মাকসুদুর রহমান মাকসুদ, তিনি নিজেকে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ক্রীড়া সম্পাদক বলে পরিচয় দেন।
সোমবার শহরের আদালত এলাকায় গিয়ে দেখা যায়, মডেল মসজিদের পাশে টানানো ব্যানারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার ছবি রয়েছে। ব্যানারে ওপরে দুপাশে বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ–মীর মুগ্ধর ছবি।
লেখা রয়েছে, ‘২য় বার স্বাধীন হওয়ায় বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ উইনূসসহ সকল উপদেষ্টাদের রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন।’ নিচে মাকসুদুর রহমান নিজের ছবি ব্যবহার করে আইনজীবী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক উল্লেখ করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অ্যাডভোকেট মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করলে আমি পরের দিন সকালে ব্যানার টানাই এবং এটি আগের দিনই করা হয়েছিল।’
প্রধান উপদেষ্টার ছবি ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষেধ করা হয়েছে আমি জানতাম না, আমার নলেজে নাই।’
পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি (মাকসুদুর রহমান) আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ক্রীড়া সম্পাদক ছিলেন এখন পদে নেই, সদস্য হিসেবে আছেন।’
তিনি বলেন, ‘যে ব্যানারটি টানিয়েছে সেখানে আইনজীবী ফোরামের কথা লেখা হয়নি। যেহেতু প্রধান উপদেষ্টার ছবি দিয়ে ব্যানার টানানো নিষেধ, সেহেতু তিনি কাজটি ঠিক করেনি। আমি এবং আমাদের সভাপতি তাকে বলেছি, দ্রুত ব্যানারটি নামিয়ে ফেলতে।’
ফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
৬ মিনিট আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
৯ মিনিট আগেরাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে...
২৪ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
৩২ মিনিট আগে