পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিধিলির কবলে বরগুনার পাথরঘাটার আড়াইশো জেলে উদ্ধার হলেও তিন দিন ধরে ট্রলারসহ নিখোঁজ রয়েছেন ১৭ জন জেলে। এফবি এলাহী ভরসা নামের ওই মাছ ধরার ট্রলারটিতে মাঝি-মাল্লা হিসেবে তারা সাগরে গিয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি জানান, এফবি এলাহী ভরসা ট্রলারের মালিক মোহাম্মদ রফিক। গত বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ট্রলারের মাঝি-মাল্লাদের সঙ্গে রফিকের যোগাযোগ ছিল।
এ বিষয়ে বরগুনা জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল হোসেন মাস্টার নিখোঁজ জেলেদের স্বজনদের বরাতে আজকের পত্রিকাকে জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় গভীর সমুদ্র থেকে ট্রলার নিয়ে ঘাটের দিকে ফিরছিলেন আওয়াল মাঝি। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নেটওয়ার্কের মধ্যে এসে জেলেরা স্বজনদের জানান, আবহাওয়া খারাপ থাকায় পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ট্রলারটি নোঙর করেছেন তারা। আবহাওয়া ভালো হলে ঘাটের দিকে রওনা দেবেন। কিন্তু এর কিছু পর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
নিখোঁজ জেলেরা হলেন—ট্রলারের মাঝি হারুন বিশ্বাসের ছেলে আউয়াল বিশ্বাস (৪৮), শাহজাহান মিয়ার ছেলে সফিকুল ইসলাম (৪০), সেকান্দার হাওলাদারের ছেলে মোহাম্মদ ফারুক (৩৫), মেনাজ উদ্দিন বয়াতীর ছেলে আব্দুল খালেক (৫০), মোহাম্মদ শাহ আলম খানের ছেলে মোহাম্মদ নান্টু খান (৩৫), আব্দুল মজিদের ছেলে মাহতাব (৪৫), পনু মৃধার ছেলে সিদ্দিক মৃধা (৪৩), সফেজ উদ্দিনের ছেলে কালু মিয়া (৪০), আব্দুল ছত্তার আকনের ছেলে মোহাম্মদ মনির হোসেন (৪৫), জেন্নাত আলীর ছেলে সহিদুল ইসলাম (৪০), মৃত চান মিয়া সুবাহান খাঁ (৭১), ওহাব আলীর ছেলে মো. ইউনুস সর্দার (৭৩), মৃত ছয়জুদ্দিনের ছেলে মো. খলিল (৬১), মো. আমজাদের ছেলে আব্দুর রব (৬০), হারুন বিশ্বাসের ছেলে আল আমিন বিশ্বাস (৩৫), মো. আঃ জব্বারের ছেলে লিটন (৪১), আঃ সালামের ছেলে আবুল কালাম (৩৬)। এদের বাড়ি বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।
ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বঙ্গোপসাগরে মাছ শিকাররত অবস্থায় অনেক ট্রলার ডুবে গেছে। ইতিমধ্যে ডুবে যাওয়া ট্রলারের মাঝি-মাল্লারা বিভিন্নভাবে উদ্ধার হয়েছেন। তবে ঘূর্ণিঝড়ের তিন দিন পার হলেও এফবি এলাহী ভরসা ট্রলারসহ ১৭ জেলে নিখোঁজ রয়েছে। ইতিমধ্যে নিখোঁজ ট্রলারের সন্ধানে একটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ এবং ট্রলার মালিক সমিতির যৌথ উদ্ধার তৎপরতা কার্যক্রম শুরু করা হয়েছে।’
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিধিলির কবলে বরগুনার পাথরঘাটার আড়াইশো জেলে উদ্ধার হলেও তিন দিন ধরে ট্রলারসহ নিখোঁজ রয়েছেন ১৭ জন জেলে। এফবি এলাহী ভরসা নামের ওই মাছ ধরার ট্রলারটিতে মাঝি-মাল্লা হিসেবে তারা সাগরে গিয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি জানান, এফবি এলাহী ভরসা ট্রলারের মালিক মোহাম্মদ রফিক। গত বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ট্রলারের মাঝি-মাল্লাদের সঙ্গে রফিকের যোগাযোগ ছিল।
এ বিষয়ে বরগুনা জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল হোসেন মাস্টার নিখোঁজ জেলেদের স্বজনদের বরাতে আজকের পত্রিকাকে জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় গভীর সমুদ্র থেকে ট্রলার নিয়ে ঘাটের দিকে ফিরছিলেন আওয়াল মাঝি। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নেটওয়ার্কের মধ্যে এসে জেলেরা স্বজনদের জানান, আবহাওয়া খারাপ থাকায় পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ট্রলারটি নোঙর করেছেন তারা। আবহাওয়া ভালো হলে ঘাটের দিকে রওনা দেবেন। কিন্তু এর কিছু পর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
নিখোঁজ জেলেরা হলেন—ট্রলারের মাঝি হারুন বিশ্বাসের ছেলে আউয়াল বিশ্বাস (৪৮), শাহজাহান মিয়ার ছেলে সফিকুল ইসলাম (৪০), সেকান্দার হাওলাদারের ছেলে মোহাম্মদ ফারুক (৩৫), মেনাজ উদ্দিন বয়াতীর ছেলে আব্দুল খালেক (৫০), মোহাম্মদ শাহ আলম খানের ছেলে মোহাম্মদ নান্টু খান (৩৫), আব্দুল মজিদের ছেলে মাহতাব (৪৫), পনু মৃধার ছেলে সিদ্দিক মৃধা (৪৩), সফেজ উদ্দিনের ছেলে কালু মিয়া (৪০), আব্দুল ছত্তার আকনের ছেলে মোহাম্মদ মনির হোসেন (৪৫), জেন্নাত আলীর ছেলে সহিদুল ইসলাম (৪০), মৃত চান মিয়া সুবাহান খাঁ (৭১), ওহাব আলীর ছেলে মো. ইউনুস সর্দার (৭৩), মৃত ছয়জুদ্দিনের ছেলে মো. খলিল (৬১), মো. আমজাদের ছেলে আব্দুর রব (৬০), হারুন বিশ্বাসের ছেলে আল আমিন বিশ্বাস (৩৫), মো. আঃ জব্বারের ছেলে লিটন (৪১), আঃ সালামের ছেলে আবুল কালাম (৩৬)। এদের বাড়ি বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।
ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বঙ্গোপসাগরে মাছ শিকাররত অবস্থায় অনেক ট্রলার ডুবে গেছে। ইতিমধ্যে ডুবে যাওয়া ট্রলারের মাঝি-মাল্লারা বিভিন্নভাবে উদ্ধার হয়েছেন। তবে ঘূর্ণিঝড়ের তিন দিন পার হলেও এফবি এলাহী ভরসা ট্রলারসহ ১৭ জেলে নিখোঁজ রয়েছে। ইতিমধ্যে নিখোঁজ ট্রলারের সন্ধানে একটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ এবং ট্রলার মালিক সমিতির যৌথ উদ্ধার তৎপরতা কার্যক্রম শুরু করা হয়েছে।’
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
২০ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২৬ মিনিট আগে