পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে গতকাল সোমবার দুপুরে প্রভাব ফেলতে শুরু করে ঘূর্ণিঝড় সিত্রাং। এ সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) অপারেশন চলছিল। ঝড়ে বিদ্যুৎ চলে যাওয়ার পর টর্চ লাইট ও মোবাইল ফোনের আলোতে এক নারীর অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের একটি ছবি ফেসবুকে আপলোড করার পর তা ভাইরাল হয়ে যায়। অপারেশনে অংশ নেওয়া চিকিৎসকেরা এখন প্রশংসায় ভাসছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালে দীর্ঘদিন ধরে জেনারেটরে সমস্যা রয়েছে। গত দুদিন ধরে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা বেশি হয়। গতকাল এটিতে জরায়ু অপারেশন শুরু করতে গেলে বিদ্যুৎ চলে যায়। ওটিতে থাকা চিকিৎসকেরা মুঠোফোনের লাইট ও একটি টর্চ লাইট দিয়ে অপারেশন কার্যক্রম শুরু করেন। তাৎক্ষণিকভাবে ওই নারীর অস্ত্রোপচার করা না হলে রোগীকে বাঁচানো সম্ভব হতো না।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা বলেন, ‘ওই নারীর গর্ভনালী ব্রিডিং হচ্ছিল। এ কারণেই দ্রুত অপারেশন করা। বাস্তবতা হচ্ছে জীবন বাঁচাতে কোনো সংকটই বাধা হতে পারে না। আমরা প্রতিনিয়ত এভাবেই কাজ করে যাচ্ছি।’
চিকিৎসক হাবিবুর রহমান বলেন, ‘প্রচণ্ড ঝড়ে, কোথাও বিদ্যুৎ নেই। হাসপাতালের জেনারেটর নষ্ট। অস্ত্রোপচার না করলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা যখন ক্ষীণ, তখন তো ঝুঁকি নিতেই হয়। মোবাইল আর টর্চের আলোতে দলের সহযোগিতায় অস্ত্রোপচার সম্পন্ন করি।’
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তত্ত্বাবধায়ক আবদুল মতিন বলেন, ‘হাসপাতালে জেনারেটর নেই, জেনারেটর চেয়ে আবেদনও করা হয়েছে। আশা করি দ্রুত পেয়ে যাব। আমরা সংকটের মধ্যেও হাসপাতালে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা থাকে।’
পটুয়াখালীতে গতকাল সোমবার দুপুরে প্রভাব ফেলতে শুরু করে ঘূর্ণিঝড় সিত্রাং। এ সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) অপারেশন চলছিল। ঝড়ে বিদ্যুৎ চলে যাওয়ার পর টর্চ লাইট ও মোবাইল ফোনের আলোতে এক নারীর অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের একটি ছবি ফেসবুকে আপলোড করার পর তা ভাইরাল হয়ে যায়। অপারেশনে অংশ নেওয়া চিকিৎসকেরা এখন প্রশংসায় ভাসছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালে দীর্ঘদিন ধরে জেনারেটরে সমস্যা রয়েছে। গত দুদিন ধরে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা বেশি হয়। গতকাল এটিতে জরায়ু অপারেশন শুরু করতে গেলে বিদ্যুৎ চলে যায়। ওটিতে থাকা চিকিৎসকেরা মুঠোফোনের লাইট ও একটি টর্চ লাইট দিয়ে অপারেশন কার্যক্রম শুরু করেন। তাৎক্ষণিকভাবে ওই নারীর অস্ত্রোপচার করা না হলে রোগীকে বাঁচানো সম্ভব হতো না।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা বলেন, ‘ওই নারীর গর্ভনালী ব্রিডিং হচ্ছিল। এ কারণেই দ্রুত অপারেশন করা। বাস্তবতা হচ্ছে জীবন বাঁচাতে কোনো সংকটই বাধা হতে পারে না। আমরা প্রতিনিয়ত এভাবেই কাজ করে যাচ্ছি।’
চিকিৎসক হাবিবুর রহমান বলেন, ‘প্রচণ্ড ঝড়ে, কোথাও বিদ্যুৎ নেই। হাসপাতালের জেনারেটর নষ্ট। অস্ত্রোপচার না করলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা যখন ক্ষীণ, তখন তো ঝুঁকি নিতেই হয়। মোবাইল আর টর্চের আলোতে দলের সহযোগিতায় অস্ত্রোপচার সম্পন্ন করি।’
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তত্ত্বাবধায়ক আবদুল মতিন বলেন, ‘হাসপাতালে জেনারেটর নেই, জেনারেটর চেয়ে আবেদনও করা হয়েছে। আশা করি দ্রুত পেয়ে যাব। আমরা সংকটের মধ্যেও হাসপাতালে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা থাকে।’
বরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
১ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
২৭ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৩৮ মিনিট আগে