বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে প্রশাসনের ওপর দুই দফায় হামলা, আটক ৪৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ২৩: ০৭

মা ইলিশ রক্ষায় অভিযানে বরিশালের হিজলায় দুই দফা হামলার শিকার হয়েছে প্রশাসন। আজ শুক্রবার বিকেলে হিজলা গৌরবদী ইউনিয়নের ওরাকুল, জানপুর নামক স্থানে দুর্বৃত্তদের হামলার শিকার হন র‍্যাব ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। এতে বেশ কয়েকজন আহত হন। 

অপরদিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের মেঘনা নদীতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে প্রথম দফায় হামলা করা হয়। ৪০–৫০ জনের একটি দল হামলা চালিয়ে তিনটি বোট ক্ষতিগ্রস্ত করে। এ ঘটনায় একজন মৎস্য কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। 

উভয় ঘটনায় আটক ৪৬ জনের মধ্যে ৩৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। 

হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রয় বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ধুলখোলা ইউনিয়নের মেঘনা নদীতে তারা অভিযান চালান। তিন উপজেলার (হাইমচর, রায়পুর, হিজলা) মিলিত স্থানে মেঘনা নদীতে ইলিশ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালকের (মোল্লা এমদাদুল্লাহ) নেতৃত্বে অভিযান পরিচালনার সময় দস্যুরা হামলা চালায়। 

যৌথ অভিযানে পুলিশ সদস্য, কোস্টগার্ড, তিন উপজেলার মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে হঠাৎ মধ্য রাতে তিনটি ফাইটার বোটে ৪০-৫০ জন দস্যু হামলা চালায়। তারা ইটপাটকেল ও আগুন নিক্ষেপ করে। এ ঘটনায় তাদের তিনটি বোট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আটক করা হয় ৩৫ জনকে। এর মধ্যে ৩৪ জনকে জরিমানা করা হয়েছে বলে জানান তিনি। 

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউপির ওরাকল, জানপুর নামক স্থানে দুর্বৃত্তদের হামলার শিকার হন র‍্যাব ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় ১১ জনকে আটক করা হয়। 

মৎস্য কর্মকর্তা রাজিব রয় বলেন, দস্যুরা মা ইলিশ ধরা অবস্থায় কয়েকটি গ্রুপে রামদা, লোহার রড নিয়ে হামলা করে। 

হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে হামলায় অভিযুক্ত ব্যক্তিদের সবাইকে সাজা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি। 

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, নদীতে অভিযান পরিচালনা করার সময় শুক্রবার বিকেলে মেঘনার ওরাকুল নামক স্থানে সংঘবদ্ধ ব্যক্তিরা প্রশাসনের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও বাঁশের লাঠি দিয়ে হামলা করেছে। এতে কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন। মা ইলিশ রক্ষায় তাদের যৌথ অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত