পটুয়াখালী প্রতিনিধি
ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়ায় পটুয়াখালীতে পুলিশ কর্মকর্তাকে শাসানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। এ সময় তিনি আধিপত্য বিস্তারে ওই কর্মকর্তাকে হুমকিও দেন। পরে অন্যান্য পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা জড়ো হলে সটকে পড়েন ওই নেতা।
ঘটনাটি ঘটে আজ রোববার সদর উপজেলার লোহালিয়া মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. ইউসুফ আলী খান, তিনি সদর উপজেলার লোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট গোলাম সরোয়ারের সমর্থক।
এর আগে রোববার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্তে জেলার সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা পরিষদের নির্বাচনের শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়।
বেলা ১টার দিকে সদর উপজেলার মধ্য লোহালিয়া মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খান। এ সময় ভোটকেন্দ্রের ইনচার্জ পুলিশের সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান ভোটার কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ভোটার না, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।’
ভোটার ব্যতীত কাউকে ভেতরে ঢুকতে না দেওয়ার নির্দেশ আছে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আমি ২০ বছর আওয়ামী লীগের সভাপতি, টাঙ্গাইলের ধনবাড়ী থানার ওসি জসিম আমার নিজের শালা (শ্যালক) ’।
এ সময় তিনি প্রভাবশালী একাধিক কর্মকর্তার পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। খবর পেয়ে সাংবাদিকসহ অন্যান্য পুলিশ এবং প্রিসাইডিং অফিসার আসলে তিনি কেটে পরেন।
এ বিষয় জানতে চাইলে ইউসুফ আলী খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আসছি তো ভোট দেব না, আমার এজেন্ট আছে, তারা কি অবস্থায় আছে দেখার জন্য। আমি ভেতরেও ঢুকব না।’
ওই ভোটকেন্দ্রের ইনচার্জ পুলিশের সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, ‘তিনি এই কেন্দ্রের ভোটার নন, তাই তাকে ঢুকতে দিইনি। তবে তিনি আওয়ামী লীগ নেতা ও একাধিক কর্মকর্তার নাম বলে ঢোকার চেষ্টা করেছেন, তখন আমি প্রিসাইডিং অফিসারকে জানালে তিনি চলে যান।’
ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়ায় পটুয়াখালীতে পুলিশ কর্মকর্তাকে শাসানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। এ সময় তিনি আধিপত্য বিস্তারে ওই কর্মকর্তাকে হুমকিও দেন। পরে অন্যান্য পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা জড়ো হলে সটকে পড়েন ওই নেতা।
ঘটনাটি ঘটে আজ রোববার সদর উপজেলার লোহালিয়া মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. ইউসুফ আলী খান, তিনি সদর উপজেলার লোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট গোলাম সরোয়ারের সমর্থক।
এর আগে রোববার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্তে জেলার সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা পরিষদের নির্বাচনের শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়।
বেলা ১টার দিকে সদর উপজেলার মধ্য লোহালিয়া মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খান। এ সময় ভোটকেন্দ্রের ইনচার্জ পুলিশের সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান ভোটার কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ভোটার না, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।’
ভোটার ব্যতীত কাউকে ভেতরে ঢুকতে না দেওয়ার নির্দেশ আছে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আমি ২০ বছর আওয়ামী লীগের সভাপতি, টাঙ্গাইলের ধনবাড়ী থানার ওসি জসিম আমার নিজের শালা (শ্যালক) ’।
এ সময় তিনি প্রভাবশালী একাধিক কর্মকর্তার পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। খবর পেয়ে সাংবাদিকসহ অন্যান্য পুলিশ এবং প্রিসাইডিং অফিসার আসলে তিনি কেটে পরেন।
এ বিষয় জানতে চাইলে ইউসুফ আলী খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আসছি তো ভোট দেব না, আমার এজেন্ট আছে, তারা কি অবস্থায় আছে দেখার জন্য। আমি ভেতরেও ঢুকব না।’
ওই ভোটকেন্দ্রের ইনচার্জ পুলিশের সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, ‘তিনি এই কেন্দ্রের ভোটার নন, তাই তাকে ঢুকতে দিইনি। তবে তিনি আওয়ামী লীগ নেতা ও একাধিক কর্মকর্তার নাম বলে ঢোকার চেষ্টা করেছেন, তখন আমি প্রিসাইডিং অফিসারকে জানালে তিনি চলে যান।’
কুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, দেশীয় অস্ত্রসহ যুবদল, ছাত্রদল ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ২টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ও জগন্নাথপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
৬ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে, ওই বাড়ির ভাড়াটিয়ারা এ হত্যা ঘটিয়েছেন।
২৬ মিনিট আগেনিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
৩৫ মিনিট আগেরাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
২ ঘণ্টা আগে