পটুয়াখালী প্রতিনিধি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার জনগণের সম্পত্তি। আগামী ৫ বছর এই ইশতেহার বাস্তবায়ন করাই হবে আমাদের প্রধান কাজ।’
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে জেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘ইশতেহার এখন আর আওয়ামী লীগের নেই; এটা দেশের, মানুষের ও রাষ্ট্রীয় নীতি। আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাই, সেটা প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে ব্যক্ত করেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে নিয়ে আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করব।’
মো. মহিববুর রহমান বলেন, দক্ষিণ অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় যতটুকু দুর্বলতা আছে, সেগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। চরাঞ্চলের মানুষের সক্ষমতা বৃদ্ধিতে তাঁর মন্ত্রণালয় টেকসই পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উন্নয়ন প্রকল্প গ্রহণ করবে।
জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন—পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস, এম শাহাজাদা, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানসহ জেলার সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার জনগণের সম্পত্তি। আগামী ৫ বছর এই ইশতেহার বাস্তবায়ন করাই হবে আমাদের প্রধান কাজ।’
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে জেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘ইশতেহার এখন আর আওয়ামী লীগের নেই; এটা দেশের, মানুষের ও রাষ্ট্রীয় নীতি। আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাই, সেটা প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে ব্যক্ত করেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে নিয়ে আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করব।’
মো. মহিববুর রহমান বলেন, দক্ষিণ অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় যতটুকু দুর্বলতা আছে, সেগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। চরাঞ্চলের মানুষের সক্ষমতা বৃদ্ধিতে তাঁর মন্ত্রণালয় টেকসই পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উন্নয়ন প্রকল্প গ্রহণ করবে।
জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন—পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস, এম শাহাজাদা, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানসহ জেলার সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৩৫ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩৯ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৪১ মিনিট আগে