নিজস্ব প্রতিবেদক
ঢাকা: হেফাজতে ইসলামের যুগ্ম–মহাসচিব মামুনুল হক রিমান্ডের প্রথম দিনেই দুটি বিয়ের বিষয়ে মুখ খুলেছেন। প্রথম স্ত্রীকে না জানিয়েই আরও দুটি বিয়ে করেছেন তিনি। এ দুটি বিয়েই চুক্তিভিত্তিক। সামাজিক মর্যাদা না দেওয়ার শর্তে কাবিননামা ছাড়াই ওই দুই নারীকে বিয়ে করেন তিনি। ভরণপোষণের জন্য প্রত্যেককে মাসে দেন ১৫ হাজার টাকা।
মামলার তদারকি কর্মকর্তা এডিসি পদমর্যাদার এক পুলিশ বলেন, মামুনুলের দাবি, অর্থনৈতিক নিশ্চয়তা দিতেই দুই তালাকপ্রাপ্তাকে বিয়ে করেছেন। তাঁদের একজনকে মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় চাকরিও দিয়েছেন তিনি। প্রতি মাসে প্রত্যেক স্ত্রীকে ১৫ হাজার করে টাকা দেন। তবে বিয়ের চুক্তিতে ছিল তাঁরা কখনো সামাজিক মর্যাদা পাবেন না। এমনকি মামুনুলের পরিবারের কেউ, বিশেষ করে তাঁর প্রথম স্ত্রী বিয়ের বিষয়ে কিছু জানবেন না।
পরের দুই বিয়ের কাবিননামা না থাকলেও বিয়েতে দুজন সাক্ষী আছে বলে দাবি করেছেন মামুনুল হক। পুলিশ বলছে, শিগগিরই জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডেকে পাঠানো হবে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ বলেন, জান্নাতুল ফেরদৌস লিপি মামুনুলের কথিত তৃতীয় স্ত্রী। জান্নাত আরা ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করছেন তিনি। প্রথম স্ত্রীর নাম আমেনা তৈয়বা। কথিত দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর সঙ্গে বিয়ের কোনো কাবিননামা হয়নি। বিয়ের ব্যাপারে তিনি নিজের মতো ব্যাখ্যা দিচ্ছেন। তবে এটা স্বীকার করেছেন যে, এসব বিয়ের কোনো আইনগত প্রমাণ তাঁর কাছে নেই।
হারুন অর রশিদ আরও বলেন, মামুনুল উত্তেজনার বশবর্তী হয়ে বিভিন্ন জায়গায় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। যার পেছনে তাঁর একধরনের উদ্দেশ্য ছিল। হেফাজতে ইসলামের কর্মীদের ওপর ভর করে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। আর সারা দেশে হেফাজত নেতা–কর্মীরা যখন তাঁর কথা শুনতে থাকে, তখন থেকেই এই স্বপ্ন মনের ভেতরে বুনতে থাকেন।
এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলা তদন্ত করতে গিয়ে মামুনুলের সম্পৃক্ততা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে আনতে চায় সংস্থাটি।
আজ মঙ্গলবার সিআইডির প্রধান মাহবুবুর রহমান বলেন, আমরা এই মামলায় মামুনুলকে জিজ্ঞাসাবাদ করতে চাই। তার মাধ্যমে এই মামলার অনেক অজানা বিষয় জানা সম্ভব।
অন্যদিকে মামুনুল হকের রিসোর্টকাণ্ডের সময় দায়িত্বরত সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলামকে অবসরে পাঠানো হয়েছে।
ঢাকা: হেফাজতে ইসলামের যুগ্ম–মহাসচিব মামুনুল হক রিমান্ডের প্রথম দিনেই দুটি বিয়ের বিষয়ে মুখ খুলেছেন। প্রথম স্ত্রীকে না জানিয়েই আরও দুটি বিয়ে করেছেন তিনি। এ দুটি বিয়েই চুক্তিভিত্তিক। সামাজিক মর্যাদা না দেওয়ার শর্তে কাবিননামা ছাড়াই ওই দুই নারীকে বিয়ে করেন তিনি। ভরণপোষণের জন্য প্রত্যেককে মাসে দেন ১৫ হাজার টাকা।
মামলার তদারকি কর্মকর্তা এডিসি পদমর্যাদার এক পুলিশ বলেন, মামুনুলের দাবি, অর্থনৈতিক নিশ্চয়তা দিতেই দুই তালাকপ্রাপ্তাকে বিয়ে করেছেন। তাঁদের একজনকে মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় চাকরিও দিয়েছেন তিনি। প্রতি মাসে প্রত্যেক স্ত্রীকে ১৫ হাজার করে টাকা দেন। তবে বিয়ের চুক্তিতে ছিল তাঁরা কখনো সামাজিক মর্যাদা পাবেন না। এমনকি মামুনুলের পরিবারের কেউ, বিশেষ করে তাঁর প্রথম স্ত্রী বিয়ের বিষয়ে কিছু জানবেন না।
পরের দুই বিয়ের কাবিননামা না থাকলেও বিয়েতে দুজন সাক্ষী আছে বলে দাবি করেছেন মামুনুল হক। পুলিশ বলছে, শিগগিরই জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডেকে পাঠানো হবে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ বলেন, জান্নাতুল ফেরদৌস লিপি মামুনুলের কথিত তৃতীয় স্ত্রী। জান্নাত আরা ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করছেন তিনি। প্রথম স্ত্রীর নাম আমেনা তৈয়বা। কথিত দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর সঙ্গে বিয়ের কোনো কাবিননামা হয়নি। বিয়ের ব্যাপারে তিনি নিজের মতো ব্যাখ্যা দিচ্ছেন। তবে এটা স্বীকার করেছেন যে, এসব বিয়ের কোনো আইনগত প্রমাণ তাঁর কাছে নেই।
হারুন অর রশিদ আরও বলেন, মামুনুল উত্তেজনার বশবর্তী হয়ে বিভিন্ন জায়গায় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। যার পেছনে তাঁর একধরনের উদ্দেশ্য ছিল। হেফাজতে ইসলামের কর্মীদের ওপর ভর করে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। আর সারা দেশে হেফাজত নেতা–কর্মীরা যখন তাঁর কথা শুনতে থাকে, তখন থেকেই এই স্বপ্ন মনের ভেতরে বুনতে থাকেন।
এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলা তদন্ত করতে গিয়ে মামুনুলের সম্পৃক্ততা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে আনতে চায় সংস্থাটি।
আজ মঙ্গলবার সিআইডির প্রধান মাহবুবুর রহমান বলেন, আমরা এই মামলায় মামুনুলকে জিজ্ঞাসাবাদ করতে চাই। তার মাধ্যমে এই মামলার অনেক অজানা বিষয় জানা সম্ভব।
অন্যদিকে মামুনুল হকের রিসোর্টকাণ্ডের সময় দায়িত্বরত সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলামকে অবসরে পাঠানো হয়েছে।
ফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
২৬ মিনিট আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
২৯ মিনিট আগেরাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে...
৪৪ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
১ ঘণ্টা আগে