জান্নাতুন নুর দিশা
ভেবে দেখো আমার এমন একটা দিন
নিয়মিত বিরতিতে নেমে আসা বৃষ্টি
শুধু তোমাকে মনে করাচ্ছে।
কর্মহীন সকালটা, সব প্রেমকাতর গান,
উপন্যাস আর সিনেমা–
সবকিছুই তোমাকে মনে করাচ্ছে।
কিছুই আর শান্তি আনছে না,
পাখির ভেজা ডানা-জোড়া
আর খিচুড়ির সুবাস রসুই থেকে।
ভেবে দেখো আমার এমন একটা দিন,
বারান্দায় উঠে এসেছে একটা চঞ্চল শালিক,
সেটাও তোমাকে মনে করাচ্ছে
শুধু তোমাকে মনে করাচ্ছে
বাতাসে উড়ে আসা অচেনা পাপড়িগুলো।
ভেবে বলো এই সব ছুটি-আক্রান্ত দিন নিয়ে
আমি কী করব?
অপচয় হয়ে যাওয়া সময়গুলো তোমাকে মনে করাচ্ছে।
গাছে গাছে যুবতী পাতারা থরথর কাঁপছে বৃষ্টির আঁচড়ে
আয়নায় জমেছে ফোঁটা ফোঁটা বাষ্প,
গলির রিকশারা নিয়ে আসছে উৎসব,
কুটুম আর মিঠাইয়ের বাক্স।
সবকিছু ছাপিয়ে চোখ যায় দূরে
দূরের বাতাসেরা নাকে এসে ঘ্রাণ দেয়,
কাছের সবকিছু তোমাকে মনে করিয়ে দূরে চলে যাচ্ছে।
ভেবে দেখো আমার এমন একটা দিন
নিয়মিত বিরতিতে নেমে আসা বৃষ্টি
শুধু তোমাকে মনে করাচ্ছে।
কর্মহীন সকালটা, সব প্রেমকাতর গান,
উপন্যাস আর সিনেমা–
সবকিছুই তোমাকে মনে করাচ্ছে।
কিছুই আর শান্তি আনছে না,
পাখির ভেজা ডানা-জোড়া
আর খিচুড়ির সুবাস রসুই থেকে।
ভেবে দেখো আমার এমন একটা দিন,
বারান্দায় উঠে এসেছে একটা চঞ্চল শালিক,
সেটাও তোমাকে মনে করাচ্ছে
শুধু তোমাকে মনে করাচ্ছে
বাতাসে উড়ে আসা অচেনা পাপড়িগুলো।
ভেবে বলো এই সব ছুটি-আক্রান্ত দিন নিয়ে
আমি কী করব?
অপচয় হয়ে যাওয়া সময়গুলো তোমাকে মনে করাচ্ছে।
গাছে গাছে যুবতী পাতারা থরথর কাঁপছে বৃষ্টির আঁচড়ে
আয়নায় জমেছে ফোঁটা ফোঁটা বাষ্প,
গলির রিকশারা নিয়ে আসছে উৎসব,
কুটুম আর মিঠাইয়ের বাক্স।
সবকিছু ছাপিয়ে চোখ যায় দূরে
দূরের বাতাসেরা নাকে এসে ঘ্রাণ দেয়,
কাছের সবকিছু তোমাকে মনে করিয়ে দূরে চলে যাচ্ছে।
চারুশিল্প হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম। একটি ছবি একটি বিপ্লবের উন্মেষ ঘটাতে পারে। ছবি শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিপ্লবের বার্তাও নিয়ে আসে।
৬ দিন আগেআপনি যে বয়সেরই হোন না কেন, এই বই পড়লে তারুণ্যশক্তিকে অনুভব করবেন, অনুপ্রাণিত হবেন। নতুন শুরুর একটা তাগিদ পাবেন। এই তরুণদের প্রত্যেকের মতো আপনিও বলে উঠবেন—সব সম্ভব! এই বইয়ে দেশের বিভিন্ন স্থানে জন্ম নেওয়া অবহেলিত অবস্থা থেকে সাফল্যের শীর্ষে যাওয়ার পথচলার গল্প উঠে এসেছে। প্রায় চার শ পৃষ্ঠার বইটির দাম
১৩ দিন আগেপ্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ তার দুই যুগের পথচলা (২০০০-২০২৪) স্মরণীয় করে রাখতে বাংলা একাডেমি প্রাঙ্গণে দশ দিনব্যাপী ‘ঐতিহ্য বই উৎসব ২০২৪’ আয়োজন করেছে। আজ ২ নভেম্বর শনিবার বেলা ১১টায় যৌথভাবে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট লেখক-গবেষক শারমিন আহমদ এবং তরুণ
১৩ দিন আগেদ্য ভেজিটেরিয়ানের পর হান কাঙের পরের উপন্যাস ছিল ‘দ্য উইন্ড ব্লোজ, গো’। এই উপন্যাস লেখার সময়ই ঘটে বিপত্তি! হান অনুভব করেন তিনি আর লিখতে পারছেন না। গত বছর নিজের পঞ্চম উপন্যাস ‘গ্রিক লেসন’ ইংরেজি ভাষায় প্রকাশিত হলে স্পেনের এল-পাইস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়েছিলেন তিনি।
১০ অক্টোবর ২০২৪