ম. রাশেদুল হাসান খান
এক মগ কফি, কি! শুধুই কফি-
নাকি? স্বাদ, ঘ্রাণ ও দৃষ্টি ইন্দ্রিয়ের মিশেল,
আসলেই কৌতুহলজাগানিয়া অম্ল মিশ্রিত তিতকুটে পানীয়।
চুমুকেই মুখের জ্যামিতির পরিবর্তন,
সুঘ্রাণেই অর্ধভোজন, দর্শনেও নিগূঢ় তৃপ্তি
এইতো কফি!
এসপ্রেসো, অ্যামেরিকানো, কাপ্পোচিনো, টার্কিশ কিংবা লাতে
তৈরী হয় সবই একই রূপে-
সুনিপুণ বারিস্তার দক্ষতা ও পেশাদারিত্বে।
পেয়ালাতে ঠোট ছোঁয়ালেই, উষ্ণতা অথবা হিমতার আবেশে,
ক্লান্তি, নিরসতা, অলসতা কাটে তীব্র ক্যাফেইনে।
সম্পর্ক জোড়ায়, ভাব-প্রকাশে, আবেগে কফি-প্রস্তাবেতো বটেই
পেশাদারিত্বের প্রয়োজনেও-মনের দুয়ার খুলে
তাইতো বসতে হয় মুখোমুখি কফি-ভর্তি কাপে।
এক মগ কফি, কি! শুধুই কফি-
নাকি? স্বাদ, ঘ্রাণ ও দৃষ্টি ইন্দ্রিয়ের মিশেল,
আসলেই কৌতুহলজাগানিয়া অম্ল মিশ্রিত তিতকুটে পানীয়।
চুমুকেই মুখের জ্যামিতির পরিবর্তন,
সুঘ্রাণেই অর্ধভোজন, দর্শনেও নিগূঢ় তৃপ্তি
এইতো কফি!
এসপ্রেসো, অ্যামেরিকানো, কাপ্পোচিনো, টার্কিশ কিংবা লাতে
তৈরী হয় সবই একই রূপে-
সুনিপুণ বারিস্তার দক্ষতা ও পেশাদারিত্বে।
পেয়ালাতে ঠোট ছোঁয়ালেই, উষ্ণতা অথবা হিমতার আবেশে,
ক্লান্তি, নিরসতা, অলসতা কাটে তীব্র ক্যাফেইনে।
সম্পর্ক জোড়ায়, ভাব-প্রকাশে, আবেগে কফি-প্রস্তাবেতো বটেই
পেশাদারিত্বের প্রয়োজনেও-মনের দুয়ার খুলে
তাইতো বসতে হয় মুখোমুখি কফি-ভর্তি কাপে।
চারুশিল্প হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম। একটি ছবি একটি বিপ্লবের উন্মেষ ঘটাতে পারে। ছবি শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিপ্লবের বার্তাও নিয়ে আসে।
৬ দিন আগেআপনি যে বয়সেরই হোন না কেন, এই বই পড়লে তারুণ্যশক্তিকে অনুভব করবেন, অনুপ্রাণিত হবেন। নতুন শুরুর একটা তাগিদ পাবেন। এই তরুণদের প্রত্যেকের মতো আপনিও বলে উঠবেন—সব সম্ভব! এই বইয়ে দেশের বিভিন্ন স্থানে জন্ম নেওয়া অবহেলিত অবস্থা থেকে সাফল্যের শীর্ষে যাওয়ার পথচলার গল্প উঠে এসেছে। প্রায় চার শ পৃষ্ঠার বইটির দাম
১৩ দিন আগেপ্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ তার দুই যুগের পথচলা (২০০০-২০২৪) স্মরণীয় করে রাখতে বাংলা একাডেমি প্রাঙ্গণে দশ দিনব্যাপী ‘ঐতিহ্য বই উৎসব ২০২৪’ আয়োজন করেছে। আজ ২ নভেম্বর শনিবার বেলা ১১টায় যৌথভাবে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট লেখক-গবেষক শারমিন আহমদ এবং তরুণ
১৩ দিন আগেদ্য ভেজিটেরিয়ানের পর হান কাঙের পরের উপন্যাস ছিল ‘দ্য উইন্ড ব্লোজ, গো’। এই উপন্যাস লেখার সময়ই ঘটে বিপত্তি! হান অনুভব করেন তিনি আর লিখতে পারছেন না। গত বছর নিজের পঞ্চম উপন্যাস ‘গ্রিক লেসন’ ইংরেজি ভাষায় প্রকাশিত হলে স্পেনের এল-পাইস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়েছিলেন তিনি।
১০ অক্টোবর ২০২৪