সুমন বিশ্বাস
একদা এক স্বৈরাচারীর এমন ছিল অত্যাচার,
অর্থে কিনে করতে হত খাবার জলের ব্যবহার।
কলসপ্রতি এক আনা দাম, ঝরত প্রজার চোখের জল,
ব্যথার চোটে বলত সবাই, হয় যেন তার নরক ফল!
মর্ম তখন বুঝল রাজা, পড়ল যখন অসুখে,
মুখে বলে, যমযাতনা সইতে হবে এই বুকে।
ছেলেকে বসায় সিংহাসনে, মরার সময় কয় ডেকে,
স্বর্গ যেন তোর গুণে পাই, আমার যত পাপ ছেঁকে!
নতুন রাজার ঘুম উবে যায়, সমাধান পায় ভোররাতে,
জলের দাম দুই আনা করে, সঙ্গে বেতের বাড়ি!
প্রজারা কয়, এ কোন দস্যু, আগেই তো ছিলাম ভালো,
মৃত রাজার স্বর্গ জুটুক, ছেলের জীবন হোক কালো!
একদা এক স্বৈরাচারীর এমন ছিল অত্যাচার,
অর্থে কিনে করতে হত খাবার জলের ব্যবহার।
কলসপ্রতি এক আনা দাম, ঝরত প্রজার চোখের জল,
ব্যথার চোটে বলত সবাই, হয় যেন তার নরক ফল!
মর্ম তখন বুঝল রাজা, পড়ল যখন অসুখে,
মুখে বলে, যমযাতনা সইতে হবে এই বুকে।
ছেলেকে বসায় সিংহাসনে, মরার সময় কয় ডেকে,
স্বর্গ যেন তোর গুণে পাই, আমার যত পাপ ছেঁকে!
নতুন রাজার ঘুম উবে যায়, সমাধান পায় ভোররাতে,
জলের দাম দুই আনা করে, সঙ্গে বেতের বাড়ি!
প্রজারা কয়, এ কোন দস্যু, আগেই তো ছিলাম ভালো,
মৃত রাজার স্বর্গ জুটুক, ছেলের জীবন হোক কালো!
চারুশিল্প হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম। একটি ছবি একটি বিপ্লবের উন্মেষ ঘটাতে পারে। ছবি শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিপ্লবের বার্তাও নিয়ে আসে।
৬ দিন আগেআপনি যে বয়সেরই হোন না কেন, এই বই পড়লে তারুণ্যশক্তিকে অনুভব করবেন, অনুপ্রাণিত হবেন। নতুন শুরুর একটা তাগিদ পাবেন। এই তরুণদের প্রত্যেকের মতো আপনিও বলে উঠবেন—সব সম্ভব! এই বইয়ে দেশের বিভিন্ন স্থানে জন্ম নেওয়া অবহেলিত অবস্থা থেকে সাফল্যের শীর্ষে যাওয়ার পথচলার গল্প উঠে এসেছে। প্রায় চার শ পৃষ্ঠার বইটির দাম
১৩ দিন আগেপ্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ তার দুই যুগের পথচলা (২০০০-২০২৪) স্মরণীয় করে রাখতে বাংলা একাডেমি প্রাঙ্গণে দশ দিনব্যাপী ‘ঐতিহ্য বই উৎসব ২০২৪’ আয়োজন করেছে। আজ ২ নভেম্বর শনিবার বেলা ১১টায় যৌথভাবে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট লেখক-গবেষক শারমিন আহমদ এবং তরুণ
১৩ দিন আগেদ্য ভেজিটেরিয়ানের পর হান কাঙের পরের উপন্যাস ছিল ‘দ্য উইন্ড ব্লোজ, গো’। এই উপন্যাস লেখার সময়ই ঘটে বিপত্তি! হান অনুভব করেন তিনি আর লিখতে পারছেন না। গত বছর নিজের পঞ্চম উপন্যাস ‘গ্রিক লেসন’ ইংরেজি ভাষায় প্রকাশিত হলে স্পেনের এল-পাইস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়েছিলেন তিনি।
১০ অক্টোবর ২০২৪