সৈয়দা সাদিয়া শাহরীন, ঢাকা
কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়টি নিয়ে আজকাল বেশ আলোচনা চলছে। হবেই বা না কেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা—যে নামেই ডাকা হোক না কেন, বিজ্ঞানের এ ব্যাপারটি যে লঙ্কাকাণ্ড ঘটিয়ে চলছে, তা তো অস্বীকার করার উপায় নেই! ওর কাছে যা-ই চাওয়া হয়, সঙ্গে সঙ্গে এক থালা গরম ভাতের মতো সেই তথ্য হাজির করে দেয়। যেকোনো বিষয়ে জানতে চান, ওর কাছে উত্তর আছে। গল্প, উপন্যাস, কবিতা—কত কীই-না লেখানো যায় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে! তাহলে বলুন, কেন হবে না আলোচনা?
আচ্ছা, এসব থাক। কখনো ভেবে দেখেছেন, যাঁরা এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে গড়ে তুলেছেন কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণার কাজে ব্যবহার করছেন, তাঁরা কতটা বুদ্ধিমান? মেধা আর বুদ্ধির মাপকাঠি ছাড়িয়ে যাওয়া নম্বর পেলেই বোধ হয় এ রকম একটি প্রযুক্তি উদ্ভাবন করা যায়! সম্ভবত সে রকম নম্বর পেয়েছিলেন সৌদি আরবের নারী ড. আলিয়া ওমর বাহানশাল। নয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ হওয়া কি চাট্টিখানি কথা! আজকের গল্পটা তাই আলিয়াকে নিয়ে।
আলিয়া মূলত এক দশকের বেশি সময় ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা অ্যানালিটিকস প্রফেশনাল হিসেবে কাজ করছেন। গত বছর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজনেস রিভিউর শীর্ষ ৩০ আরবীয় এআই বিশেষজ্ঞের তালিকায় আলিয়ার নাম অন্তর্ভুক্ত হয়েছে। এর আগের বছর, অর্থাৎ ২০২১ সালে ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) প্রকাশ করা শীর্ষ ৫০ নারী নেতৃত্বের তালিকায়ও ছিলেন তিনি। ব্যবসা এবং ডিজিটাল ট্রান্সফরমেশনে মধ্যপ্রাচ্যের নারীদের অবদানের ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছিল সেই তালিকা। আর ওই বছরের সেপ্টেম্বরে পেয়েছিলেন আইডিসির দেওয়া ‘উইমেন ইন টেকনোলজি অ্যান্ড বিজনেস’ পুরস্কারও।
২০২০ সালে প্রথম নারী পরিচালক হিসেবে আলিয়া যোগ দেন ন্যাশনাল সেন্টার ফর ডেটা অ্যানালিটিকস অ্যান্ড এআইয়ে। তাঁর পরিচালিত এআই অবকাঠামো দল হিউম্যান ল্যাঙ্গুয়েজ টেকনোলজি, সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণ, তথ্য বিশ্লেষণ, কম্পিউটার ভিশন ইত্যাদি নিয়ে কাজ করে। সে বছর তিনি জি২০ ডিজিটাল টাস্কফোর্সের ডেটা সায়েন্স ক্ষেত্রেও যোগ দেন। ২০০৯ সালে যখন আলিয়া কিং আবদুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার রিসার্চ ইনস্টিটিউটে যোগ দেন, তিনিই ছিলেন সেখানকার প্রথম নারী কর্মী।
সৌদি সরকারের বিভিন্ন বৈজ্ঞানিক পদক্ষেপ, প্রজেক্ট ও কমিটির সদস্য আলিয়া ওমর বাহানশাল। কোভিডের লাগামহীন দৌড় কীভাবে বন্ধ করা যায়, তা নিয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তথ্য বিশ্লেষণ প্রযুক্তির সাহায্যে কাজ করেছেন তিনি ও তাঁর দল।
আলিয়া পিএইচডি করেছিলেন সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং সৌদ ইউনিভার্সিটি থেকে। বিষয়? অবশ্যই কম্পিউটার সায়েন্স। আর কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ও ডেটা অ্যানালিটিকসের ওপর বেশ কিছু গবেষণাপত্রও প্রকাশ করেছেন তিনি। জানেন তো, কত সব খটমট জিনিস নিয়ে লেখাপড়া করতে হয় এ বিষয়ে!
আরবের নারীরা পিছিয়ে—এই ভুল ধারণা ভেঙে দিতেই হয়তো এত কসরত করেছেন আলিয়া। সে জন্যই এখন বয়ে বেড়াচ্ছেন সফলতার ঝুলি। আলিয়ার বুদ্ধিমত্তা ও মেধা নিশ্চয়ই মাপকাঠিকে ছাড়িয়ে গেছে।
তথ্যসূত্র: আরব নিউজ
কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়টি নিয়ে আজকাল বেশ আলোচনা চলছে। হবেই বা না কেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা—যে নামেই ডাকা হোক না কেন, বিজ্ঞানের এ ব্যাপারটি যে লঙ্কাকাণ্ড ঘটিয়ে চলছে, তা তো অস্বীকার করার উপায় নেই! ওর কাছে যা-ই চাওয়া হয়, সঙ্গে সঙ্গে এক থালা গরম ভাতের মতো সেই তথ্য হাজির করে দেয়। যেকোনো বিষয়ে জানতে চান, ওর কাছে উত্তর আছে। গল্প, উপন্যাস, কবিতা—কত কীই-না লেখানো যায় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে! তাহলে বলুন, কেন হবে না আলোচনা?
আচ্ছা, এসব থাক। কখনো ভেবে দেখেছেন, যাঁরা এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে গড়ে তুলেছেন কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণার কাজে ব্যবহার করছেন, তাঁরা কতটা বুদ্ধিমান? মেধা আর বুদ্ধির মাপকাঠি ছাড়িয়ে যাওয়া নম্বর পেলেই বোধ হয় এ রকম একটি প্রযুক্তি উদ্ভাবন করা যায়! সম্ভবত সে রকম নম্বর পেয়েছিলেন সৌদি আরবের নারী ড. আলিয়া ওমর বাহানশাল। নয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ হওয়া কি চাট্টিখানি কথা! আজকের গল্পটা তাই আলিয়াকে নিয়ে।
আলিয়া মূলত এক দশকের বেশি সময় ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা অ্যানালিটিকস প্রফেশনাল হিসেবে কাজ করছেন। গত বছর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজনেস রিভিউর শীর্ষ ৩০ আরবীয় এআই বিশেষজ্ঞের তালিকায় আলিয়ার নাম অন্তর্ভুক্ত হয়েছে। এর আগের বছর, অর্থাৎ ২০২১ সালে ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) প্রকাশ করা শীর্ষ ৫০ নারী নেতৃত্বের তালিকায়ও ছিলেন তিনি। ব্যবসা এবং ডিজিটাল ট্রান্সফরমেশনে মধ্যপ্রাচ্যের নারীদের অবদানের ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছিল সেই তালিকা। আর ওই বছরের সেপ্টেম্বরে পেয়েছিলেন আইডিসির দেওয়া ‘উইমেন ইন টেকনোলজি অ্যান্ড বিজনেস’ পুরস্কারও।
২০২০ সালে প্রথম নারী পরিচালক হিসেবে আলিয়া যোগ দেন ন্যাশনাল সেন্টার ফর ডেটা অ্যানালিটিকস অ্যান্ড এআইয়ে। তাঁর পরিচালিত এআই অবকাঠামো দল হিউম্যান ল্যাঙ্গুয়েজ টেকনোলজি, সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণ, তথ্য বিশ্লেষণ, কম্পিউটার ভিশন ইত্যাদি নিয়ে কাজ করে। সে বছর তিনি জি২০ ডিজিটাল টাস্কফোর্সের ডেটা সায়েন্স ক্ষেত্রেও যোগ দেন। ২০০৯ সালে যখন আলিয়া কিং আবদুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার রিসার্চ ইনস্টিটিউটে যোগ দেন, তিনিই ছিলেন সেখানকার প্রথম নারী কর্মী।
সৌদি সরকারের বিভিন্ন বৈজ্ঞানিক পদক্ষেপ, প্রজেক্ট ও কমিটির সদস্য আলিয়া ওমর বাহানশাল। কোভিডের লাগামহীন দৌড় কীভাবে বন্ধ করা যায়, তা নিয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তথ্য বিশ্লেষণ প্রযুক্তির সাহায্যে কাজ করেছেন তিনি ও তাঁর দল।
আলিয়া পিএইচডি করেছিলেন সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং সৌদ ইউনিভার্সিটি থেকে। বিষয়? অবশ্যই কম্পিউটার সায়েন্স। আর কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ও ডেটা অ্যানালিটিকসের ওপর বেশ কিছু গবেষণাপত্রও প্রকাশ করেছেন তিনি। জানেন তো, কত সব খটমট জিনিস নিয়ে লেখাপড়া করতে হয় এ বিষয়ে!
আরবের নারীরা পিছিয়ে—এই ভুল ধারণা ভেঙে দিতেই হয়তো এত কসরত করেছেন আলিয়া। সে জন্যই এখন বয়ে বেড়াচ্ছেন সফলতার ঝুলি। আলিয়ার বুদ্ধিমত্তা ও মেধা নিশ্চয়ই মাপকাঠিকে ছাড়িয়ে গেছে।
তথ্যসূত্র: আরব নিউজ
প্রবাদ আছে, দুঃসাহসে দুঃখ হয়। কিন্তু বাগেরহাটের প্রজাপতি স্কোয়াড দুঃসাহসে ভর করে আলোর মুখোমুখি দাঁড়িয়ে। আমাদের সমাজ বাস্তবতায় বাল্যবিবাহ রুখে দেওয়া এখনো যে কতটা কঠিন কাজ, তা কারও অজানা নয়। সেই কঠিন কাজই করে চলেছে বাগেরহাটের কিশোরীরা। প্রজাপতি স্কোয়াড নামে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছে তার
৫ দিন আগেগাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ছয় মাসের মধ্যে নিহত হয়েছে ৩৪ হাজার ৫০০ জনের বেশি মানুষ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন বা ওএইচসিএইচআর এ তথ্য জানিয়েছে। তাদের
৫ দিন আগেআপনি শিক্ষিত ও সচেতন একজন মানুষ। সম্পর্কের একটি সুন্দর পর্যায়ে আছেন। তবে আপনার সঙ্গীর যে সমস্যার কথা উল্লেখ করেছেন, তা কিন্তু বড় ধরনের আবেগীয়
৫ দিন আগেশওকত আরা খন্দকার ওরফে ঝর্ণা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ঘর-সংসার সামলে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
৫ দিন আগে