নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে ২৫টি জেলা এবং ১২টি সিটি করপোরেশনের এক লাখ নারী ও শিশুকে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ দেবে ইউনিসেফ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ‘সুবর্ণরেখা’ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনায় আত্মরক্ষা প্রশিক্ষণ কার্যক্রমটি চলছে। আজ সোমবার বিকেলে কার্যক্রমটি বরিশাল জেলায় শুরু হয়েছে।
বরিশাল নগরীর ব্র্যাক সেন্টারে প্রশিক্ষণের বিস্তারিত তুলে ধরেন ইউনিসেফের শিশু নিরাপত্তা শাখার প্রকল্প সমন্বয়ক সানজিদা ইসলাম। তিনি জানান, ইউনিসেফ নারী ও শিশুদের নিয়ে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রান্তিক ও দুর্বল শিশু ও কিশোর-কিশোরীদের আত্মরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে তারা সহিংসতা প্রতিরোধে আরও বেশি সক্ষম হয়ে উঠবে।
সানজিদা ইসলাম বলেন, বাংলাদেশে শিশু ও নারী ওপর নির্যাতন এবং সহিংসতা বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্যাতন ও সহিংসতা থেকে নিজেদের রক্ষা করতে এই আত্মরক্ষামূলক কৌশল নারীদের কাজে আসবে। এই প্রকল্পের উদ্দেশ্য নারী শিশুদের বিভিন্ন আত্মরক্ষার কৌশল শেখানো যাতে তারা আক্রমণকারীদের প্রতিহত করতে পারে এবং নিজেদের রক্ষা করতে পারে।
সুবর্ণরেখা জেলা প্রকল্প পরিচালক তোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা সারা বাংলাদেশ একটি মাইলফলক তৈরি করতে চাই। বাংলাদেশের এক লাখ শিশুদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে চাই। যাতে তারা যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতন থেকে নিজেদের রক্ষা করতে পারে।’
বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম শুভ বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে যে উদ্ভাবনী কর্মসূচি চালু করেছে, তা আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, আমরা বাংলাদেশে একটি মাইলফলক তৈরি করতে পারব।’
বরিশাল বিভাগের টিওটি ট্রেনিংয়ে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী ও বরগুনা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. শাফকতুল ইসলাম, মাস্টার ট্রেইনার কাজল দাস, প্রকল্প সমন্বয়ক মিটুন শর্মা প্রমুখ।
নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে ২৫টি জেলা এবং ১২টি সিটি করপোরেশনের এক লাখ নারী ও শিশুকে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ দেবে ইউনিসেফ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ‘সুবর্ণরেখা’ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনায় আত্মরক্ষা প্রশিক্ষণ কার্যক্রমটি চলছে। আজ সোমবার বিকেলে কার্যক্রমটি বরিশাল জেলায় শুরু হয়েছে।
বরিশাল নগরীর ব্র্যাক সেন্টারে প্রশিক্ষণের বিস্তারিত তুলে ধরেন ইউনিসেফের শিশু নিরাপত্তা শাখার প্রকল্প সমন্বয়ক সানজিদা ইসলাম। তিনি জানান, ইউনিসেফ নারী ও শিশুদের নিয়ে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রান্তিক ও দুর্বল শিশু ও কিশোর-কিশোরীদের আত্মরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে তারা সহিংসতা প্রতিরোধে আরও বেশি সক্ষম হয়ে উঠবে।
সানজিদা ইসলাম বলেন, বাংলাদেশে শিশু ও নারী ওপর নির্যাতন এবং সহিংসতা বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্যাতন ও সহিংসতা থেকে নিজেদের রক্ষা করতে এই আত্মরক্ষামূলক কৌশল নারীদের কাজে আসবে। এই প্রকল্পের উদ্দেশ্য নারী শিশুদের বিভিন্ন আত্মরক্ষার কৌশল শেখানো যাতে তারা আক্রমণকারীদের প্রতিহত করতে পারে এবং নিজেদের রক্ষা করতে পারে।
সুবর্ণরেখা জেলা প্রকল্প পরিচালক তোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা সারা বাংলাদেশ একটি মাইলফলক তৈরি করতে চাই। বাংলাদেশের এক লাখ শিশুদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে চাই। যাতে তারা যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতন থেকে নিজেদের রক্ষা করতে পারে।’
বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম শুভ বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে যে উদ্ভাবনী কর্মসূচি চালু করেছে, তা আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, আমরা বাংলাদেশে একটি মাইলফলক তৈরি করতে পারব।’
বরিশাল বিভাগের টিওটি ট্রেনিংয়ে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী ও বরগুনা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. শাফকতুল ইসলাম, মাস্টার ট্রেইনার কাজল দাস, প্রকল্প সমন্বয়ক মিটুন শর্মা প্রমুখ।
প্রবাদ আছে, দুঃসাহসে দুঃখ হয়। কিন্তু বাগেরহাটের প্রজাপতি স্কোয়াড দুঃসাহসে ভর করে আলোর মুখোমুখি দাঁড়িয়ে। আমাদের সমাজ বাস্তবতায় বাল্যবিবাহ রুখে দেওয়া এখনো যে কতটা কঠিন কাজ, তা কারও অজানা নয়। সেই কঠিন কাজই করে চলেছে বাগেরহাটের কিশোরীরা। প্রজাপতি স্কোয়াড নামে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছে তার
৬ দিন আগেগাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ছয় মাসের মধ্যে নিহত হয়েছে ৩৪ হাজার ৫০০ জনের বেশি মানুষ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন বা ওএইচসিএইচআর এ তথ্য জানিয়েছে। তাদের
৬ দিন আগেআপনি শিক্ষিত ও সচেতন একজন মানুষ। সম্পর্কের একটি সুন্দর পর্যায়ে আছেন। তবে আপনার সঙ্গীর যে সমস্যার কথা উল্লেখ করেছেন, তা কিন্তু বড় ধরনের আবেগীয়
৬ দিন আগেশওকত আরা খন্দকার ওরফে ঝর্ণা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ঘর-সংসার সামলে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
৬ দিন আগে