রাশেদ নিজাম
হারিয়েছেন প্রতিমন্ত্রীর পদ; এরপর একে একে উপজেলা থেকে শুরু করে সব কমিটির দলীয় পদও গেছে। কদিন আগেও সব ছিল। উপচে পড়ছিল সব; একেবারে ‘অম্বলহীন’ দুধে-ভাতে বলা যায় যাকে। অবশ্য অম্বল হলেও দুশ্চিন্তার কিছু ছিল না। লোকের সন্দেহের মুখে ছাই দিয়ে নিজের এটুকু চিকিৎসা অন্তত করতেই পারতেন। হায়, দুধ-ভাত গেল, অম্বলও গেল।
এই যখন দশা, তখন বিদেশের মাটিতে একটু ‘রেস্ট’ করবেন বলে ছেড়েছিলেন দেশ। কিন্তু কানাডার মাটিতে পা রেখেও ঢুকতে পারেননি, আর সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে কাটিয়েছেন দীর্ঘ সময়। ঢাকা থেকে যাত্রা শুরু, শেষও হয়েছে ঢাকায়। মাঝে প্রায় ৬৪ ঘণ্টার বিস্তর অভিজ্ঞতা। এখন উত্তরায় এক স্বজনের বাসায় আছেন তিনি। এত দিন যে সুবিস্তৃত কপাল নিয়ে মনে মনে একটা গৌরব ছিল, তাকেও এখন বিশ্বাসঘাতক ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। কিন্তু এখানেই কি থেমে যাবেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান? অবসরে অনেক কিছুই করার আছে তাঁর। দেখা যাক কী কী করতে পারেন তিনি—
অনেকেই কম খরচে বিমান টিকিট করতে দীর্ঘ সময় ট্রানজিট নেন। যারা বিদেশে যাতায়াত করেন, এটা মোটামুটি পরিচিত বিষয়। কিছুটা বিরক্তিকরও। যেহেতু ডা. মুরাদ টরন্টো ও দুবাই বিমানবন্দরে দীর্ঘ সময় ছিলেন, তাই ‘কীভাবে ট্রানজিটে সময় কাটাবেন’ বইটি অনায়াসে লিখে ফেলতে পারেন।
আমি যখন মন্ত্রী ছিলাম
বিভিন্ন পেশার মানুষ অবসরের পর সাধারণত এমন শিরোনামে আত্মজীবনী লেখেন। তাই নিজের স্বাস্থ্য ও তথ্য প্রতিমন্ত্রী থাকার সময়গুলো কাগজবন্দী করতে পারেন মুরাদ হাসান। বেস্ট সেলার না হলেও মানুষ পড়বে এটা নিশ্চিত।
গান গাওয়ার ১০১ কৌশল
দায়িত্বে থাকার সময় বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে দেখা গেছে তাঁকে। নিজের নাকি ব্যান্ডও ছিল। দেশের মিউজিক ইন্ডাস্ট্রির এই ক্রান্তিলগ্নে গান গাওয়ার ১০১ কৌশল বইটা নবিশ গায়ক-গায়িকাদের অনুপ্রেরণা জোগাবে।
শাইন করবেন যেভাবে
মাথার টাক নিয়ে অস্বস্তিতে ভোগেন বেশির ভাগ মানুষ। কিন্তু চুল কমে যাওয়ার পর চকচকে টাক নিয়ে দাপটের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন জামালপুরের মানুষটি। তাই অনলাইনে-অফলাইনে ‘শাইন করবেন যেভাবে’ শীর্ষক আলোচনার মাধ্যমে দেশের বহু মানুষের উপকারে আসতে পারেন তিনি।
ক্ষমতা, দেখা ও লেখা
ক্ষমতার স্বাদ আস্বাদন করতে সবাই পারে না। তিনি দেশের সর্বোচ্চ ফোরামে ছিলেন। সেখান থেকে পতিত হয়েছেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে, ‘ক্ষমতা: দেখা ও শেখা’ বিষয়ে বক্তৃতা করতে পারেন। টু-পাইস ইনকামও হবে।
আমি মুরাদ বলছি
এটা একেবারে মোক্ষম। এ নামে যেকোনো কিছু নিয়েই মারমার কাটকাট লেগে যেতে পারে। সংসদ সদস্য হওয়ার পর মন্ত্রিত্ব ছাড়ার আগ পর্যন্ত যত জায়গায় বক্তব্য দিয়েছেন, সব একসঙ্গে করে ‘আমি মুরাদ বলছি’ বইখানা বাজারে আনতেই পারেন। সামনে বইমেলা; কাটতি নিয়ে টেনশন করতে হবে না।
কীভাবে বিমানবন্দর থেকে বেরোবেন
দুবাই থেকে ফেরার দিন গণমাধ্যম এড়াতে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বেরিয়ে যান ডা. মুরাদ, যা চোখ খুলে দিয়েছে বিশ্বের তাবৎ সেলিব্রিটির। পাপারাজ্জিদের এড়াতে কত কিছুই না করেন হলিউড, বলিউডের নায়ক-নায়িকারা। ‘বিমানবন্দর থেকে বেরোনোর টোটকা’ মুখে হাসি ফোটাতে পারে সেলিব্রিটিদের।
এসো মুখ খারাপ করি
প্রথমে এক ফেসবুক সাক্ষাৎকার, পরে অডিও ফাঁসে যা শোনা গেল...। খারাপ শব্দ ব্যবহারের পথিকৃৎ হিসেবে ‘এসো মুখ খারাপ করি’ বিষয়ে জুমে সেমিনার হতে পারে। বিশ্বের বাঘা বাঘা গালি বিশারদেরা অংশ নিবেন সেখানে। টিকিটের বিনিময়ে প্রাপ্তবয়স্করা সেখানে অংশ নিতে পারেন।
সবচেয়ে আলোচিত কাজ। মহামারিতে ঘরবন্দী মানুষ নিশ্বাস নিতে ছুটতে চাইছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। পৌনে দুই বছর পর পর্যটন গন্তব্যগুলো খোলা শুরু হয়েছে। যেহেতু খবরে জানা গেছে, করোনাবিষয়ক নিয়মকানুন না মানায় কানাডায় ঢুকতে পারেননি মুরাদ হাসান। তাই মানুষের স্বার্থে, নিজের অভিজ্ঞতা থেকে এবং আরও খোঁজখবর নিয়ে করোনাকালে বিদেশে যেতে করণীয় বিষয়ে বিভিন্ন সংবাদপত্র ও অনলাইনে কলাম লিখতে পারেন তিনি।
এই বহুমুখী প্রতিভাকে উপদেশ দেওয়াটা অবশ্য আমাদের মতো অকৃতিদের সাজে না। তবু বলা। কারণ, অনেক সময় ঘটনার আকস্মিকতায় প্রতিভারাও একটু ঘাবড়ে যান। তবে তা ক্ষণিকের সংকট। শেষ পর্যন্ত তিনিই বেছে নেবেন তাঁর অবসর যাপনের উৎকৃষ্ট উপায়টি, সেটি এমনকি এ তালিকায় না-ও থাকতে পারে।
হারিয়েছেন প্রতিমন্ত্রীর পদ; এরপর একে একে উপজেলা থেকে শুরু করে সব কমিটির দলীয় পদও গেছে। কদিন আগেও সব ছিল। উপচে পড়ছিল সব; একেবারে ‘অম্বলহীন’ দুধে-ভাতে বলা যায় যাকে। অবশ্য অম্বল হলেও দুশ্চিন্তার কিছু ছিল না। লোকের সন্দেহের মুখে ছাই দিয়ে নিজের এটুকু চিকিৎসা অন্তত করতেই পারতেন। হায়, দুধ-ভাত গেল, অম্বলও গেল।
এই যখন দশা, তখন বিদেশের মাটিতে একটু ‘রেস্ট’ করবেন বলে ছেড়েছিলেন দেশ। কিন্তু কানাডার মাটিতে পা রেখেও ঢুকতে পারেননি, আর সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে কাটিয়েছেন দীর্ঘ সময়। ঢাকা থেকে যাত্রা শুরু, শেষও হয়েছে ঢাকায়। মাঝে প্রায় ৬৪ ঘণ্টার বিস্তর অভিজ্ঞতা। এখন উত্তরায় এক স্বজনের বাসায় আছেন তিনি। এত দিন যে সুবিস্তৃত কপাল নিয়ে মনে মনে একটা গৌরব ছিল, তাকেও এখন বিশ্বাসঘাতক ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। কিন্তু এখানেই কি থেমে যাবেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান? অবসরে অনেক কিছুই করার আছে তাঁর। দেখা যাক কী কী করতে পারেন তিনি—
অনেকেই কম খরচে বিমান টিকিট করতে দীর্ঘ সময় ট্রানজিট নেন। যারা বিদেশে যাতায়াত করেন, এটা মোটামুটি পরিচিত বিষয়। কিছুটা বিরক্তিকরও। যেহেতু ডা. মুরাদ টরন্টো ও দুবাই বিমানবন্দরে দীর্ঘ সময় ছিলেন, তাই ‘কীভাবে ট্রানজিটে সময় কাটাবেন’ বইটি অনায়াসে লিখে ফেলতে পারেন।
আমি যখন মন্ত্রী ছিলাম
বিভিন্ন পেশার মানুষ অবসরের পর সাধারণত এমন শিরোনামে আত্মজীবনী লেখেন। তাই নিজের স্বাস্থ্য ও তথ্য প্রতিমন্ত্রী থাকার সময়গুলো কাগজবন্দী করতে পারেন মুরাদ হাসান। বেস্ট সেলার না হলেও মানুষ পড়বে এটা নিশ্চিত।
গান গাওয়ার ১০১ কৌশল
দায়িত্বে থাকার সময় বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে দেখা গেছে তাঁকে। নিজের নাকি ব্যান্ডও ছিল। দেশের মিউজিক ইন্ডাস্ট্রির এই ক্রান্তিলগ্নে গান গাওয়ার ১০১ কৌশল বইটা নবিশ গায়ক-গায়িকাদের অনুপ্রেরণা জোগাবে।
শাইন করবেন যেভাবে
মাথার টাক নিয়ে অস্বস্তিতে ভোগেন বেশির ভাগ মানুষ। কিন্তু চুল কমে যাওয়ার পর চকচকে টাক নিয়ে দাপটের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন জামালপুরের মানুষটি। তাই অনলাইনে-অফলাইনে ‘শাইন করবেন যেভাবে’ শীর্ষক আলোচনার মাধ্যমে দেশের বহু মানুষের উপকারে আসতে পারেন তিনি।
ক্ষমতা, দেখা ও লেখা
ক্ষমতার স্বাদ আস্বাদন করতে সবাই পারে না। তিনি দেশের সর্বোচ্চ ফোরামে ছিলেন। সেখান থেকে পতিত হয়েছেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে, ‘ক্ষমতা: দেখা ও শেখা’ বিষয়ে বক্তৃতা করতে পারেন। টু-পাইস ইনকামও হবে।
আমি মুরাদ বলছি
এটা একেবারে মোক্ষম। এ নামে যেকোনো কিছু নিয়েই মারমার কাটকাট লেগে যেতে পারে। সংসদ সদস্য হওয়ার পর মন্ত্রিত্ব ছাড়ার আগ পর্যন্ত যত জায়গায় বক্তব্য দিয়েছেন, সব একসঙ্গে করে ‘আমি মুরাদ বলছি’ বইখানা বাজারে আনতেই পারেন। সামনে বইমেলা; কাটতি নিয়ে টেনশন করতে হবে না।
কীভাবে বিমানবন্দর থেকে বেরোবেন
দুবাই থেকে ফেরার দিন গণমাধ্যম এড়াতে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বেরিয়ে যান ডা. মুরাদ, যা চোখ খুলে দিয়েছে বিশ্বের তাবৎ সেলিব্রিটির। পাপারাজ্জিদের এড়াতে কত কিছুই না করেন হলিউড, বলিউডের নায়ক-নায়িকারা। ‘বিমানবন্দর থেকে বেরোনোর টোটকা’ মুখে হাসি ফোটাতে পারে সেলিব্রিটিদের।
এসো মুখ খারাপ করি
প্রথমে এক ফেসবুক সাক্ষাৎকার, পরে অডিও ফাঁসে যা শোনা গেল...। খারাপ শব্দ ব্যবহারের পথিকৃৎ হিসেবে ‘এসো মুখ খারাপ করি’ বিষয়ে জুমে সেমিনার হতে পারে। বিশ্বের বাঘা বাঘা গালি বিশারদেরা অংশ নিবেন সেখানে। টিকিটের বিনিময়ে প্রাপ্তবয়স্করা সেখানে অংশ নিতে পারেন।
সবচেয়ে আলোচিত কাজ। মহামারিতে ঘরবন্দী মানুষ নিশ্বাস নিতে ছুটতে চাইছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। পৌনে দুই বছর পর পর্যটন গন্তব্যগুলো খোলা শুরু হয়েছে। যেহেতু খবরে জানা গেছে, করোনাবিষয়ক নিয়মকানুন না মানায় কানাডায় ঢুকতে পারেননি মুরাদ হাসান। তাই মানুষের স্বার্থে, নিজের অভিজ্ঞতা থেকে এবং আরও খোঁজখবর নিয়ে করোনাকালে বিদেশে যেতে করণীয় বিষয়ে বিভিন্ন সংবাদপত্র ও অনলাইনে কলাম লিখতে পারেন তিনি।
এই বহুমুখী প্রতিভাকে উপদেশ দেওয়াটা অবশ্য আমাদের মতো অকৃতিদের সাজে না। তবু বলা। কারণ, অনেক সময় ঘটনার আকস্মিকতায় প্রতিভারাও একটু ঘাবড়ে যান। তবে তা ক্ষণিকের সংকট। শেষ পর্যন্ত তিনিই বেছে নেবেন তাঁর অবসর যাপনের উৎকৃষ্ট উপায়টি, সেটি এমনকি এ তালিকায় না-ও থাকতে পারে।
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৫ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৮ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১০ দিন আগে