অনলাইন ডেস্ক
নিলামে উঠেছে নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত টুপি। ১৯ শতকের সময়কার ফরাসি সম্রাটের এ টুপি আজ রোববার প্যারিসে নিলামে বিক্রি করার কথা। ব্ল্যাক বিভারের চামড়ার তৈরি এই বিশেষ টুপির সর্বনিম্ন দাম অন্তত সাড়ে ৬ লাখ ডলার হতে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ঐতিহাসিকদের মতে মাথার বিশেষ এ টুপি নেপোলিয়নের ব্র্য়ান্ডের অংশ ছিল। একপাশ করে এ টুপি পরলেই যুদ্ধে নেপোলিয়নকে চিহ্নিত করা যেত। তাঁর কাছে প্রায় ১২০টি বাইকর্ন নামের এ বিশেষ টুপি ছিল। তবে মানুষের ব্যক্তিগত সংগ্রহে তাঁর এখন মাত্র ২০ টি টুপি আছে বলে জানা যায়।
গত বছর প্রয়াত এক শিল্পপতির সংগ্রহে থাকা নেপোলিয়নের অন্যান্য স্মৃতিচিহ্নের সঙ্গে টুপিটি বিক্রি করা হচ্ছে। নিলামকারীরা বলছেন, বিশেষজ্ঞদের কাছে নেপোলিয়নের টুপিটাই সত্যিকারের অমূল্য রত্ন।
সম্রাট সবসময় তাঁর এ টুপি ঘাড়ের সঙ্গে সমান্তরাল রেখে পরতেন। একে বলা হতো ‘এ ব্যাটাইল’। তাঁর অন্যান্য কর্মকর্তারা ঘাড়ের সঙ্গে উলম্বভাবে রেখে টুপি পরতেন।
নিলাম আয়োজক জঁ পিয়েরে ওসেনাত বলেন, ‘মানুষ সব জায়গায় এই টুপিটি চিনতে পারত। যুদ্ধক্ষেত্রে এ টুপি দেখলেই তারা বুঝতে পারত সেখানে নেপোলিয়ন আছেন। একান্ত সময়গুলোতেও তিনি তা মাথায় পরে রাখতেন বা হাতে নিয়ে রাখতেন। কখনো তা মাটিতে ছুড়ে ফেলতেন। এটিই একটি সম্রাটের বৈশিষ্ট্য।’
নিলাম আয়োজকেরা বলেন, এ টুপিটি এত দিন ধরে ১৯ শতকের নেপোলিয়নের প্রাসাদের কোয়ার্টার মাস্টারের পরিবারের কাছেই ছিল।
ওসেনাত নিলামে ওঠা নেপোলিয়নের ১৮১৫ সালের এ টুপিতে একটি বিশেষ ফিতাও লাগানো ছিল। এ সময় তিনি এলবায় নির্বাসন থেকে ফেরার পথে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন।
১৮১৫ সালে ওয়াটারলুতে পরাজয়ের পর নেপোলিয়নের গাড়ি থেকে লুট করা একটি রুপার প্লেট এবং তার মালিকানাধীন একটি কাঠের ভ্যানিটি কেস, রেজার, একটি রুপার টুথব্রাশ, কাঁচি এবং অন্যান্য জিনিসপত্র ও নিলামে তোলা হবে।
নিলামে উঠেছে নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত টুপি। ১৯ শতকের সময়কার ফরাসি সম্রাটের এ টুপি আজ রোববার প্যারিসে নিলামে বিক্রি করার কথা। ব্ল্যাক বিভারের চামড়ার তৈরি এই বিশেষ টুপির সর্বনিম্ন দাম অন্তত সাড়ে ৬ লাখ ডলার হতে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ঐতিহাসিকদের মতে মাথার বিশেষ এ টুপি নেপোলিয়নের ব্র্য়ান্ডের অংশ ছিল। একপাশ করে এ টুপি পরলেই যুদ্ধে নেপোলিয়নকে চিহ্নিত করা যেত। তাঁর কাছে প্রায় ১২০টি বাইকর্ন নামের এ বিশেষ টুপি ছিল। তবে মানুষের ব্যক্তিগত সংগ্রহে তাঁর এখন মাত্র ২০ টি টুপি আছে বলে জানা যায়।
গত বছর প্রয়াত এক শিল্পপতির সংগ্রহে থাকা নেপোলিয়নের অন্যান্য স্মৃতিচিহ্নের সঙ্গে টুপিটি বিক্রি করা হচ্ছে। নিলামকারীরা বলছেন, বিশেষজ্ঞদের কাছে নেপোলিয়নের টুপিটাই সত্যিকারের অমূল্য রত্ন।
সম্রাট সবসময় তাঁর এ টুপি ঘাড়ের সঙ্গে সমান্তরাল রেখে পরতেন। একে বলা হতো ‘এ ব্যাটাইল’। তাঁর অন্যান্য কর্মকর্তারা ঘাড়ের সঙ্গে উলম্বভাবে রেখে টুপি পরতেন।
নিলাম আয়োজক জঁ পিয়েরে ওসেনাত বলেন, ‘মানুষ সব জায়গায় এই টুপিটি চিনতে পারত। যুদ্ধক্ষেত্রে এ টুপি দেখলেই তারা বুঝতে পারত সেখানে নেপোলিয়ন আছেন। একান্ত সময়গুলোতেও তিনি তা মাথায় পরে রাখতেন বা হাতে নিয়ে রাখতেন। কখনো তা মাটিতে ছুড়ে ফেলতেন। এটিই একটি সম্রাটের বৈশিষ্ট্য।’
নিলাম আয়োজকেরা বলেন, এ টুপিটি এত দিন ধরে ১৯ শতকের নেপোলিয়নের প্রাসাদের কোয়ার্টার মাস্টারের পরিবারের কাছেই ছিল।
ওসেনাত নিলামে ওঠা নেপোলিয়নের ১৮১৫ সালের এ টুপিতে একটি বিশেষ ফিতাও লাগানো ছিল। এ সময় তিনি এলবায় নির্বাসন থেকে ফেরার পথে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন।
১৮১৫ সালে ওয়াটারলুতে পরাজয়ের পর নেপোলিয়নের গাড়ি থেকে লুট করা একটি রুপার প্লেট এবং তার মালিকানাধীন একটি কাঠের ভ্যানিটি কেস, রেজার, একটি রুপার টুথব্রাশ, কাঁচি এবং অন্যান্য জিনিসপত্র ও নিলামে তোলা হবে।
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৫ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৮ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১০ দিন আগে