ল–র–ব–য–হ ডেস্ক
ঢাকা: ভায়োলেট জেসপের যেন এক অলৌকিক জীবন! টাইটানিক, ব্রিটানিকসহ তিনটি ঐতিহাসিক জাহাজডুবিতে অক্ষত অবস্থায় বেঁচে ফিরেছেন এ আর্জেন্টাইন সমুদ্রযাত্রী, আত্মজীবনীকার ও নার্স। এসব ঘটনা তাঁকে দিয়েছে বিশ্বখ্যাতি।
১৯০৮ সালে মাত্র ২১ বছর বয়সে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় নদী অরিনোকোতে ‘হোয়াইট স্টার লাইন’ জাহাজে স্টুয়ার্ট হিসেবে ক্যারিয়ার শুরু। ১৯১০ সালে জেসপ যোগ দেন এইচএমএস অলিম্পিকে। এটি ছিল অলিম্পিক ক্লাস ক্রুজারের তিনটি জাহাজের মধ্যে একটি। কাজ শুরুর এক বছর পরে এইচএমএস অলিম্পিকের সঙ্গে ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস হকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি জাহাজেরই ব্যাপক ক্ষতি হয়; তবে কেউ হতাহত হয়নি।
বিধ্বস্ত অলিম্পিক মেরামত চলাকালে অলিম্পিক ক্লাস ক্রুজারেরই আরেকটি জাহাজ টাইটানিকে নিযুক্ত হন জেসপ। ১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে প্রকাণ্ড হিমশৈলের সঙ্গে সংঘর্ষে টাইটানিক যখন ডুবে যাচ্ছিল জেসপ তখন ভেতরেই ছিলেন। তবে কপাল গুনে লাইফবোট খুঁজে পান। সে যাত্রায় বড় কোনো ক্ষতি ছাড়াই তিনি বেঁচে যান। টাইটানিকের ২ হাজার ২২৪ জন আরোহীর মধ্যে বেঁচে ফেরা ৭০৬ জনের মধ্যে জেসপ একজন।
এই দুটি জাহাজ দুর্ঘটনার পরেও অলিম্পিক ক্লাস ক্রুজার ছাড়েননি অদম্য জেসপ। এরপর তিনি যোগ দেন প্রতিষ্ঠানটির তৃতীয় জাহাজ এইচএমএইচএস ব্রিটানিকে। প্রথম বিশ্বযুদ্ধে এটিকে ভাসমান হাসপাতালে রূপান্তরিত করা হয়। আহত সেনাদের যুক্তরাজ্যে নিয়ে যেতে এটি ব্যবহার করা হতো। জেসপ এখানে নার্স হিসেবে কাজ করতে থাকেন।
একদিন এজিয়ান সাগরে একটি জার্মান মাইনে আঘাত করে ব্রিটানিক। সেটি ডুবে যায়। জেসপসহ বেশ কয়েকজন জাহাজের প্রপেলার ব্লেড ধরে থাকেন। এবারও অলৌকিকভাবে বেঁচে যান ভায়োলেট জেসপ।
এমন ঐতিহাসিক ঘটনার পর থেকেই বিশ্বব্যাপী ‘মিস আনসিঙ্কেবল’ হিসেবে খ্যাতি তাঁর।
ঢাকা: ভায়োলেট জেসপের যেন এক অলৌকিক জীবন! টাইটানিক, ব্রিটানিকসহ তিনটি ঐতিহাসিক জাহাজডুবিতে অক্ষত অবস্থায় বেঁচে ফিরেছেন এ আর্জেন্টাইন সমুদ্রযাত্রী, আত্মজীবনীকার ও নার্স। এসব ঘটনা তাঁকে দিয়েছে বিশ্বখ্যাতি।
১৯০৮ সালে মাত্র ২১ বছর বয়সে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় নদী অরিনোকোতে ‘হোয়াইট স্টার লাইন’ জাহাজে স্টুয়ার্ট হিসেবে ক্যারিয়ার শুরু। ১৯১০ সালে জেসপ যোগ দেন এইচএমএস অলিম্পিকে। এটি ছিল অলিম্পিক ক্লাস ক্রুজারের তিনটি জাহাজের মধ্যে একটি। কাজ শুরুর এক বছর পরে এইচএমএস অলিম্পিকের সঙ্গে ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস হকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি জাহাজেরই ব্যাপক ক্ষতি হয়; তবে কেউ হতাহত হয়নি।
বিধ্বস্ত অলিম্পিক মেরামত চলাকালে অলিম্পিক ক্লাস ক্রুজারেরই আরেকটি জাহাজ টাইটানিকে নিযুক্ত হন জেসপ। ১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে প্রকাণ্ড হিমশৈলের সঙ্গে সংঘর্ষে টাইটানিক যখন ডুবে যাচ্ছিল জেসপ তখন ভেতরেই ছিলেন। তবে কপাল গুনে লাইফবোট খুঁজে পান। সে যাত্রায় বড় কোনো ক্ষতি ছাড়াই তিনি বেঁচে যান। টাইটানিকের ২ হাজার ২২৪ জন আরোহীর মধ্যে বেঁচে ফেরা ৭০৬ জনের মধ্যে জেসপ একজন।
এই দুটি জাহাজ দুর্ঘটনার পরেও অলিম্পিক ক্লাস ক্রুজার ছাড়েননি অদম্য জেসপ। এরপর তিনি যোগ দেন প্রতিষ্ঠানটির তৃতীয় জাহাজ এইচএমএইচএস ব্রিটানিকে। প্রথম বিশ্বযুদ্ধে এটিকে ভাসমান হাসপাতালে রূপান্তরিত করা হয়। আহত সেনাদের যুক্তরাজ্যে নিয়ে যেতে এটি ব্যবহার করা হতো। জেসপ এখানে নার্স হিসেবে কাজ করতে থাকেন।
একদিন এজিয়ান সাগরে একটি জার্মান মাইনে আঘাত করে ব্রিটানিক। সেটি ডুবে যায়। জেসপসহ বেশ কয়েকজন জাহাজের প্রপেলার ব্লেড ধরে থাকেন। এবারও অলৌকিকভাবে বেঁচে যান ভায়োলেট জেসপ।
এমন ঐতিহাসিক ঘটনার পর থেকেই বিশ্বব্যাপী ‘মিস আনসিঙ্কেবল’ হিসেবে খ্যাতি তাঁর।
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৫ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৮ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১০ দিন আগে