অনলাইন ডেস্ক
সহজে বিভিন্ন আকৃতিতে রূপ দেওয়া এবং একই সঙ্গে দারুণ স্বাদের জন্য পেস্ট্রি শেফদের কাছে জনপ্রিয় উপকরণ চকলেট। প্রায়শই শেফদের বিভিন্ন ধরনের চকলেটের সহায়তায় মজাদার খাবার তৈরি করতে দেখা যায়। কেক থেকে ব্রাউনি, ট্রাফলস থেকে মুজ পর্যন্ত বিভিন্ন স্বাদের চকলেট ডেজার্ট পাওয়া যায়। কিন্তু তাই বলে চকলেট দিয়ে আস্ত এক ফিনিক্স পাখি বানানো, অবাক করবে যে কাউকে।
এমনই এক নান্দনিক ফিনিক্স তৈরি করলেন সুপরিচিত পেস্ট্রি শেফ অ্যামাউরি গুইচন। যিনি তাঁর অবিশ্বাস্য চকলেট শিল্পকর্মের জন্য বিখ্যাত। গুইচনের সবশেষ সৃষ্টি চকলেটের তৈরি একটি ফিনিক্সের ভিডিও গত কয়েক দিন ধরে নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
সপ্তাহখানেক আগে শেফ গুইচন তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে ভিডিওটি শেয়ার করেন। এতে ক্যাপশন জুড়ে দেন, ‘চকলেট ফিনিক্স! সঙ্গে ২০০০ চকলেটের পালক, ফিনিক্সের অবশেষে পুনর্জন্ম হলো’।
ভিডিওতে গুইচনকে দেখা যায় চকলেটের মাস্টারপিসটি তৈরি করতে। যেখানে একেবারে শুরুর ছোট-বড় বিভিন্ন টুকরো থেকে ফিনিক্সের ক্ষুদ্র পালক তৈরি করা পর্যন্ত দেখানো হয়েছে। পরে সেগুলোকে সেট করতে দেখা যায় তাঁকে। সবশেষে অবিশ্বাস্য এ শিল্পকর্মটিতে আকর্ষণীয় রং যোগ করে শেষ ছোঁয়া দেন গুইচন।
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করার পর, ভিডিওটি দেখা হয়েছে ১ কোটি বারের বেশি। আর লাইক সংগ্রহ করেছে প্রায় ৯ লাখ। এ ছাড়া মন্তব্য করেছেন কয়েক হাজার অনুসারী। অনেকেই শেফের অনবদ্য প্রচেষ্টা এবং নিষ্ঠার প্রশংসা করেছেন।
শেফ গুইচনের এই দারুণ শিল্পকর্মটি করতে ৫ দিন সময় লেগেছে। আর এতে যোগ করা হয়েছে ২ হাজার পিস চকলেটের পালক।
সহজে বিভিন্ন আকৃতিতে রূপ দেওয়া এবং একই সঙ্গে দারুণ স্বাদের জন্য পেস্ট্রি শেফদের কাছে জনপ্রিয় উপকরণ চকলেট। প্রায়শই শেফদের বিভিন্ন ধরনের চকলেটের সহায়তায় মজাদার খাবার তৈরি করতে দেখা যায়। কেক থেকে ব্রাউনি, ট্রাফলস থেকে মুজ পর্যন্ত বিভিন্ন স্বাদের চকলেট ডেজার্ট পাওয়া যায়। কিন্তু তাই বলে চকলেট দিয়ে আস্ত এক ফিনিক্স পাখি বানানো, অবাক করবে যে কাউকে।
এমনই এক নান্দনিক ফিনিক্স তৈরি করলেন সুপরিচিত পেস্ট্রি শেফ অ্যামাউরি গুইচন। যিনি তাঁর অবিশ্বাস্য চকলেট শিল্পকর্মের জন্য বিখ্যাত। গুইচনের সবশেষ সৃষ্টি চকলেটের তৈরি একটি ফিনিক্সের ভিডিও গত কয়েক দিন ধরে নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
সপ্তাহখানেক আগে শেফ গুইচন তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে ভিডিওটি শেয়ার করেন। এতে ক্যাপশন জুড়ে দেন, ‘চকলেট ফিনিক্স! সঙ্গে ২০০০ চকলেটের পালক, ফিনিক্সের অবশেষে পুনর্জন্ম হলো’।
ভিডিওতে গুইচনকে দেখা যায় চকলেটের মাস্টারপিসটি তৈরি করতে। যেখানে একেবারে শুরুর ছোট-বড় বিভিন্ন টুকরো থেকে ফিনিক্সের ক্ষুদ্র পালক তৈরি করা পর্যন্ত দেখানো হয়েছে। পরে সেগুলোকে সেট করতে দেখা যায় তাঁকে। সবশেষে অবিশ্বাস্য এ শিল্পকর্মটিতে আকর্ষণীয় রং যোগ করে শেষ ছোঁয়া দেন গুইচন।
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করার পর, ভিডিওটি দেখা হয়েছে ১ কোটি বারের বেশি। আর লাইক সংগ্রহ করেছে প্রায় ৯ লাখ। এ ছাড়া মন্তব্য করেছেন কয়েক হাজার অনুসারী। অনেকেই শেফের অনবদ্য প্রচেষ্টা এবং নিষ্ঠার প্রশংসা করেছেন।
শেফ গুইচনের এই দারুণ শিল্পকর্মটি করতে ৫ দিন সময় লেগেছে। আর এতে যোগ করা হয়েছে ২ হাজার পিস চকলেটের পালক।
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৭ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৮ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
১০ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১২ দিন আগে