অনলাইন ডেস্ক
আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ায় শুরু হওয়া এক ইয়ট রেসে অংশ নিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম তুলে নিয়েছে অলি। কারণ সে একটি বিড়াল।
সিডনি থেকে হোবার্ট পর্যন্ত হওয়া ইয়টের এই প্রতিযোগিতার শুরু ১৯৪৫ সালে। তরপর থেকে অনেক বিখ্যাত প্রতিযোগীকেই এটি আকৃষ্ট করেছে। এতে অংশগ্রহণকারীদের তালিকায় আছেন মিডিয়া মুঘল রুপার্ট মার্ডক থেকে শুরু করে অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি মাইকেল ক্লার্ক এমনকি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার এডওয়ার্ড হিথ। কিন্তু এই প্রতিযোগিতায় বিড়াল গোত্রের কোনো প্রাণী কখনোই নাম লেখায়নি।
এটি ঠিক যে প্যাসেঞ্জার কবুতরদের জলযান থেকে ডাঙায় বার্তা পাঠাতে ব্যবহার করা হতো একসময়। বিভিন্ন সময় এদের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বোটের ডেক অলংকৃত করতে দেখা গেছে। কিন্তু বিড়াল এই রেসে অংশ নেওয়ার এটিই প্রথম নজির।
তবে অলির মালিক বব উইলিয়ামস জানিয়েছেন, কোনো ধরনের রেকর্ড গড়ার বা ইতিহাসে প্রথম হওয়ার উদ্দেশ্য নেই তাঁদের। বিড়ালটি সিল্ফ ৬ বোটের একটি আসবাবের মতোই। একে তীরে রেখে এমন একটি অভিযানে অংশ নেওয়ার কথা কল্পনাও করতে পারেন না তিনি।
‘আমি অনেক ধরনের পাগলামি করেছি। তবে এটি এগুলোর মধ্যে পড়ে না।’ রেসের আগে বিবিসিকে বলেন উইলিয়ামস।
এদিকে কোনো ধরনের প্রাণীর অংশ নেওয়ার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই রেসের নিয়মকানুনের মধ্যে। তা ছাড়া বিড়ালদের সাগরযাত্রার প্রচুর অভিজ্ঞতা আছে বলে জানিয়েছে প্রতিযোগিতাটির আয়োজক ক্রুজিং ইয়ট ক্লাব অব অস্ট্রেলিয়া।
‘রোলেক্স সিডনি হোবার্টের চমৎকার বিষয় হলো রেসে আকর্ষণীয় সব চরিত্রের অংশগ্রহণকারীর উপস্থিতি এবং বোটের বৈচিত্র্য।’ বলেন ক্লাবটির কমোডর আর্থার লেন।
যখন বেশির ভাগ চোখ থাকবে ২৪ জন ক্রুর দ্রুতগতির ও বিশালাকার ইয়ট সুপার ম্যাক্সিসের দিকে। এদিকে ১৯৬০ সালে তৈরি একটি ১২ মিটার বা ৪০ ফুট দৈর্ঘ্যের সিল্ফ ছোট জলযানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামবে।
উইলিয়ামস জানান, এক বন্ধু নৌকাটি পরিচালনার দায়িত্বে আছেন তাঁর সঙ্গে।
সিল্ফ ৬ নামের জাহাজটির জন্য এই প্রতিযোগিতা নতুন নয়। কয়েক দশক আগে ছয়টি সিডনি টু হোবার্ট রেসে এটি অংশ নিয়েছে। তবে উইলিয়ামসের জন্য এই রেসে এটিই প্রথম অংশগ্রহণ। তবে তাঁর এবং অলির সাগরে প্রচুর অভিজ্ঞতা রয়েছে।
অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা বব উইলিয়ামসের জীবনের বড় অংশ কেটেছে সাগরে। সম্প্রতি সাগরে এক বিশ্ব ভ্রমণের বেশির ভাগ সময় তাঁর সঙ্গী ছিল বিড়ালটি। বয়স ১০ ছুঁই ছুঁই অলি পাঁচ বছর আগে উইলিয়ামসের সঙ্গে যোগ দেয়। দ্রুতই সে সাগরের সঙ্গে মানিয়ে নেয়।
‘সে আগে সি-সিকনেছে আক্রান্ত হতো। কিন্তু শুরুর দিকে কিছুটা সমস্যা হলেও এখন সে অনেক ভালো আছে। এই জীবন বেশ উপভোগও করছে সে।’ উইলিয়ামস বলেন।
সাধারণ বোটের ককপিটে বিশ্রাম নিতে কিংবা মৃদু মিউ মিউ স্বরে ডাকতে দেখা যায় বিড়ালটিকে।
‘সে খুব বিচক্ষণ। যখনই সাগর ফুঁসে ওঠে, সে গুটিসুটি মেরে শুয়ে থাকার জন্য নিচের নিরাপদ কোনো জায়গা খুঁজে নেয়।’ বলেন উইলিয়ামস।
কয়েক দিন ধরে হওয়া এ রেসের প্রতিযোগীদের কাছে বৈরী আবহাওয়া খুব সাধারণ এক ব্যাপার। ৬৩০ নটিক্যাল মাইলের (১ হাজার ১৬৬ কিলোমিটার) লম্বা দূরত্বে সাগর কখন কেমন আচরণ করবে আগে থেকে নিশ্চিত করা মুশকিল। কখনো কখনো পরিস্থিতি খুব বিপজ্জনকও হয়ে ওঠে। এ ক্ষেত্রে ২৫ বছর আগে হওয়া রেসটির উদাহরণ দেওয়া যায়।
১৯৯৮ সালে ভয়াবহ এক ঝড়ের মুখোমুখি হতে হয় প্রতিযোগীদের। পাঁচটি নৌকা বা জাহাজ ডোবার পাশাপাশি ছয় নাবিকের মৃত্যু হয় সেবার। এ বছরও জলযানগুলো বজ্রঝড়, ঝোড়ো হাওয়া এমনকি কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টির মুখোমুখি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সবকিছু মিলিয়ে প্রতিবছর এই রেসটির দিকে নজর থাকে ভক্তদের। আর এবার যে ববি উইলিয়ামসের বিড়ালটি অলি এতে বাড়তি আকর্ষণ যোগ করেছে, তাতে সন্দেহ নেই।
আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ায় শুরু হওয়া এক ইয়ট রেসে অংশ নিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম তুলে নিয়েছে অলি। কারণ সে একটি বিড়াল।
সিডনি থেকে হোবার্ট পর্যন্ত হওয়া ইয়টের এই প্রতিযোগিতার শুরু ১৯৪৫ সালে। তরপর থেকে অনেক বিখ্যাত প্রতিযোগীকেই এটি আকৃষ্ট করেছে। এতে অংশগ্রহণকারীদের তালিকায় আছেন মিডিয়া মুঘল রুপার্ট মার্ডক থেকে শুরু করে অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি মাইকেল ক্লার্ক এমনকি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার এডওয়ার্ড হিথ। কিন্তু এই প্রতিযোগিতায় বিড়াল গোত্রের কোনো প্রাণী কখনোই নাম লেখায়নি।
এটি ঠিক যে প্যাসেঞ্জার কবুতরদের জলযান থেকে ডাঙায় বার্তা পাঠাতে ব্যবহার করা হতো একসময়। বিভিন্ন সময় এদের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বোটের ডেক অলংকৃত করতে দেখা গেছে। কিন্তু বিড়াল এই রেসে অংশ নেওয়ার এটিই প্রথম নজির।
তবে অলির মালিক বব উইলিয়ামস জানিয়েছেন, কোনো ধরনের রেকর্ড গড়ার বা ইতিহাসে প্রথম হওয়ার উদ্দেশ্য নেই তাঁদের। বিড়ালটি সিল্ফ ৬ বোটের একটি আসবাবের মতোই। একে তীরে রেখে এমন একটি অভিযানে অংশ নেওয়ার কথা কল্পনাও করতে পারেন না তিনি।
‘আমি অনেক ধরনের পাগলামি করেছি। তবে এটি এগুলোর মধ্যে পড়ে না।’ রেসের আগে বিবিসিকে বলেন উইলিয়ামস।
এদিকে কোনো ধরনের প্রাণীর অংশ নেওয়ার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই রেসের নিয়মকানুনের মধ্যে। তা ছাড়া বিড়ালদের সাগরযাত্রার প্রচুর অভিজ্ঞতা আছে বলে জানিয়েছে প্রতিযোগিতাটির আয়োজক ক্রুজিং ইয়ট ক্লাব অব অস্ট্রেলিয়া।
‘রোলেক্স সিডনি হোবার্টের চমৎকার বিষয় হলো রেসে আকর্ষণীয় সব চরিত্রের অংশগ্রহণকারীর উপস্থিতি এবং বোটের বৈচিত্র্য।’ বলেন ক্লাবটির কমোডর আর্থার লেন।
যখন বেশির ভাগ চোখ থাকবে ২৪ জন ক্রুর দ্রুতগতির ও বিশালাকার ইয়ট সুপার ম্যাক্সিসের দিকে। এদিকে ১৯৬০ সালে তৈরি একটি ১২ মিটার বা ৪০ ফুট দৈর্ঘ্যের সিল্ফ ছোট জলযানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামবে।
উইলিয়ামস জানান, এক বন্ধু নৌকাটি পরিচালনার দায়িত্বে আছেন তাঁর সঙ্গে।
সিল্ফ ৬ নামের জাহাজটির জন্য এই প্রতিযোগিতা নতুন নয়। কয়েক দশক আগে ছয়টি সিডনি টু হোবার্ট রেসে এটি অংশ নিয়েছে। তবে উইলিয়ামসের জন্য এই রেসে এটিই প্রথম অংশগ্রহণ। তবে তাঁর এবং অলির সাগরে প্রচুর অভিজ্ঞতা রয়েছে।
অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা বব উইলিয়ামসের জীবনের বড় অংশ কেটেছে সাগরে। সম্প্রতি সাগরে এক বিশ্ব ভ্রমণের বেশির ভাগ সময় তাঁর সঙ্গী ছিল বিড়ালটি। বয়স ১০ ছুঁই ছুঁই অলি পাঁচ বছর আগে উইলিয়ামসের সঙ্গে যোগ দেয়। দ্রুতই সে সাগরের সঙ্গে মানিয়ে নেয়।
‘সে আগে সি-সিকনেছে আক্রান্ত হতো। কিন্তু শুরুর দিকে কিছুটা সমস্যা হলেও এখন সে অনেক ভালো আছে। এই জীবন বেশ উপভোগও করছে সে।’ উইলিয়ামস বলেন।
সাধারণ বোটের ককপিটে বিশ্রাম নিতে কিংবা মৃদু মিউ মিউ স্বরে ডাকতে দেখা যায় বিড়ালটিকে।
‘সে খুব বিচক্ষণ। যখনই সাগর ফুঁসে ওঠে, সে গুটিসুটি মেরে শুয়ে থাকার জন্য নিচের নিরাপদ কোনো জায়গা খুঁজে নেয়।’ বলেন উইলিয়ামস।
কয়েক দিন ধরে হওয়া এ রেসের প্রতিযোগীদের কাছে বৈরী আবহাওয়া খুব সাধারণ এক ব্যাপার। ৬৩০ নটিক্যাল মাইলের (১ হাজার ১৬৬ কিলোমিটার) লম্বা দূরত্বে সাগর কখন কেমন আচরণ করবে আগে থেকে নিশ্চিত করা মুশকিল। কখনো কখনো পরিস্থিতি খুব বিপজ্জনকও হয়ে ওঠে। এ ক্ষেত্রে ২৫ বছর আগে হওয়া রেসটির উদাহরণ দেওয়া যায়।
১৯৯৮ সালে ভয়াবহ এক ঝড়ের মুখোমুখি হতে হয় প্রতিযোগীদের। পাঁচটি নৌকা বা জাহাজ ডোবার পাশাপাশি ছয় নাবিকের মৃত্যু হয় সেবার। এ বছরও জলযানগুলো বজ্রঝড়, ঝোড়ো হাওয়া এমনকি কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টির মুখোমুখি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সবকিছু মিলিয়ে প্রতিবছর এই রেসটির দিকে নজর থাকে ভক্তদের। আর এবার যে ববি উইলিয়ামসের বিড়ালটি অলি এতে বাড়তি আকর্ষণ যোগ করেছে, তাতে সন্দেহ নেই।
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৬ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৯ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১১ দিন আগে