অনলাইন ডেস্ক
থাইল্যান্ডের পাতায়ায় বেড়াতে গিয়েছিলেন এক ব্যক্তি। সেখানে গিয়ে অর্থ ফুরিয়ে গেল তাঁর। তবে দেশে না এসে মজা করে আরও কয়েকটা দিন সেখানে কাটানোর জন্য এক ফন্দি আঁটলেন। সঙ্গীদের নিয়ে নিজের অপহরণের নাটক সাজালেন! এমন আশ্চর্য অভিযোগ উঠেছে এক ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে।
ইংল্যান্ডের পোর্টসমাউথের বাসিন্দা ৪৮ বছর বয়স্ক ইয়ান রবি ডে। থাইল্যান্ডের পাতায়ায় বেড়াতে গিয়ে বেশ মজাতেই কাটছিল সময়। কিন্তু অর্থ ফুরিয়ে যাওয়ার পর আরও কিছুটা দিন সেখানে আরাম-আয়েশে কাটানোর ইচ্ছা পেয়ে বসল তাঁকে। ইংল্যান্ডে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আরও অর্থ পাঠাতে বললেন। কিন্তু সেখানে পার্টি করে অর্থ উড়ানোটা মোটেই ভালো চোখে দেখছিল না পরিবার। অতএব সরাসরি না করে দিল।
পরিস্থিতি এমন দাঁড়াল, হয় তাঁকে ভ্রমণের ইতি টেনে বাড়ি ফিরতে হবে, নতুবা যেভাবে হোক অর্থ জোগাড় করতে হবে। দ্বিতীয়টা করার সিদ্ধান্ত নিলেন। অনেক ভেবেচিন্তে থাইল্যান্ডে আরও কিছুদিন অবসর বিনোদন কাটানোর যে উপায় খুঁজে বের করলেন, তা রীতিমতো পিলে চমকানো। ভ্রমণসঙ্গীদের তাঁকে মারধর করতে এবং মুখোশধারী দুর্বৃত্ত হিসেবে উপস্থিত হতে রাজি করালেন। উদ্দেশ্য, অপহরণের নাটক সাজিয়ে পরিবার থেকে মুক্তিপণ হিসেবে অর্থ আদায় করা।
লোকটি সম্ভবত একবারও ভাবতে পারেননি, ইন্টারপোল এই অপহরণ মামলায় জড়িত হবে। ফল তা-ই হয়েছিল। আন্তর্জাতিক পুলিশ সংস্থা দ্রুতই পাতায়ার একটি হোটেলে তাঁর উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়। ঘরের দরজা ভেঙে পুলিশের দলটি যখন ভেতরে প্রবেশ করে, তখন তাদের জন্য অপেক্ষা করছিল একটি চমক। তারা বন্দী, অসহায় এক ব্যক্তির পরিবর্তে পেল প্রচুর মদ খেয়ে টালমাটাল অবস্থায় থাকা একজনকে। আর তাঁর সঙ্গে এই পার্টিতে রয়েছেন সেই ‘অপহরণকারী’রা।
থাইল্যান্ডের পুলিশ কর্মকর্তা সোরসাক সায়েংচা সাংবাদিকদের বলেন ‘তিনি নিজের ওপর আক্রমণের ছবি পাঠিয়েছিলেন। তারপর ক্ষতসহ নিজের এমন ছবি পাঠান, যেন মনে হয় তাঁকে মারধর করা হয়েছে। বন্ধুদের তাঁকে ঘুষি মেরে মুখে দাগ তৈরি করে দিতে রাজি করান। পরে ‘ফেসটাইমে’ নিজের পরিবারকে ভিডিও কল করেন। তাঁর অনুরোধে তিন বন্ধু এমন আচরণ করেছিলেন, যেন তাঁরা তাঁকে জিম্মি করে অপহরণ করেছেন।
‘যখন পরিবার তাঁকে আর সাহায্য করতে অসম্মতি জানায়, তখন তিনি অপহরণের নাটক সাজান।’ বলেন সায়েংচা, ‘তবে তাঁর পরিবার উদ্বিগ্ন ছিল এবং তারা যুক্তরাজ্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। বিষয়টি ইন্টারপোলকে জানানো হয়। ইন্টারপোল থাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা লোকটিকে খুঁজে বের করেছি। যখন সেখানে পৌঁছালাম তাঁরা একটা পার্টি করছিলেন।’
২৬ জানুয়ারি পুলিশ যখন খুঁজে পায়, তখন তিনি আরও তিনজন বিদেশির সঙ্গে মাদক দিয়ে নেশা করছিলেন। অননুমোদিত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ড্রাগস এবং মেয়াদোত্তীর্ণ ভিসা থাকার অভিযোগে হোটেলের ওই কামরায় থাকা সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: অডিটি সেন্ট্রাল, ডেইলি মেইল, দ্যা সান
থাইল্যান্ডের পাতায়ায় বেড়াতে গিয়েছিলেন এক ব্যক্তি। সেখানে গিয়ে অর্থ ফুরিয়ে গেল তাঁর। তবে দেশে না এসে মজা করে আরও কয়েকটা দিন সেখানে কাটানোর জন্য এক ফন্দি আঁটলেন। সঙ্গীদের নিয়ে নিজের অপহরণের নাটক সাজালেন! এমন আশ্চর্য অভিযোগ উঠেছে এক ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে।
ইংল্যান্ডের পোর্টসমাউথের বাসিন্দা ৪৮ বছর বয়স্ক ইয়ান রবি ডে। থাইল্যান্ডের পাতায়ায় বেড়াতে গিয়ে বেশ মজাতেই কাটছিল সময়। কিন্তু অর্থ ফুরিয়ে যাওয়ার পর আরও কিছুটা দিন সেখানে আরাম-আয়েশে কাটানোর ইচ্ছা পেয়ে বসল তাঁকে। ইংল্যান্ডে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আরও অর্থ পাঠাতে বললেন। কিন্তু সেখানে পার্টি করে অর্থ উড়ানোটা মোটেই ভালো চোখে দেখছিল না পরিবার। অতএব সরাসরি না করে দিল।
পরিস্থিতি এমন দাঁড়াল, হয় তাঁকে ভ্রমণের ইতি টেনে বাড়ি ফিরতে হবে, নতুবা যেভাবে হোক অর্থ জোগাড় করতে হবে। দ্বিতীয়টা করার সিদ্ধান্ত নিলেন। অনেক ভেবেচিন্তে থাইল্যান্ডে আরও কিছুদিন অবসর বিনোদন কাটানোর যে উপায় খুঁজে বের করলেন, তা রীতিমতো পিলে চমকানো। ভ্রমণসঙ্গীদের তাঁকে মারধর করতে এবং মুখোশধারী দুর্বৃত্ত হিসেবে উপস্থিত হতে রাজি করালেন। উদ্দেশ্য, অপহরণের নাটক সাজিয়ে পরিবার থেকে মুক্তিপণ হিসেবে অর্থ আদায় করা।
লোকটি সম্ভবত একবারও ভাবতে পারেননি, ইন্টারপোল এই অপহরণ মামলায় জড়িত হবে। ফল তা-ই হয়েছিল। আন্তর্জাতিক পুলিশ সংস্থা দ্রুতই পাতায়ার একটি হোটেলে তাঁর উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়। ঘরের দরজা ভেঙে পুলিশের দলটি যখন ভেতরে প্রবেশ করে, তখন তাদের জন্য অপেক্ষা করছিল একটি চমক। তারা বন্দী, অসহায় এক ব্যক্তির পরিবর্তে পেল প্রচুর মদ খেয়ে টালমাটাল অবস্থায় থাকা একজনকে। আর তাঁর সঙ্গে এই পার্টিতে রয়েছেন সেই ‘অপহরণকারী’রা।
থাইল্যান্ডের পুলিশ কর্মকর্তা সোরসাক সায়েংচা সাংবাদিকদের বলেন ‘তিনি নিজের ওপর আক্রমণের ছবি পাঠিয়েছিলেন। তারপর ক্ষতসহ নিজের এমন ছবি পাঠান, যেন মনে হয় তাঁকে মারধর করা হয়েছে। বন্ধুদের তাঁকে ঘুষি মেরে মুখে দাগ তৈরি করে দিতে রাজি করান। পরে ‘ফেসটাইমে’ নিজের পরিবারকে ভিডিও কল করেন। তাঁর অনুরোধে তিন বন্ধু এমন আচরণ করেছিলেন, যেন তাঁরা তাঁকে জিম্মি করে অপহরণ করেছেন।
‘যখন পরিবার তাঁকে আর সাহায্য করতে অসম্মতি জানায়, তখন তিনি অপহরণের নাটক সাজান।’ বলেন সায়েংচা, ‘তবে তাঁর পরিবার উদ্বিগ্ন ছিল এবং তারা যুক্তরাজ্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। বিষয়টি ইন্টারপোলকে জানানো হয়। ইন্টারপোল থাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা লোকটিকে খুঁজে বের করেছি। যখন সেখানে পৌঁছালাম তাঁরা একটা পার্টি করছিলেন।’
২৬ জানুয়ারি পুলিশ যখন খুঁজে পায়, তখন তিনি আরও তিনজন বিদেশির সঙ্গে মাদক দিয়ে নেশা করছিলেন। অননুমোদিত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ড্রাগস এবং মেয়াদোত্তীর্ণ ভিসা থাকার অভিযোগে হোটেলের ওই কামরায় থাকা সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: অডিটি সেন্ট্রাল, ডেইলি মেইল, দ্যা সান
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৬ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৮ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১০ দিন আগে