অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে জোয়ি চেস্টনাট নামের এক ব্যক্তি ১০ মিনিটে ৬৩টি হটডগ খেয়ে সাড়া ফেলে দিয়েছেন। স্থানীয় সময় ৪ জুলাই সোমবার আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে এক খাওয়া প্রতিযোগিতার আয়োজন করে ফাস্টফুড চেইন শপ ন্যাথান। এই প্রতিযোগিতায় ১০ মিনিটে ৬৩টি হটডগ খেয়ে জয়ী হন চেস্টনাট।
চেস্টনাট এখন পর্যন্ত ১৫ বার জিতেছেন এমন খাওয়ার প্রতিযোগিতায়। তবে নিজের ২০২০ সালের রেকর্ডটি থেকে পিছিয়ে পড়েছেন এবার। ২০২০ সালে ১০ মিনিটে ৭৬টি বানসহ হটডগ খেয়েছিলেন তিনি। তাই জনতার কাছে ক্ষমা চেয়ে চেস্টনাট বলেন, আগামী বছর তিনি আরও ভালো করবেন।
সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেন, প্রায়শই হটডগ খেয়ে প্রশিক্ষণ নেন এবং সপ্তাহে অন্তত একবার খাওয়ার প্রতিযোগিতায় অংশ নেন। আর প্রতিযোগিতার পর এক দিনের জন্য খাবার স্পর্শ করবেন না বলেও জানান।
ফাস্টফুড চেইন শপ ন্যাথান’স আয়োজিত ফেমাস ফোর্থ অব জুলাই হটডগ ইটিং কনটেস্টের বিজয়ী চেস্টনাট অন্যদের থেকে অনেক এগিয়ে। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী জফরি এসপার ৪৭.৫ টি ফ্র্যাংকস ও বান খেয়েছেন। আর ৪১টি খেয়ে তৃতীয় স্থানে রয়েছেন জেমস ওয়েব।
প্রতিযোগিতার হোস্ট জর্জ শিয়া বলেন, ‘জোয়ি চেস্টনাট বলতে গেলে পদার্থবিজ্ঞানের সূত্রকে চ্যালেঞ্জ করেছেন।’
এদিকে প্রতিযোগিতায় নারীদের বিভাগে মিকি সুডো ১০ মিনিটে ৪০টি হটডগ খেয়ে জয়ী হয়েছেন।
ন্যাথান’স ফেমাস ফোর্থ অব জুলাই হটডগ ইটিং কনটেস্ট যুক্তিযুক্তভাবে আমেরিকান ইতিহাসের সবচেয়ে আইকনিক ক্রীড়া ইভেন্ট বলে মনে করেন এর আয়োজকেরা।
যুক্তরাষ্ট্রে জোয়ি চেস্টনাট নামের এক ব্যক্তি ১০ মিনিটে ৬৩টি হটডগ খেয়ে সাড়া ফেলে দিয়েছেন। স্থানীয় সময় ৪ জুলাই সোমবার আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে এক খাওয়া প্রতিযোগিতার আয়োজন করে ফাস্টফুড চেইন শপ ন্যাথান। এই প্রতিযোগিতায় ১০ মিনিটে ৬৩টি হটডগ খেয়ে জয়ী হন চেস্টনাট।
চেস্টনাট এখন পর্যন্ত ১৫ বার জিতেছেন এমন খাওয়ার প্রতিযোগিতায়। তবে নিজের ২০২০ সালের রেকর্ডটি থেকে পিছিয়ে পড়েছেন এবার। ২০২০ সালে ১০ মিনিটে ৭৬টি বানসহ হটডগ খেয়েছিলেন তিনি। তাই জনতার কাছে ক্ষমা চেয়ে চেস্টনাট বলেন, আগামী বছর তিনি আরও ভালো করবেন।
সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেন, প্রায়শই হটডগ খেয়ে প্রশিক্ষণ নেন এবং সপ্তাহে অন্তত একবার খাওয়ার প্রতিযোগিতায় অংশ নেন। আর প্রতিযোগিতার পর এক দিনের জন্য খাবার স্পর্শ করবেন না বলেও জানান।
ফাস্টফুড চেইন শপ ন্যাথান’স আয়োজিত ফেমাস ফোর্থ অব জুলাই হটডগ ইটিং কনটেস্টের বিজয়ী চেস্টনাট অন্যদের থেকে অনেক এগিয়ে। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী জফরি এসপার ৪৭.৫ টি ফ্র্যাংকস ও বান খেয়েছেন। আর ৪১টি খেয়ে তৃতীয় স্থানে রয়েছেন জেমস ওয়েব।
প্রতিযোগিতার হোস্ট জর্জ শিয়া বলেন, ‘জোয়ি চেস্টনাট বলতে গেলে পদার্থবিজ্ঞানের সূত্রকে চ্যালেঞ্জ করেছেন।’
এদিকে প্রতিযোগিতায় নারীদের বিভাগে মিকি সুডো ১০ মিনিটে ৪০টি হটডগ খেয়ে জয়ী হয়েছেন।
ন্যাথান’স ফেমাস ফোর্থ অব জুলাই হটডগ ইটিং কনটেস্ট যুক্তিযুক্তভাবে আমেরিকান ইতিহাসের সবচেয়ে আইকনিক ক্রীড়া ইভেন্ট বলে মনে করেন এর আয়োজকেরা।
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৬ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৮ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১০ দিন আগে