অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে পুলিশের জরুরি সেবা নম্বরে হঠাৎ কল, তবে কিছু শোনার আগেই কেটে যায় সংযোগ। ফিরতি কল করে কোনো সাড়া না পেয়ে অবস্থান শনাক্ত করে ছুটে যায় পুলিশ।
ব্রিটিশ গণমাধ্যম মেট্রোর প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি গত শনিবারের। ক্যালিফোর্নিয়ার পাসো রোবেলস চিড়িয়াখানা থেকে জরুরি সেবা নম্বরে (৯১১) কল আসে। তবে ওপাশ থেকে কেউ কিছু বলেনি। পরে ওই চিড়িয়াখানায় পুলিশ পাঠানো হয়। যদিও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কেউই কল করেনি। এমনকি জরুরি কল করার মতো কোনো ঘটনাও ঘটেনি।
পরে সন্দেহের তীর যায় ছোট্ট একটা বানরের দিকে। সান লুইস অবিসপো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, রুট নামের ছোট একটি কাপুচিন মাঙ্কি (এক প্রজাতির বানর) পুলিশকে কল করেছিল। ধারণা করা হচ্ছে, বানরটি চিড়িয়াখানার পাশে রাখা গল্ফ কার্টে (ছোট একধরনের গাড়ি) সেলফোনটি কুড়িয়ে পায়। চিড়িয়াখানার কর্মীরা রুটকে বাটন প্রেস করতে দেখেছেন। তবে নম্বর মিলে গিয়ে এভাবে জরুরি সেবায় চলে যাওয়া সত্যিই বিস্ময়কর।
অঘটন ঘটানো ওই বানরের কয়েকটি ছবি সান লুইস অবিসপো কাউন্টি শেরিফ কার্যালয়ের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। সঙ্গে পুরো ঘটনা অনেকটা মজার ছলেই ক্যাপশন হিসেবে জুড়ে দিয়েছেন তাঁরা। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের কাউন্টিতে একটি মজার ঘটনা ঘটেছে। পাসো রোবেলস চিড়িয়াখানা থেকে ৯১১ জরুরি সেবা নম্বরে কল আসে। ওই চিড়িয়াখানার কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কেউই কল করেননি। পরে জানা গেল, রুট নামের ছোট একটি কাপুচিন মাঙ্কি কল করেছিল। ধারণা করা হচ্ছে, বানরটি চিড়িয়াখানার পাশে থাকা গল্ফ কার্টে সেলফোনটি কুড়িয়ে পায়। পুরো ঘটনায় ছোট্ট রুট বিব্রত। আপনারা তাকে দায়ী করতে পারেন না। জানেনই তো, বানর যা দেখে, তাই করে।’
বানরের নানা অদ্ভুতুড়ে কাণ্ড নতুন নয়। তবে জরুরি সেবা নম্বরে কল করার ঘটনা সত্যিই অনেকের চোখ কপালে তুলেছে এবং সেই সাথে মুখে হাসিও ফুটিয়েছে।
যুক্তরাষ্ট্রে পুলিশের জরুরি সেবা নম্বরে হঠাৎ কল, তবে কিছু শোনার আগেই কেটে যায় সংযোগ। ফিরতি কল করে কোনো সাড়া না পেয়ে অবস্থান শনাক্ত করে ছুটে যায় পুলিশ।
ব্রিটিশ গণমাধ্যম মেট্রোর প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি গত শনিবারের। ক্যালিফোর্নিয়ার পাসো রোবেলস চিড়িয়াখানা থেকে জরুরি সেবা নম্বরে (৯১১) কল আসে। তবে ওপাশ থেকে কেউ কিছু বলেনি। পরে ওই চিড়িয়াখানায় পুলিশ পাঠানো হয়। যদিও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কেউই কল করেনি। এমনকি জরুরি কল করার মতো কোনো ঘটনাও ঘটেনি।
পরে সন্দেহের তীর যায় ছোট্ট একটা বানরের দিকে। সান লুইস অবিসপো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, রুট নামের ছোট একটি কাপুচিন মাঙ্কি (এক প্রজাতির বানর) পুলিশকে কল করেছিল। ধারণা করা হচ্ছে, বানরটি চিড়িয়াখানার পাশে রাখা গল্ফ কার্টে (ছোট একধরনের গাড়ি) সেলফোনটি কুড়িয়ে পায়। চিড়িয়াখানার কর্মীরা রুটকে বাটন প্রেস করতে দেখেছেন। তবে নম্বর মিলে গিয়ে এভাবে জরুরি সেবায় চলে যাওয়া সত্যিই বিস্ময়কর।
অঘটন ঘটানো ওই বানরের কয়েকটি ছবি সান লুইস অবিসপো কাউন্টি শেরিফ কার্যালয়ের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। সঙ্গে পুরো ঘটনা অনেকটা মজার ছলেই ক্যাপশন হিসেবে জুড়ে দিয়েছেন তাঁরা। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের কাউন্টিতে একটি মজার ঘটনা ঘটেছে। পাসো রোবেলস চিড়িয়াখানা থেকে ৯১১ জরুরি সেবা নম্বরে কল আসে। ওই চিড়িয়াখানার কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কেউই কল করেননি। পরে জানা গেল, রুট নামের ছোট একটি কাপুচিন মাঙ্কি কল করেছিল। ধারণা করা হচ্ছে, বানরটি চিড়িয়াখানার পাশে থাকা গল্ফ কার্টে সেলফোনটি কুড়িয়ে পায়। পুরো ঘটনায় ছোট্ট রুট বিব্রত। আপনারা তাকে দায়ী করতে পারেন না। জানেনই তো, বানর যা দেখে, তাই করে।’
বানরের নানা অদ্ভুতুড়ে কাণ্ড নতুন নয়। তবে জরুরি সেবা নম্বরে কল করার ঘটনা সত্যিই অনেকের চোখ কপালে তুলেছে এবং সেই সাথে মুখে হাসিও ফুটিয়েছে।
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৫ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৮ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১০ দিন আগে