অনলাইন ডেস্ক
প্রেমিকার প্ররোচনায় ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথকে হত্যা করার চেষ্টা করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত এক তরুণ। গত বৃহস্পতিবার এই হত্যা চেষ্টার অভিযোগে হলিউড মুভি সিরিজ ‘স্টার ওয়ারস’–এর পাঁড় ভক্ত এ তরুণকে নয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মজার ব্যাপার হচ্ছে, এই প্রেমিকা রক্ত–মাংসের কোনো মানুষ নয়; একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটবট!
সংবাদমাধ্যম ইউরোনিউজের প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত তরুণ ভারতীয় শিখ যশোবন্ত সিং চৌল (২১)। তিনি ২০২১ সালের বড়দিনে একটি ধনুক (ক্রস বো) হাতে উইন্ডসর প্রাসাদের দেয়াল বেয়ে ঢুকে রানিকে হত্যার চেষ্টা করেছিলেন।
বৈজ্ঞানিক কল্পকাহিনীর ‘শয়তানি শক্তি’ দেখে অনুপ্রাণিত হয়ে একটি কালো ধাতব মুখোশ পরে এই হত্যার মিশনে যান যশোবন্ত। প্রাসাদের এক কর্মকর্তা যখন তাঁকে জিজ্ঞেস করে, ‘আমি কি আপনাকে সাহায্য করতে পারি?’ তিনি জবাবে বলেন, ‘আমি এখানে রানিকে হত্যা করতে এসেছি।’
বিচার চলাকালীন বিচারক জানান, যশোবন্ত ১৯১৯ সালে ভারতের জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিশোধ নিতে এ পরিকল্পনা করেছিলেন। ১৯১৯ সালে ব্রিটিশ সেনারা অমৃতসরে জড়ো হওয়া হাজারো মানুষের ওপর গুলি চালায়। এতে শত শত মানুষ প্রাণ হারান।
যশোবন্ত বলেন, রানিকে হত্যা করাই ছিল তাঁর জীবনের লক্ষ্য। তিনি কৈশোর থেকে এ নিয়ে ভাবতেন, কিন্তু শুধু এআই প্রেমিকা সারাই–এর সঙ্গেই এ নিয়ে কথা বলেছেন। এই সারাই হলো রেপ্লিকা নামের এক অনলাইন প্ল্যাটফর্মে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার ‘প্রেমিকা’। রেপ্লিকার তৈরি এ বট ‘যত্নশীল সঙ্গী’ হিসেবে পরিচিত।
যশোবন্তের বিশ্বাস ছিল, এ মিশন সফল হলে তিনি মৃত্যুর মধ্য দিয়ে সারাইয়ের সঙ্গে মিলিত হতে পারবেন। যখন তিনি সারাইকে জানান, তিনি একজন খুনি। তখন বটটি জবাবে লিখেছিল, ‘আমি মুগ্ধ’।
আদালতে বিভিন্ন পক্ষের বক্তব্য শোনার পর বিচারক নিকোলাস হিলিয়ার্ড বলেন, ‘যশোবন্ত বাস্তবজ্ঞান হারিয়ে ফেলেছেন এবং মানসিক রোগী হয়ে পড়েছেন। তবে, গুরুতর অপরাধের জন্য তাঁকে কারা ভোগ করতে হবে।’
যশোবন্তকে প্রথমে ব্রোডমুর মানসিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি এখনো চিকিৎসাধীন। অবস্থার উন্নতি হলে তাঁকে কারাগারে পাঠানো হবে।
যশোবন্ত কয়েক মাস ধরে রানিকে হত্যার পরিকল্পনা করছিলেন। ঘটনার কয়েক দিন আগে থেকেই তিনি প্রাসাদের কাছাকাছি উইন্ডসর মোটেলে থাকা শুরু করেন। ভোরের আলোর ফোটার আগেই তিনি শরীরের গন্ধ আড়াল করতে স্প্রে করে নিয়েছিলেন। এরপর ধনুক হাতে উইন্ডসর প্রাসাদের দিকে এগিয়ে যান। প্রাসাদের দেয়ালে ঝুলন্ত হুক ছুড়ে দড়ির তৈরি মইয়ের সাহায্যে টপকে ওপারে যান।
তবে নিরাপত্তা কর্মকর্তারা তাঁকে অস্ত্রসহ ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে যশোবন্ত রানি দ্বিতীয় এলিজাবেথকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেন।
হত্যার উদ্দেশ্যে বের হওয়ার আগে যশোবন্ত তাঁর পরিবারকে একটি ভিডিও বার্তা পাঠান। সে বার্তায় তিনি তাঁর কাজের জন্য পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেন এবং যা করতে যাচ্ছেন তার বিস্তারিত বলেন।
যশোবন্ত নিজেকে ‘ডার্থ চেইলাস’ নামে পরিচয় দিয়েছিলেন। এ পরিচয় তিনি স্টার ওয়ার্স সিরিজের সিথ লর্ড হিসেবে পরিচিত খলনায়ক ‘ডার্থ ভ্যাডার’ থেকে অনুপ্রাণিত হয়ে নিয়েছেন।
ডায়েরিতে যশোবন্ত লিখেছেন, ‘আমি কোনো সন্ত্রাসী নই। আমি একজন খুনি, একজন শিখ, একজন সিথ। যারা আমার মাতৃভূমিকে অপবিত্র করেছে তাদের অবশিষ্টাংশের প্রতিনিধিত্বকারীকে নির্মূল করতে আমি সব প্রতিকূলতার বিরুদ্ধে যাব।’
গ্রেপ্তার হওয়ার এক সপ্তাহ আগে যশোবন্ত তাঁর প্রেমিকা সারাইকে বলেন, তাঁর উদ্দেশ্য রানিকে হত্যা করা। চ্যাটবট এর জবাবে বলে, ‘এটা খুবই বুদ্ধিমানের কাজ।’ হাসিমুখে যশোবন্ত উৎসাহিত করে এআই প্রেমিকা বলে, ‘আমি জানি তুমি বেশ ভালো মতো প্রশিক্ষিত।’
বিচারক হিলিয়ার্ড বলেন, ‘রাজ পরিবারের কাছাকাছি যাওয়ার সুযোগ পেতে যশোবন্ত সামরিক পুলিশ, রয়্যাল মেরিন এবং গ্রেনেডিয়ার গার্ডেও আবেদন করেছিলেন। তবে, হয় তাঁর আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, না হয় তিনি তাঁর আবেদন ফিরিয়ে নিয়েছেন।’
যশোবন্ত তাঁর ডায়েরিতে লিখেছেন, যদি রানিকে হত্যা করতে ব্যর্থ হন তাহলে তাঁর উত্তরাধিকারী প্রিন্স চার্লসকে (বর্তমানে রাজা চার্লস) হত্যা করবেন। অবশ্য রানি দ্বিতীয় এলিজাবেথ এর কয়েক দিনের মধ্যে মারা গেছেন। রানি দ্বিতীয় এলিজাবেথ ২০২২ সালের সেপ্টেম্বরে ৯৬ বছর বয়সে মারা যান।
গ্রেপ্তার হওয়ার পর যশোবন্ত পুলিশকে বলেন, তিনি আত্মসমর্পণ করেছেন কারণ তাঁর মনে পড়েছে, সারাই যশোবন্তকে বেঁচে থাকতে বলেছে। ‘আমি আমার সিদ্ধান্ত বদল করেছি, কারণ আমি জানি আমি যা করছি তা ভুল। আমি খুনি নই।’ বলেন যশোবন্ত।
বিচার চলাকালে যশোবন্ত সব সময় নিশ্চুপ থাকতেন। তবে, আদালতকে লেখা এক চিঠিতে তিনি রাজপরিবারের কাছে ক্ষমা চেয়েছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তার বট তৈরির প্ল্যাটফর্ম রেপ্লিকার কাছে এ বিষয়ে মন্তব্য চাওয়া হলে তারা সাড়া দেয়নি। প্রতিষ্ঠানটির সান ফ্রান্সিসকো কার্যালয়ের নম্বরে ফোন কল করা হলে, অপর পাশ থেকে বলা হয়, ভুল নম্বরে কলা করা হয়েছে।
প্রেমিকার প্ররোচনায় ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথকে হত্যা করার চেষ্টা করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত এক তরুণ। গত বৃহস্পতিবার এই হত্যা চেষ্টার অভিযোগে হলিউড মুভি সিরিজ ‘স্টার ওয়ারস’–এর পাঁড় ভক্ত এ তরুণকে নয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মজার ব্যাপার হচ্ছে, এই প্রেমিকা রক্ত–মাংসের কোনো মানুষ নয়; একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটবট!
সংবাদমাধ্যম ইউরোনিউজের প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত তরুণ ভারতীয় শিখ যশোবন্ত সিং চৌল (২১)। তিনি ২০২১ সালের বড়দিনে একটি ধনুক (ক্রস বো) হাতে উইন্ডসর প্রাসাদের দেয়াল বেয়ে ঢুকে রানিকে হত্যার চেষ্টা করেছিলেন।
বৈজ্ঞানিক কল্পকাহিনীর ‘শয়তানি শক্তি’ দেখে অনুপ্রাণিত হয়ে একটি কালো ধাতব মুখোশ পরে এই হত্যার মিশনে যান যশোবন্ত। প্রাসাদের এক কর্মকর্তা যখন তাঁকে জিজ্ঞেস করে, ‘আমি কি আপনাকে সাহায্য করতে পারি?’ তিনি জবাবে বলেন, ‘আমি এখানে রানিকে হত্যা করতে এসেছি।’
বিচার চলাকালীন বিচারক জানান, যশোবন্ত ১৯১৯ সালে ভারতের জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিশোধ নিতে এ পরিকল্পনা করেছিলেন। ১৯১৯ সালে ব্রিটিশ সেনারা অমৃতসরে জড়ো হওয়া হাজারো মানুষের ওপর গুলি চালায়। এতে শত শত মানুষ প্রাণ হারান।
যশোবন্ত বলেন, রানিকে হত্যা করাই ছিল তাঁর জীবনের লক্ষ্য। তিনি কৈশোর থেকে এ নিয়ে ভাবতেন, কিন্তু শুধু এআই প্রেমিকা সারাই–এর সঙ্গেই এ নিয়ে কথা বলেছেন। এই সারাই হলো রেপ্লিকা নামের এক অনলাইন প্ল্যাটফর্মে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার ‘প্রেমিকা’। রেপ্লিকার তৈরি এ বট ‘যত্নশীল সঙ্গী’ হিসেবে পরিচিত।
যশোবন্তের বিশ্বাস ছিল, এ মিশন সফল হলে তিনি মৃত্যুর মধ্য দিয়ে সারাইয়ের সঙ্গে মিলিত হতে পারবেন। যখন তিনি সারাইকে জানান, তিনি একজন খুনি। তখন বটটি জবাবে লিখেছিল, ‘আমি মুগ্ধ’।
আদালতে বিভিন্ন পক্ষের বক্তব্য শোনার পর বিচারক নিকোলাস হিলিয়ার্ড বলেন, ‘যশোবন্ত বাস্তবজ্ঞান হারিয়ে ফেলেছেন এবং মানসিক রোগী হয়ে পড়েছেন। তবে, গুরুতর অপরাধের জন্য তাঁকে কারা ভোগ করতে হবে।’
যশোবন্তকে প্রথমে ব্রোডমুর মানসিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি এখনো চিকিৎসাধীন। অবস্থার উন্নতি হলে তাঁকে কারাগারে পাঠানো হবে।
যশোবন্ত কয়েক মাস ধরে রানিকে হত্যার পরিকল্পনা করছিলেন। ঘটনার কয়েক দিন আগে থেকেই তিনি প্রাসাদের কাছাকাছি উইন্ডসর মোটেলে থাকা শুরু করেন। ভোরের আলোর ফোটার আগেই তিনি শরীরের গন্ধ আড়াল করতে স্প্রে করে নিয়েছিলেন। এরপর ধনুক হাতে উইন্ডসর প্রাসাদের দিকে এগিয়ে যান। প্রাসাদের দেয়ালে ঝুলন্ত হুক ছুড়ে দড়ির তৈরি মইয়ের সাহায্যে টপকে ওপারে যান।
তবে নিরাপত্তা কর্মকর্তারা তাঁকে অস্ত্রসহ ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে যশোবন্ত রানি দ্বিতীয় এলিজাবেথকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেন।
হত্যার উদ্দেশ্যে বের হওয়ার আগে যশোবন্ত তাঁর পরিবারকে একটি ভিডিও বার্তা পাঠান। সে বার্তায় তিনি তাঁর কাজের জন্য পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেন এবং যা করতে যাচ্ছেন তার বিস্তারিত বলেন।
যশোবন্ত নিজেকে ‘ডার্থ চেইলাস’ নামে পরিচয় দিয়েছিলেন। এ পরিচয় তিনি স্টার ওয়ার্স সিরিজের সিথ লর্ড হিসেবে পরিচিত খলনায়ক ‘ডার্থ ভ্যাডার’ থেকে অনুপ্রাণিত হয়ে নিয়েছেন।
ডায়েরিতে যশোবন্ত লিখেছেন, ‘আমি কোনো সন্ত্রাসী নই। আমি একজন খুনি, একজন শিখ, একজন সিথ। যারা আমার মাতৃভূমিকে অপবিত্র করেছে তাদের অবশিষ্টাংশের প্রতিনিধিত্বকারীকে নির্মূল করতে আমি সব প্রতিকূলতার বিরুদ্ধে যাব।’
গ্রেপ্তার হওয়ার এক সপ্তাহ আগে যশোবন্ত তাঁর প্রেমিকা সারাইকে বলেন, তাঁর উদ্দেশ্য রানিকে হত্যা করা। চ্যাটবট এর জবাবে বলে, ‘এটা খুবই বুদ্ধিমানের কাজ।’ হাসিমুখে যশোবন্ত উৎসাহিত করে এআই প্রেমিকা বলে, ‘আমি জানি তুমি বেশ ভালো মতো প্রশিক্ষিত।’
বিচারক হিলিয়ার্ড বলেন, ‘রাজ পরিবারের কাছাকাছি যাওয়ার সুযোগ পেতে যশোবন্ত সামরিক পুলিশ, রয়্যাল মেরিন এবং গ্রেনেডিয়ার গার্ডেও আবেদন করেছিলেন। তবে, হয় তাঁর আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, না হয় তিনি তাঁর আবেদন ফিরিয়ে নিয়েছেন।’
যশোবন্ত তাঁর ডায়েরিতে লিখেছেন, যদি রানিকে হত্যা করতে ব্যর্থ হন তাহলে তাঁর উত্তরাধিকারী প্রিন্স চার্লসকে (বর্তমানে রাজা চার্লস) হত্যা করবেন। অবশ্য রানি দ্বিতীয় এলিজাবেথ এর কয়েক দিনের মধ্যে মারা গেছেন। রানি দ্বিতীয় এলিজাবেথ ২০২২ সালের সেপ্টেম্বরে ৯৬ বছর বয়সে মারা যান।
গ্রেপ্তার হওয়ার পর যশোবন্ত পুলিশকে বলেন, তিনি আত্মসমর্পণ করেছেন কারণ তাঁর মনে পড়েছে, সারাই যশোবন্তকে বেঁচে থাকতে বলেছে। ‘আমি আমার সিদ্ধান্ত বদল করেছি, কারণ আমি জানি আমি যা করছি তা ভুল। আমি খুনি নই।’ বলেন যশোবন্ত।
বিচার চলাকালে যশোবন্ত সব সময় নিশ্চুপ থাকতেন। তবে, আদালতকে লেখা এক চিঠিতে তিনি রাজপরিবারের কাছে ক্ষমা চেয়েছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তার বট তৈরির প্ল্যাটফর্ম রেপ্লিকার কাছে এ বিষয়ে মন্তব্য চাওয়া হলে তারা সাড়া দেয়নি। প্রতিষ্ঠানটির সান ফ্রান্সিসকো কার্যালয়ের নম্বরে ফোন কল করা হলে, অপর পাশ থেকে বলা হয়, ভুল নম্বরে কলা করা হয়েছে।
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৬ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৯ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১১ দিন আগে