অনলাইন ডেস্ক
ফরাসিরা গোসল কম করে এই কথা প্রচলিত রয়েছে। গোসল কম করা সেই ফরাসি দেশেই যদি লোকে সুইমিং পুল বানিয়ে গোপন রাখে তবে বিষয়টি কেমন যেন খাপ ছড়া হয়ে যায়। যারা গোসলই কম করে তারা কেন সুইমিং পুল বানাবে আর কেনই বা লুকিয়ে রাখবে?
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ফ্রান্সের কর বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ২০ হাজারেরও বেশি সুইমিং পুলের খোঁজ পেয়েছে। যেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তৈরি করা হয়নি। এই খোঁজ দেশটির কর বিভাগের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এসব পুল মালিকের কাছ থেকে তাঁর কমছে কম ১০ মিলিয়ন ইউরো কর আদায় করতে পারবে।
যা হোক, কর ফাঁকি দেওয়ার জন্য এমন কায়দা নতুন নয়। যুগে যুগে তো কত কায়দা আমরা দেখে এসেছি। তবে ‘ফরাসিরা সভ্য জাতি’, এই ঘটনার পর সেই আপ্তবাক্যে আর খুব একটা বিশ্বাস থাকছে না। কিন্তু আর করা? চোরের দশদিন রা গেরস্তের একদিন। ফরাসি পুলওয়ালারাও ধরা খেয়ে গেছেন।
তবে, গেরস্তের একদিনই বোধ হয় স্থায়ী হতে চলেছে। চোরের দিন নাও আসতে পারে আর। সম্প্রতি গুগল এবং ফরাসি প্রতিষ্ঠান ক্যাপজেমিনি মিলে একটি সফটওয়্যার উদ্ভাবন করেছে। যা দিয়ে বাসভবনের ওপর থেকে ওই সব পুলের অস্তিত্ব শনাক্ত করা সম্ভব। ২০২১ সালের অক্টোবর থেকে শুরু করা ওই অভিযানে দেশটির নয়টি অঞ্চলে পুলগুলো শনাক্ত করা হয়েছে। আগে মাত্র ৯টি অঞ্চলে অভিযান চালানো হলেও এরপর থেকে সারা দেশেই অভিযান চালানোর ঘোষণা দিয়েছে কর বিভাগ।
কোভিড–১৯ মহামারির পর থেকেই দেশটিতে সুইমিংপুল বানানোর ধুম পড়ে গেছে। ডেটা ওয়েবসাইট স্ট্যাটিস্টার তথ্যমতে, ২০২০ সালে ফ্রান্সে ব্যক্তিগত সুইমিং পুলের সংখ্যা ছিল ৩২ লাখ। প্রতিষ্ঠানটির অনুমান দেশটিতে পুল নির্মাণের সংখ্যা আরও বাড়তে পারে।
ফ্রান্সের কর কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা ওই সফটওয়্যারটি যেকোনো বাড়ির বর্ধিতাংশ, বাড়ির বাইরের অংশ এবং অন্যান্য বর্ধিতাংশের ওপর নজর রাখার জন্য ব্যবহার করছি। দেশটির পাবলিক ফাইন্যান্স বিভাগের মহাপরিচালক আতোঁয়া মেনৌঁ ফরাসি সংবাদমাধ্যম লে পারিসিয়ানকে বলেছেন, ‘আমরা ঘরের বর্ধিতাংশ বিশেষ করে বারান্দার দিকে নজর রাখছি। তবে, আমাদের এটিও নিশ্চিত করতে হবে যে, সফটওয়্যারটি এর পাশাপাশি কুকুর থাকার স্থান এবং শিশুদের খেলার জন্য তৈরি ঘরগুলোও খুঁজে বের করতে পারবে কিনা।’
সব মিলিয়ে মনে হচ্ছে চোরের দিন মনে হয় শেষ হতে যাচ্ছে। এই সংবাদ চাউর হওয়ার পর নিশ্চয় ফরাসিরা এখন থেকে সুইমিংপুলে নামতে একবার হলেও ভাববে। কারণ, কে জানে—কখন তাঁর সুইমিংপুলটাই নজরদারির আওতায় পড়ে যায় আর তাঁর উদোম গা ধরা পড়ে যায়।
ফরাসিরা গোসল কম করে এই কথা প্রচলিত রয়েছে। গোসল কম করা সেই ফরাসি দেশেই যদি লোকে সুইমিং পুল বানিয়ে গোপন রাখে তবে বিষয়টি কেমন যেন খাপ ছড়া হয়ে যায়। যারা গোসলই কম করে তারা কেন সুইমিং পুল বানাবে আর কেনই বা লুকিয়ে রাখবে?
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ফ্রান্সের কর বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ২০ হাজারেরও বেশি সুইমিং পুলের খোঁজ পেয়েছে। যেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তৈরি করা হয়নি। এই খোঁজ দেশটির কর বিভাগের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এসব পুল মালিকের কাছ থেকে তাঁর কমছে কম ১০ মিলিয়ন ইউরো কর আদায় করতে পারবে।
যা হোক, কর ফাঁকি দেওয়ার জন্য এমন কায়দা নতুন নয়। যুগে যুগে তো কত কায়দা আমরা দেখে এসেছি। তবে ‘ফরাসিরা সভ্য জাতি’, এই ঘটনার পর সেই আপ্তবাক্যে আর খুব একটা বিশ্বাস থাকছে না। কিন্তু আর করা? চোরের দশদিন রা গেরস্তের একদিন। ফরাসি পুলওয়ালারাও ধরা খেয়ে গেছেন।
তবে, গেরস্তের একদিনই বোধ হয় স্থায়ী হতে চলেছে। চোরের দিন নাও আসতে পারে আর। সম্প্রতি গুগল এবং ফরাসি প্রতিষ্ঠান ক্যাপজেমিনি মিলে একটি সফটওয়্যার উদ্ভাবন করেছে। যা দিয়ে বাসভবনের ওপর থেকে ওই সব পুলের অস্তিত্ব শনাক্ত করা সম্ভব। ২০২১ সালের অক্টোবর থেকে শুরু করা ওই অভিযানে দেশটির নয়টি অঞ্চলে পুলগুলো শনাক্ত করা হয়েছে। আগে মাত্র ৯টি অঞ্চলে অভিযান চালানো হলেও এরপর থেকে সারা দেশেই অভিযান চালানোর ঘোষণা দিয়েছে কর বিভাগ।
কোভিড–১৯ মহামারির পর থেকেই দেশটিতে সুইমিংপুল বানানোর ধুম পড়ে গেছে। ডেটা ওয়েবসাইট স্ট্যাটিস্টার তথ্যমতে, ২০২০ সালে ফ্রান্সে ব্যক্তিগত সুইমিং পুলের সংখ্যা ছিল ৩২ লাখ। প্রতিষ্ঠানটির অনুমান দেশটিতে পুল নির্মাণের সংখ্যা আরও বাড়তে পারে।
ফ্রান্সের কর কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা ওই সফটওয়্যারটি যেকোনো বাড়ির বর্ধিতাংশ, বাড়ির বাইরের অংশ এবং অন্যান্য বর্ধিতাংশের ওপর নজর রাখার জন্য ব্যবহার করছি। দেশটির পাবলিক ফাইন্যান্স বিভাগের মহাপরিচালক আতোঁয়া মেনৌঁ ফরাসি সংবাদমাধ্যম লে পারিসিয়ানকে বলেছেন, ‘আমরা ঘরের বর্ধিতাংশ বিশেষ করে বারান্দার দিকে নজর রাখছি। তবে, আমাদের এটিও নিশ্চিত করতে হবে যে, সফটওয়্যারটি এর পাশাপাশি কুকুর থাকার স্থান এবং শিশুদের খেলার জন্য তৈরি ঘরগুলোও খুঁজে বের করতে পারবে কিনা।’
সব মিলিয়ে মনে হচ্ছে চোরের দিন মনে হয় শেষ হতে যাচ্ছে। এই সংবাদ চাউর হওয়ার পর নিশ্চয় ফরাসিরা এখন থেকে সুইমিংপুলে নামতে একবার হলেও ভাববে। কারণ, কে জানে—কখন তাঁর সুইমিংপুলটাই নজরদারির আওতায় পড়ে যায় আর তাঁর উদোম গা ধরা পড়ে যায়।
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৫ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৮ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১০ দিন আগে