অনলাইন ডেস্ক
গিনেস বুকে নাম উঠেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া অঙ্গরাজ্যের এক মুরগির। মুরগি হিসেবে তার অর্জনটা রীতিমতো পিলে চমকে দেওয়ার মতো। কী করেছে? বিভিন্ন সংখ্যা, অক্ষর আর রঙের মধ্যে নির্দিষ্ট কয়েকটিকে শনাক্ত করেছে সে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
বুদ্ধিমান এই মুরগিটির মালিক গ্যাব্রিওলা দ্বীপে বাস করা পশুচিকিৎসক এমিলি ক্যারিংটন। তিনি জানান, গত বছর ডিমের জন্য পাঁচটি মুরগি কিনেছিলেন। একপর্যায়ে তাঁর মাথায় অদ্ভুত এক পরিকল্পনা খেলে যায়। এগুলোকে বিভিন্ন ম্যাগনেটিক বা চুম্বকীয় অক্ষর ও সংখ্যা শনাক্ত করা শেখাতে শুরু করেন। ছোটদের শেখানোর জন্য সাধারণত অক্ষর ও সংখ্যা লেখা এমন ম্যাগনেটিক, প্লাস্টিক বা কাঠের টুকরা ব্যবহার করা হয়। বেশির ভাগ মানুষের কাছে সফল হওয়া তো দূরে থাক, এমন চিন্তাভাবনাই পাগলামি মনে হওয়ার কথা। কিন্তু এই অসাধ্যই সাধন করেন ক্যারিংটন।
‘তাদের কাজ ছিল যে সংখ্যা বা অক্ষরে ঠোকর দেওয়া শিখিয়েছি, কেবল সেগুলোতে ঠোকর দেওয়া এবং অন্যগুলোকে উপেক্ষা করা। এমনকি যদি এমন অনেকগুলো অক্ষর যোগ করি যেগুলো তাদের ঠোকর দেওয়ার কথা নয়, তারা সেই অক্ষরটিই কেবল ঠোকর দেবে, যেগুলো ঠোকরানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’ ক্যারিংটন বলেন কানাডার সংবাদমাধ্যম নানিও নিউজ বুলেটিনকে।
ক্যারিংটন সিদ্ধান্ত নিলেন, এক মিনিটে কোনো মুরগির সর্বোচ্চ কৌশল দেখানোর গিনেস রেকর্ড গড়ার চেষ্টা করাবেন তাঁর মুরগিগুলো দিয়ে।
অতএব গিনেস রেকর্ডে নাম তোলার জন্য পরীক্ষায় অবতীর্ণ হলো মুরগি পাঁচটি। এদের মধ্যে লেসি নামের একটি বাকিগুলোকে সহজেই হারিয়ে দিল এক মিনিটে সঠিকভাবে ছয়টি অক্ষর, সংখ্যা এবং রং শনাক্ত করে।
কৌশলগুলোর নির্দিষ্ট প্রকৃতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে লেসির জন্য একটি নতুন বিভাগ চালু করতে অনুপ্রাণিত করল। সেটি ‘এক মিনিটে একটি মুরগির দ্বারা সর্বাধিক শনাক্তকরণ’।
লেসির বুদ্ধিমত্তাকে সম্মান দিয়ে আলাদা একটি শাখা খোলায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতি কৃতজ্ঞতা জানান ক্যারিংটন।
ক্যারিংটন ইউটিউবে তাঁর এই মুরগিকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টির ভিডিও দেখান এবং বিবরণ দেন। তাঁর চ্যানেলটির নাম থিংকিং চিকেন। কৌতূহলী হলে চ্যানেলটিতে একবার ঢুঁ মেরে দেখতেই পারেন।
গিনেস বুকে নাম উঠেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া অঙ্গরাজ্যের এক মুরগির। মুরগি হিসেবে তার অর্জনটা রীতিমতো পিলে চমকে দেওয়ার মতো। কী করেছে? বিভিন্ন সংখ্যা, অক্ষর আর রঙের মধ্যে নির্দিষ্ট কয়েকটিকে শনাক্ত করেছে সে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
বুদ্ধিমান এই মুরগিটির মালিক গ্যাব্রিওলা দ্বীপে বাস করা পশুচিকিৎসক এমিলি ক্যারিংটন। তিনি জানান, গত বছর ডিমের জন্য পাঁচটি মুরগি কিনেছিলেন। একপর্যায়ে তাঁর মাথায় অদ্ভুত এক পরিকল্পনা খেলে যায়। এগুলোকে বিভিন্ন ম্যাগনেটিক বা চুম্বকীয় অক্ষর ও সংখ্যা শনাক্ত করা শেখাতে শুরু করেন। ছোটদের শেখানোর জন্য সাধারণত অক্ষর ও সংখ্যা লেখা এমন ম্যাগনেটিক, প্লাস্টিক বা কাঠের টুকরা ব্যবহার করা হয়। বেশির ভাগ মানুষের কাছে সফল হওয়া তো দূরে থাক, এমন চিন্তাভাবনাই পাগলামি মনে হওয়ার কথা। কিন্তু এই অসাধ্যই সাধন করেন ক্যারিংটন।
‘তাদের কাজ ছিল যে সংখ্যা বা অক্ষরে ঠোকর দেওয়া শিখিয়েছি, কেবল সেগুলোতে ঠোকর দেওয়া এবং অন্যগুলোকে উপেক্ষা করা। এমনকি যদি এমন অনেকগুলো অক্ষর যোগ করি যেগুলো তাদের ঠোকর দেওয়ার কথা নয়, তারা সেই অক্ষরটিই কেবল ঠোকর দেবে, যেগুলো ঠোকরানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’ ক্যারিংটন বলেন কানাডার সংবাদমাধ্যম নানিও নিউজ বুলেটিনকে।
ক্যারিংটন সিদ্ধান্ত নিলেন, এক মিনিটে কোনো মুরগির সর্বোচ্চ কৌশল দেখানোর গিনেস রেকর্ড গড়ার চেষ্টা করাবেন তাঁর মুরগিগুলো দিয়ে।
অতএব গিনেস রেকর্ডে নাম তোলার জন্য পরীক্ষায় অবতীর্ণ হলো মুরগি পাঁচটি। এদের মধ্যে লেসি নামের একটি বাকিগুলোকে সহজেই হারিয়ে দিল এক মিনিটে সঠিকভাবে ছয়টি অক্ষর, সংখ্যা এবং রং শনাক্ত করে।
কৌশলগুলোর নির্দিষ্ট প্রকৃতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে লেসির জন্য একটি নতুন বিভাগ চালু করতে অনুপ্রাণিত করল। সেটি ‘এক মিনিটে একটি মুরগির দ্বারা সর্বাধিক শনাক্তকরণ’।
লেসির বুদ্ধিমত্তাকে সম্মান দিয়ে আলাদা একটি শাখা খোলায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতি কৃতজ্ঞতা জানান ক্যারিংটন।
ক্যারিংটন ইউটিউবে তাঁর এই মুরগিকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টির ভিডিও দেখান এবং বিবরণ দেন। তাঁর চ্যানেলটির নাম থিংকিং চিকেন। কৌতূহলী হলে চ্যানেলটিতে একবার ঢুঁ মেরে দেখতেই পারেন।
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৫ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৮ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১০ দিন আগে