অনলাইন ডেস্ক
কেমন অবিশ্বাস্য শোনালেও একটি সাদা অ্যালিগেটরের পাকস্থলী থেকে বের করা হয়েছে ৭০টি কয়েন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের এক চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।
ওমাহার হেনরি ডুরলি জু অ্যান্ড অ্যাকোরিয়ামে থিবোডক্স নামের ৩৬ বছরের ওই অ্যালিগেটরের বাস। অ্যালিগেটরদের কুমিরের জাত ভাই বলতে পারেন। তবে তাদের মধ্যে কিছু পার্থক্যও আছে।
‘তার মুখকে রক্ষা করার জন্য একটি প্লাস্টিকের পাইপ স্থাপন করা হয়েছিল। কয়েনগুলো বের করার জন্য ব্যবহৃত সরঞ্জামগুলো নিরাপদে ভেতরে প্রবেশ ও বের করা হয়েছিল। উদাহরণ হিসেবে ক্যামেরার কথা বলা যায়, এটি আমাদের এই বস্তুগুলো বের করতে করতে সহায়তা করেছিল।’ চিড়িয়াখানার পক্ষ থেকে এক বিবৃতিতে বলেন পশু চিকিৎসক ক্রিস্টিনা প্লুগ।
নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে প্রাণীটিকে পরীক্ষা করার সময় মুদ্রাগুলোর উপস্থিতি জানা যায় এবং এগুলো শেষ পর্যন্ত সফলভাবে সরানো হয়েছে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
প্লুগ বিশ্বাস করেন, ধাতব মুদ্রাগুলো দর্শনার্থীরা প্রাণীর আবাসস্থলে ছুড়ে মেরেছিল।
‘অতিথিদের চিড়িয়াখানার কোনো জলাধারের মধ্যে কয়েন নিক্ষেপ করা উচিত নয়।’ এক বিবৃতিতে জানায় কর্তৃপক্ষ।
বিখ্যাত এই চিড়িয়াখানায় আছে ১০টি আমেরিকান অ্যালিগেটর। এদের মধ্যে থিবোডক্স লিউসিস্টিক প্রাণী। এ ধরনের প্রাণীর শরীরে রঞ্জক পদার্থ কম সৃষ্টি হয়। এদের স্বচ্ছ সাদা ত্বক এবং গভীর নীল চোখ থাকে বলে জানিয়েছে অডুবন ন্যাচার ইনস্টিটিউট।
গত বছর খুব বিরল এবং সুন্দর একটি লিউসিস্টিক অ্যালিগেটরের জন্ম হয় ফ্লোরিডার অরল্যান্ডোর গ্যাটরল্যান্ডে।
অ্যালিগেটররা মানুষকে সব সময়ই আকৃষ্ট করে, তা চিড়িয়াখানায় হোক বা বন্য অবস্থায়। আমেরিকার দক্ষিণ-পূর্বে বেশ কয়েক লাখ অ্যালিগেটর আছে। তেমনি এদের কুখ্যাতিও আছে। তবে বাস্তবতা হলো, মানুষের ওপর এদের আক্রমণের ঘটনা একেবারেই বিরল। আর এই আক্রমণে প্রাণহানির ঘটনা ঘটে একেবারেই কদাচিৎ।
কেমন অবিশ্বাস্য শোনালেও একটি সাদা অ্যালিগেটরের পাকস্থলী থেকে বের করা হয়েছে ৭০টি কয়েন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের এক চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।
ওমাহার হেনরি ডুরলি জু অ্যান্ড অ্যাকোরিয়ামে থিবোডক্স নামের ৩৬ বছরের ওই অ্যালিগেটরের বাস। অ্যালিগেটরদের কুমিরের জাত ভাই বলতে পারেন। তবে তাদের মধ্যে কিছু পার্থক্যও আছে।
‘তার মুখকে রক্ষা করার জন্য একটি প্লাস্টিকের পাইপ স্থাপন করা হয়েছিল। কয়েনগুলো বের করার জন্য ব্যবহৃত সরঞ্জামগুলো নিরাপদে ভেতরে প্রবেশ ও বের করা হয়েছিল। উদাহরণ হিসেবে ক্যামেরার কথা বলা যায়, এটি আমাদের এই বস্তুগুলো বের করতে করতে সহায়তা করেছিল।’ চিড়িয়াখানার পক্ষ থেকে এক বিবৃতিতে বলেন পশু চিকিৎসক ক্রিস্টিনা প্লুগ।
নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে প্রাণীটিকে পরীক্ষা করার সময় মুদ্রাগুলোর উপস্থিতি জানা যায় এবং এগুলো শেষ পর্যন্ত সফলভাবে সরানো হয়েছে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
প্লুগ বিশ্বাস করেন, ধাতব মুদ্রাগুলো দর্শনার্থীরা প্রাণীর আবাসস্থলে ছুড়ে মেরেছিল।
‘অতিথিদের চিড়িয়াখানার কোনো জলাধারের মধ্যে কয়েন নিক্ষেপ করা উচিত নয়।’ এক বিবৃতিতে জানায় কর্তৃপক্ষ।
বিখ্যাত এই চিড়িয়াখানায় আছে ১০টি আমেরিকান অ্যালিগেটর। এদের মধ্যে থিবোডক্স লিউসিস্টিক প্রাণী। এ ধরনের প্রাণীর শরীরে রঞ্জক পদার্থ কম সৃষ্টি হয়। এদের স্বচ্ছ সাদা ত্বক এবং গভীর নীল চোখ থাকে বলে জানিয়েছে অডুবন ন্যাচার ইনস্টিটিউট।
গত বছর খুব বিরল এবং সুন্দর একটি লিউসিস্টিক অ্যালিগেটরের জন্ম হয় ফ্লোরিডার অরল্যান্ডোর গ্যাটরল্যান্ডে।
অ্যালিগেটররা মানুষকে সব সময়ই আকৃষ্ট করে, তা চিড়িয়াখানায় হোক বা বন্য অবস্থায়। আমেরিকার দক্ষিণ-পূর্বে বেশ কয়েক লাখ অ্যালিগেটর আছে। তেমনি এদের কুখ্যাতিও আছে। তবে বাস্তবতা হলো, মানুষের ওপর এদের আক্রমণের ঘটনা একেবারেই বিরল। আর এই আক্রমণে প্রাণহানির ঘটনা ঘটে একেবারেই কদাচিৎ।
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৫ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৮ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১০ দিন আগে