ডয়চে ভেলে
১ হাজার ১০০ বছর আগে হিব্রু ভাষায় লেখা বাইবেল বিক্রি হলো ৩ কোটি ৮১ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ৪০৮ কোটি টাকারও বেশি। বিশ্বের সবচেয়ে পুরোনো হিব্রুতে লেখা বাইবেল এটি।
চামড়ায় বাঁধানো হাতে লেখা এই বাইবেল নিলামে বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এবার ইসরায়েলে এএনইউ মিউজিয়ামে রাখা হবে এই হিব্রু বাইবেল। আন্তর্জাতিক নিলাম সংস্থা সদবি এটি নিলামে তোলে।
তবে এই বাইবেল দামের ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করতে পারেনি। এর আগে মার্কিন সংবিধানের প্রথম সংস্করণ বিক্রি হয়েছে ৪ কোটি ৩২ লাখ ডলারে। অবশ্য লিওনার্দো দ্য ভিঞ্চির পাণ্ডুলিপির থেকে বেশি দাম পেয়েছে এই বাইবেল।
সদবির বিশেষজ্ঞ শ্যারন লিবেরম্যান মিন্টজ বলেন, ‘দাম থেকেই বোঝা যাচ্ছে, এই বাইবেলের ক্ষমতা, প্রভাব ও গুরুত্ব কতখানি। এই বাইবেল মানবতার একটা অবিচ্ছেদ্য অঙ্গ।’
মিন্টজ আরও বলেন, ‘এই বাইবেল ইসরায়েলে ফিরে যাচ্ছে দেখে আমি আনন্দিত। এটা ডিসপ্লে করা থাকবে। মানুষ তা দেখতে পারবে।’
সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যালফ্রেড এইচ মোজেস অলাভজনক সংস্থা আমেরিকান ফ্রেন্ডস অব এএনইউর পক্ষ থেকে এই বাইবেল কিনেছেন। এরপর তেল আবিবে এএনইউ মিউজিয়ামে দান করা হচ্ছে এটি।
মোজেস বলেন, ‘হিব্রু বাইবেল হলো পশ্চিমা সভ্যতার ইতিহাসে অন্যতম প্রভাবশালী গ্রন্থ। ইহুদিদের কাছে এই বই ফিরে যাচ্ছে বলে আমি আনন্দিত।’
সদবির নিলাম চার মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। দুজন দর-কষাকষি করেছিলেন। তবে আমেরিকান ফ্রেন্ডস অব এএনইউ এটি কিনতে সক্ষম হয়।
এই প্রাচীন বাইবেল ৮৮০ থেকে ৯৬০ খ্রিষ্টাব্দে লেখা বলে মনে করা হয়।
১ হাজার ১০০ বছর আগে হিব্রু ভাষায় লেখা বাইবেল বিক্রি হলো ৩ কোটি ৮১ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ৪০৮ কোটি টাকারও বেশি। বিশ্বের সবচেয়ে পুরোনো হিব্রুতে লেখা বাইবেল এটি।
চামড়ায় বাঁধানো হাতে লেখা এই বাইবেল নিলামে বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এবার ইসরায়েলে এএনইউ মিউজিয়ামে রাখা হবে এই হিব্রু বাইবেল। আন্তর্জাতিক নিলাম সংস্থা সদবি এটি নিলামে তোলে।
তবে এই বাইবেল দামের ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করতে পারেনি। এর আগে মার্কিন সংবিধানের প্রথম সংস্করণ বিক্রি হয়েছে ৪ কোটি ৩২ লাখ ডলারে। অবশ্য লিওনার্দো দ্য ভিঞ্চির পাণ্ডুলিপির থেকে বেশি দাম পেয়েছে এই বাইবেল।
সদবির বিশেষজ্ঞ শ্যারন লিবেরম্যান মিন্টজ বলেন, ‘দাম থেকেই বোঝা যাচ্ছে, এই বাইবেলের ক্ষমতা, প্রভাব ও গুরুত্ব কতখানি। এই বাইবেল মানবতার একটা অবিচ্ছেদ্য অঙ্গ।’
মিন্টজ আরও বলেন, ‘এই বাইবেল ইসরায়েলে ফিরে যাচ্ছে দেখে আমি আনন্দিত। এটা ডিসপ্লে করা থাকবে। মানুষ তা দেখতে পারবে।’
সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যালফ্রেড এইচ মোজেস অলাভজনক সংস্থা আমেরিকান ফ্রেন্ডস অব এএনইউর পক্ষ থেকে এই বাইবেল কিনেছেন। এরপর তেল আবিবে এএনইউ মিউজিয়ামে দান করা হচ্ছে এটি।
মোজেস বলেন, ‘হিব্রু বাইবেল হলো পশ্চিমা সভ্যতার ইতিহাসে অন্যতম প্রভাবশালী গ্রন্থ। ইহুদিদের কাছে এই বই ফিরে যাচ্ছে বলে আমি আনন্দিত।’
সদবির নিলাম চার মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। দুজন দর-কষাকষি করেছিলেন। তবে আমেরিকান ফ্রেন্ডস অব এএনইউ এটি কিনতে সক্ষম হয়।
এই প্রাচীন বাইবেল ৮৮০ থেকে ৯৬০ খ্রিষ্টাব্দে লেখা বলে মনে করা হয়।
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৫ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৮ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১০ দিন আগে