অনলাইন ডেস্ক
মধ্যরাতে রাস্তায় এক লোক একটি অজগরের লেজ ধরে তাঁর প্রতিপক্ষকে সপাং সপাং করে পেটাচ্ছেন। কিছুক্ষণ পরে পুলিশ ছুটে এলে ওই ব্যক্তি অজগরটি ফেলে দিয়ে রাস্তায় শুয়ে পড়ে আত্মসমর্পণ করেন। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সিবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, কানাডার টরন্টোতে পশ্চিম ডুন্ডাস স্ট্রিট এবং ম্যানিং অ্যাভিনিউ এলাকায় গত বুধবার (১০ মে) স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি তাঁর পোষা সাপটিকে চাবুকের মতো করে ধরে রাস্তার মাঝখানে একজনকে উপর্যুপরি আঘাত করছেন। কয়েক সেকেন্ড পর টরন্টো পুলিশের একটি গাড়ি আসে। একজন কর্মকর্তা ছুটে এসে মারামারি থামালে মারধরকারী ব্যক্তিটি মাটিতে শুয়ে আত্মসমর্পণ করেন। এর আগে তিনি সাপটি রাস্তায় ছুড়ে ফেলেন।
গত শনিবার প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ বলেছে, তাঁরা একটি লোককে অজগর সাপ দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে একটি ফোন কল পেয়ে দ্রুত সেই এলাকায় পুলিশ পাঠান। সেখানে গিয়ে পুলিশ দেখে দুজন লোক মারামারি করছেন। আক্রমণ করার জন্য একজন অজগর ব্যবহার করছেন।
এ ঘটনায় লরেনিও আভিলা (৪৫) নামে টরন্টোর এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। শারীরিক আক্রমণ এবং প্রাণীকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। গত ১১ মে তাঁকে আদালতে হাজির করার পর রিমান্ডে নেওয়া হয়।
ভিডিওটি টুইটারে শেয়ার করার পর এরই মধ্যে ১ কোটি ৪০ লাখের বেশিবার দেখা হয়েছে। ৪৩ হাজার লাইক এবং ৫ হাজার বেশি রিটুইট করা হয়েছে। এটিকে অনেকে প্রাণী নির্যাতন বলে অভিহিত করেছেন। অনেকে সাপটির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
মধ্যরাতে রাস্তায় এক লোক একটি অজগরের লেজ ধরে তাঁর প্রতিপক্ষকে সপাং সপাং করে পেটাচ্ছেন। কিছুক্ষণ পরে পুলিশ ছুটে এলে ওই ব্যক্তি অজগরটি ফেলে দিয়ে রাস্তায় শুয়ে পড়ে আত্মসমর্পণ করেন। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সিবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, কানাডার টরন্টোতে পশ্চিম ডুন্ডাস স্ট্রিট এবং ম্যানিং অ্যাভিনিউ এলাকায় গত বুধবার (১০ মে) স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি তাঁর পোষা সাপটিকে চাবুকের মতো করে ধরে রাস্তার মাঝখানে একজনকে উপর্যুপরি আঘাত করছেন। কয়েক সেকেন্ড পর টরন্টো পুলিশের একটি গাড়ি আসে। একজন কর্মকর্তা ছুটে এসে মারামারি থামালে মারধরকারী ব্যক্তিটি মাটিতে শুয়ে আত্মসমর্পণ করেন। এর আগে তিনি সাপটি রাস্তায় ছুড়ে ফেলেন।
গত শনিবার প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ বলেছে, তাঁরা একটি লোককে অজগর সাপ দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে একটি ফোন কল পেয়ে দ্রুত সেই এলাকায় পুলিশ পাঠান। সেখানে গিয়ে পুলিশ দেখে দুজন লোক মারামারি করছেন। আক্রমণ করার জন্য একজন অজগর ব্যবহার করছেন।
এ ঘটনায় লরেনিও আভিলা (৪৫) নামে টরন্টোর এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। শারীরিক আক্রমণ এবং প্রাণীকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। গত ১১ মে তাঁকে আদালতে হাজির করার পর রিমান্ডে নেওয়া হয়।
ভিডিওটি টুইটারে শেয়ার করার পর এরই মধ্যে ১ কোটি ৪০ লাখের বেশিবার দেখা হয়েছে। ৪৩ হাজার লাইক এবং ৫ হাজার বেশি রিটুইট করা হয়েছে। এটিকে অনেকে প্রাণী নির্যাতন বলে অভিহিত করেছেন। অনেকে সাপটির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৫ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৮ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১০ দিন আগে