ইশতিয়াক হাসান
স্কটল্যান্ডের ডাম্বারটনের মিল্টন গ্রামের ওভারটন সেতু উনিশ শতকের ভিক্টোরিয়ান স্থাপত্য রীতির আর দশটা সাধারণ সেতুর মতোই দেখতে। কিন্তু আশ্চর্যজনক হলেও কুকুর মালিকদের কাছে আতঙ্কের এক প্রতিশব্দ এই সেতু। গত শতকের ষাটের দশক থেকে কুকুরদের লাফিয়ে পড়ার একের পর এক ঘটনা ঘটছে ওভারটন সেতু থেকে। সংখ্যাটি এতই বেশি যে ডগ সুইসাইড ব্রিজ নামেই এখন সেতুটিকে চেনে সবাই।
কুকুরেরা যে শুধু সেখান থেকে লাফিয়ে পড়ে তা নয়, লাফ দেওয়ার আগে এদের সেতুর পাশের প্রাচীর বেয়ে ওঠার চেষ্টাও করতে দেখেছেন কেউ কেউ। এমনকি লাফ দিয়ে পড়ে বেঁচে গিয়ে আবার লাফিয়ে পড়ার, অর্থাৎ দ্বিতীয়বার আত্মহত্যার চেষ্টা চালানোর কথাও শোনা যায়।
কুকুরদের লাফিয়ে পড়ার ঘটনা এতটাই সাড়া জাগায় যে স্কটিশ সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েল্টি টু অ্যানিমেল ঘটনা তদন্তে একটি প্রতিনিধিদলও পাঠায় ঘটনাস্থলে। তবে বুদ্ধিমান এই স্তন্যপায়ী প্রাণীর এমন অস্বাভাবিক আচরণের কারণ অনুসন্ধানে খুব একটা সফল হননি তাঁরা।
আশ্চর্য এই সেতু আর এর থেকে লাফিয়ে পড়া কুকুরে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে আমেরিকার টিভি সিরিজ ‘দ্য আনএক্সপেক্টেড ফাইলস’-এর একটি পর্ব। এমনকি আস্ত একটি বইও লেখা হয়েছে এই সেতু নিয়ে। এই এলাকায় বেড়ে ওঠা স্কটল্যান্ডের গ্লাসগোর শিক্ষক পল ওয়েনস এই সেতুর রহস্য নিয়ে ‘দ্য ব্যারন অব রেইনবো ব্রিজ: ওভারটনস ডেথ লিপিং ডগ মিস্ট্রি আনরিভিলড’ নামের বইটি লেখেন।
নিউইয়র্ক টাইমস স্থানীয় গবেষকদের তথ্যের ভিত্তিতে জানায়, এ পর্যন্ত অন্তত ৩০০ কুকুর লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে ওভারটন সেতু থেকে। এতে মৃত্যু হয়েছে নিদেনপক্ষে ৫০টি কুকুরের। তবে স্থানীয় ট্যাবলয়েডগুলোর দাবি, কুকুর লাফিয়ে পড়ার সংখ্যাটা অনেক বেশি, অন্তত ৬০০।
এবার এক কুকুরের মালিকের একটি অভিজ্ঞতা তুলে ধরছি। ২০১৬ সালের কোনো এক সময়। লোটি ম্যাককিনন তাঁর বর্ডার কলি কুকুর বনিকে নিয়ে ওভারটন সেতুর দিকে হাঁটছিলেন। হঠাৎই কুকুরটার মধ্যে একটু অস্থিরতা আবিষ্কার করলেন। ‘সেতুর কাছাকাছি আসতেই কিছু একটা প্রভাব বিস্তার করা শুরু করে বনির ওপর। প্রথমে কেমন যেন জমে গেল, তার পরই অস্বাভাবিক একটি কাজ করল। হঠাৎ দৌড় দিয়ে দেয়ালের ওপর দিয়ে লাফ দিল।’ সৌভাগ্যক্রমে লাফিয়ে নিচের গিরিখাদে পড়ার পরও বেঁচে যায় কুকুরটি। তবে সব কুকুরের ভাগ্য অবশ্য অতটা ভালো হয় না!
সেতুটির কাছেই অবস্থিত ওভাটন হাউসে ১৭ বছর ধরে বাস করেন বব হিল ও তাঁর স্ত্রী। বব জানান, তাঁদের সামনেই বিভিন্ন সময়ে কুকুরেরা আচমকা লাফিয়ে পড়েছে সেতু থেকে। ঘটনা এতটাই দ্রুত ঘটে যায় যে করার কিছু থাকে না।
তবে বিষয়টি নিয়ে যারা গবেষণা করেছেন, তাঁদের কথা হলো, কুকুরা ওখানে মোটেই আত্মহত্যা করতে যায় না। মরার কোনো ইচ্ছাও তাদের জাগে না। বরং কিছু একটা তাদের উচ্চতা না বুঝেই ওখান থেকে লাফিয়ে পড়তে প্রলুব্ধ করে। কুকুরদের এমন অস্বাভাবিক মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে নানান তত্ত্বই ডালপালা মেলেছে।
স্কটল্যান্ডের অনেক গ্রামের মতো এখানকার লোকেরাও এখনো পুরোনো দিনের কুসংস্কার থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। যেমন শ্বেতবসনা এক নারীর প্রেতাত্মার গল্প প্রচলিত এই এলাকায়। অনেকের ধারণা, এই অশুভ আত্মাই কুকুরগুলোকে আত্মহত্যায় প্রলুব্ধ করে।
তবে প্রাণী গবেষকেরা এই তত্ত্ব মানবেন না এটাই স্বাভাবিক। সবচেয়ে যুক্তিসংগত ধারণাটি হলো, ওই সেতুর নিচের গভীর, গাছপালায় ভরা এলাকায় মিঙ্কের (বেজিজাতীয় প্রাণী) মতো ছোট স্তন্যপায়ী প্রাণীর বাস। তাদের তীব্র গন্ধ, সেই সঙ্গে সেতুর পাশের নিরাপত্তা দেয়াল কুকুরদের উচ্চতা সম্পর্কে বিভ্রান্ত করে দুর্ঘটনাগুলো ঘটায়। অর্থাৎ মিঙ্কের কড়া গন্ধে প্রলুব্ধ কুকুর সেতুর উচ্চতা সম্পর্কে নিশ্চিত না হয়েই লাফ দেয়। এই ধারণা আরও নিশ্চিত হয়, যখন গবেষণায় উঠে আসে যে উষ্ণ ও শুকনো দিনে যখন মিঙ্কের গন্ধ বেশি থাকে, তখন এই লাফিয়ে পড়ার ঘটনা বেশি ঘটে। যদিও এসব যুক্তিতর্ক বা তত্ত্বকথা কুকুরের মালিকদের দুশ্চিন্তা কমাতে ভূমিকা রেখেছে কমই। ওভারটন সেতু থেকে কুকুরের ঝাঁপ দেওয়া যে এখনো থেমে নেই।
লেখাটি পড়ার পর স্কটল্যান্ড গেলে ওভারটন সেতু এলাকায় একবার ঘুরে আসার অভিজ্ঞতা থেকে আশা করি নিজেকে বঞ্চিত করবেন না। তবে আপনার সঙ্গে কুকুর থাকলে সাবধান!
সূত্র: নিউইয়র্ক টাইমস, এটলাস অবসকিউরা
স্কটল্যান্ডের ডাম্বারটনের মিল্টন গ্রামের ওভারটন সেতু উনিশ শতকের ভিক্টোরিয়ান স্থাপত্য রীতির আর দশটা সাধারণ সেতুর মতোই দেখতে। কিন্তু আশ্চর্যজনক হলেও কুকুর মালিকদের কাছে আতঙ্কের এক প্রতিশব্দ এই সেতু। গত শতকের ষাটের দশক থেকে কুকুরদের লাফিয়ে পড়ার একের পর এক ঘটনা ঘটছে ওভারটন সেতু থেকে। সংখ্যাটি এতই বেশি যে ডগ সুইসাইড ব্রিজ নামেই এখন সেতুটিকে চেনে সবাই।
কুকুরেরা যে শুধু সেখান থেকে লাফিয়ে পড়ে তা নয়, লাফ দেওয়ার আগে এদের সেতুর পাশের প্রাচীর বেয়ে ওঠার চেষ্টাও করতে দেখেছেন কেউ কেউ। এমনকি লাফ দিয়ে পড়ে বেঁচে গিয়ে আবার লাফিয়ে পড়ার, অর্থাৎ দ্বিতীয়বার আত্মহত্যার চেষ্টা চালানোর কথাও শোনা যায়।
কুকুরদের লাফিয়ে পড়ার ঘটনা এতটাই সাড়া জাগায় যে স্কটিশ সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েল্টি টু অ্যানিমেল ঘটনা তদন্তে একটি প্রতিনিধিদলও পাঠায় ঘটনাস্থলে। তবে বুদ্ধিমান এই স্তন্যপায়ী প্রাণীর এমন অস্বাভাবিক আচরণের কারণ অনুসন্ধানে খুব একটা সফল হননি তাঁরা।
আশ্চর্য এই সেতু আর এর থেকে লাফিয়ে পড়া কুকুরে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে আমেরিকার টিভি সিরিজ ‘দ্য আনএক্সপেক্টেড ফাইলস’-এর একটি পর্ব। এমনকি আস্ত একটি বইও লেখা হয়েছে এই সেতু নিয়ে। এই এলাকায় বেড়ে ওঠা স্কটল্যান্ডের গ্লাসগোর শিক্ষক পল ওয়েনস এই সেতুর রহস্য নিয়ে ‘দ্য ব্যারন অব রেইনবো ব্রিজ: ওভারটনস ডেথ লিপিং ডগ মিস্ট্রি আনরিভিলড’ নামের বইটি লেখেন।
নিউইয়র্ক টাইমস স্থানীয় গবেষকদের তথ্যের ভিত্তিতে জানায়, এ পর্যন্ত অন্তত ৩০০ কুকুর লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে ওভারটন সেতু থেকে। এতে মৃত্যু হয়েছে নিদেনপক্ষে ৫০টি কুকুরের। তবে স্থানীয় ট্যাবলয়েডগুলোর দাবি, কুকুর লাফিয়ে পড়ার সংখ্যাটা অনেক বেশি, অন্তত ৬০০।
এবার এক কুকুরের মালিকের একটি অভিজ্ঞতা তুলে ধরছি। ২০১৬ সালের কোনো এক সময়। লোটি ম্যাককিনন তাঁর বর্ডার কলি কুকুর বনিকে নিয়ে ওভারটন সেতুর দিকে হাঁটছিলেন। হঠাৎই কুকুরটার মধ্যে একটু অস্থিরতা আবিষ্কার করলেন। ‘সেতুর কাছাকাছি আসতেই কিছু একটা প্রভাব বিস্তার করা শুরু করে বনির ওপর। প্রথমে কেমন যেন জমে গেল, তার পরই অস্বাভাবিক একটি কাজ করল। হঠাৎ দৌড় দিয়ে দেয়ালের ওপর দিয়ে লাফ দিল।’ সৌভাগ্যক্রমে লাফিয়ে নিচের গিরিখাদে পড়ার পরও বেঁচে যায় কুকুরটি। তবে সব কুকুরের ভাগ্য অবশ্য অতটা ভালো হয় না!
সেতুটির কাছেই অবস্থিত ওভাটন হাউসে ১৭ বছর ধরে বাস করেন বব হিল ও তাঁর স্ত্রী। বব জানান, তাঁদের সামনেই বিভিন্ন সময়ে কুকুরেরা আচমকা লাফিয়ে পড়েছে সেতু থেকে। ঘটনা এতটাই দ্রুত ঘটে যায় যে করার কিছু থাকে না।
তবে বিষয়টি নিয়ে যারা গবেষণা করেছেন, তাঁদের কথা হলো, কুকুরা ওখানে মোটেই আত্মহত্যা করতে যায় না। মরার কোনো ইচ্ছাও তাদের জাগে না। বরং কিছু একটা তাদের উচ্চতা না বুঝেই ওখান থেকে লাফিয়ে পড়তে প্রলুব্ধ করে। কুকুরদের এমন অস্বাভাবিক মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে নানান তত্ত্বই ডালপালা মেলেছে।
স্কটল্যান্ডের অনেক গ্রামের মতো এখানকার লোকেরাও এখনো পুরোনো দিনের কুসংস্কার থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। যেমন শ্বেতবসনা এক নারীর প্রেতাত্মার গল্প প্রচলিত এই এলাকায়। অনেকের ধারণা, এই অশুভ আত্মাই কুকুরগুলোকে আত্মহত্যায় প্রলুব্ধ করে।
তবে প্রাণী গবেষকেরা এই তত্ত্ব মানবেন না এটাই স্বাভাবিক। সবচেয়ে যুক্তিসংগত ধারণাটি হলো, ওই সেতুর নিচের গভীর, গাছপালায় ভরা এলাকায় মিঙ্কের (বেজিজাতীয় প্রাণী) মতো ছোট স্তন্যপায়ী প্রাণীর বাস। তাদের তীব্র গন্ধ, সেই সঙ্গে সেতুর পাশের নিরাপত্তা দেয়াল কুকুরদের উচ্চতা সম্পর্কে বিভ্রান্ত করে দুর্ঘটনাগুলো ঘটায়। অর্থাৎ মিঙ্কের কড়া গন্ধে প্রলুব্ধ কুকুর সেতুর উচ্চতা সম্পর্কে নিশ্চিত না হয়েই লাফ দেয়। এই ধারণা আরও নিশ্চিত হয়, যখন গবেষণায় উঠে আসে যে উষ্ণ ও শুকনো দিনে যখন মিঙ্কের গন্ধ বেশি থাকে, তখন এই লাফিয়ে পড়ার ঘটনা বেশি ঘটে। যদিও এসব যুক্তিতর্ক বা তত্ত্বকথা কুকুরের মালিকদের দুশ্চিন্তা কমাতে ভূমিকা রেখেছে কমই। ওভারটন সেতু থেকে কুকুরের ঝাঁপ দেওয়া যে এখনো থেমে নেই।
লেখাটি পড়ার পর স্কটল্যান্ড গেলে ওভারটন সেতু এলাকায় একবার ঘুরে আসার অভিজ্ঞতা থেকে আশা করি নিজেকে বঞ্চিত করবেন না। তবে আপনার সঙ্গে কুকুর থাকলে সাবধান!
সূত্র: নিউইয়র্ক টাইমস, এটলাস অবসকিউরা
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৫ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৮ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১০ দিন আগে