অনলাইন ডেস্ক
এমিরেটস এয়ারওয়েজের ইকোনমি ক্লাসের টিকিট ছিল ২৫ বছর বয়সী জো ডোয়েল এবং তাঁর ৫৯ বছর বয়সী মা কিমি চেডেলের কাছে। পূর্ব আফ্রিকার দ্বীপপুঞ্জ সেশেলসের একটি বিমানবন্দর থেকে তাঁরা সুইজারল্যান্ডের উদ্দেশে যাচ্ছিলেন পরিবারের সঙ্গে ক্রিসমাসের ছুটি কাটাতে। কিন্তু বিমানে ওঠার পর নিজেদের চোখ কানকেই বিশ্বাস করতে পারছিলেন না মা আর মেয়ে। কারণ তাঁরা ছাড়া আর কোনো যাত্রী ছিল না ইকোনমি ক্লাসের কেবিনে। এ অবস্থায় কী আর করা—ক্রুদের সহযোগিতায় পুরো কেবিনটিকেই নিজের বাড়ি করে নেন জো আর কিমি।
বুধবার দ্য মিরর জানিয়েছে, আর কোনো যাত্রী না থাকায় পুরো কেবিন জুড়েই নেচে বেরিয়েছেন জো ডোয়েল। লাফালাফি আর চিৎপটাং তো আছেই। বিমানের ক্রুদের সঙ্গেও বেশ গল্প জমে যায় তাঁদের। একজন বিমানবালা জো ডোয়েলের মা কিমি চেডেলকে নিজের টুপিটি পরিয়ে দিয়েছিলেন। এসব কাণ্ডকারখানা নিয়ে মা-মেয়ে মিলে ইচ্ছেমতো অনেকগুলো টিকটক ভিডিও এবং ছবিও তুলেছেন।
কানাডার মন্ট্রিলে বসবাস করলেও বর্তমানে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থান করছেন জো ডোয়েল। সাঁতারের পোশাক তৈরি করে এমন একটি প্রতিষ্ঠান রয়েছে তাঁর। একটি টিকটক ভিডিওতে জো বলেন, ‘বিমানটি খালি পাওয়া একটি ছিল সম্পূর্ণ বিস্ময়।’
আরও বলেন, ‘আমাদের ধারণাই ছিল না যে, আমরা একা। সেশেলসে বর্ষাকাল থাকায় এবং ক্রিসমাস ডে হওয়ায় সেদিন বিমানটি খালি ছিল সম্ভবত।’
জো জানান, মাত্র দুজন যাত্রীর বিষয়ে বিমানবালারা তাঁদের জানিয়েছিল—এ ধরনের পরিস্থিতি তাঁরাও কখনো দেখেননি। বিমানটির বিজনেস ক্লাসে যেতে দেওয়া না হলেও পুরো ভ্রমণটি দারুণ উপভোগ করেছেন মায়ের সঙ্গে।
জো বলেন, ‘আমরা ফ্লাইট অ্যাটেনডেন্টদের সঙ্গে গল্পে মেতে উঠি এবং তাদের সঙ্গে মজার মজার ভিডিও শুট করি। বিষয়টি দারুণ ছিল।’
এমিরেটস এয়ারওয়েজের ইকোনমি ক্লাসের টিকিট ছিল ২৫ বছর বয়সী জো ডোয়েল এবং তাঁর ৫৯ বছর বয়সী মা কিমি চেডেলের কাছে। পূর্ব আফ্রিকার দ্বীপপুঞ্জ সেশেলসের একটি বিমানবন্দর থেকে তাঁরা সুইজারল্যান্ডের উদ্দেশে যাচ্ছিলেন পরিবারের সঙ্গে ক্রিসমাসের ছুটি কাটাতে। কিন্তু বিমানে ওঠার পর নিজেদের চোখ কানকেই বিশ্বাস করতে পারছিলেন না মা আর মেয়ে। কারণ তাঁরা ছাড়া আর কোনো যাত্রী ছিল না ইকোনমি ক্লাসের কেবিনে। এ অবস্থায় কী আর করা—ক্রুদের সহযোগিতায় পুরো কেবিনটিকেই নিজের বাড়ি করে নেন জো আর কিমি।
বুধবার দ্য মিরর জানিয়েছে, আর কোনো যাত্রী না থাকায় পুরো কেবিন জুড়েই নেচে বেরিয়েছেন জো ডোয়েল। লাফালাফি আর চিৎপটাং তো আছেই। বিমানের ক্রুদের সঙ্গেও বেশ গল্প জমে যায় তাঁদের। একজন বিমানবালা জো ডোয়েলের মা কিমি চেডেলকে নিজের টুপিটি পরিয়ে দিয়েছিলেন। এসব কাণ্ডকারখানা নিয়ে মা-মেয়ে মিলে ইচ্ছেমতো অনেকগুলো টিকটক ভিডিও এবং ছবিও তুলেছেন।
কানাডার মন্ট্রিলে বসবাস করলেও বর্তমানে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থান করছেন জো ডোয়েল। সাঁতারের পোশাক তৈরি করে এমন একটি প্রতিষ্ঠান রয়েছে তাঁর। একটি টিকটক ভিডিওতে জো বলেন, ‘বিমানটি খালি পাওয়া একটি ছিল সম্পূর্ণ বিস্ময়।’
আরও বলেন, ‘আমাদের ধারণাই ছিল না যে, আমরা একা। সেশেলসে বর্ষাকাল থাকায় এবং ক্রিসমাস ডে হওয়ায় সেদিন বিমানটি খালি ছিল সম্ভবত।’
জো জানান, মাত্র দুজন যাত্রীর বিষয়ে বিমানবালারা তাঁদের জানিয়েছিল—এ ধরনের পরিস্থিতি তাঁরাও কখনো দেখেননি। বিমানটির বিজনেস ক্লাসে যেতে দেওয়া না হলেও পুরো ভ্রমণটি দারুণ উপভোগ করেছেন মায়ের সঙ্গে।
জো বলেন, ‘আমরা ফ্লাইট অ্যাটেনডেন্টদের সঙ্গে গল্পে মেতে উঠি এবং তাদের সঙ্গে মজার মজার ভিডিও শুট করি। বিষয়টি দারুণ ছিল।’
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৫ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৮ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১০ দিন আগে