অনলাইন ডেস্ক
বিশ্বখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাসের জাহাজ থেকে শুরু করে আমেরিকান বিপ্লবের সহায়ক বাণিজ্যিক জাহাজ কিংবা অনেক বিখ্যাত ব্রিটিশ যুদ্ধজাহাজের ভাগ্যে জুটেছিল সলিলসমাধি। কয়েক শ বছর আগের এমন অনেক জাহাজের ধ্বংসাবশেষ আজও খোঁজা হচ্ছে। কেউ কেউ দাবি তুলছেন, তা আবার খারিজও হচ্ছে। চলুন এমনই কিছু বিখ্যাত জাহাজের বিষয়ে সবিস্তারে জানা যাক—
সান্তা মারিয়া
আমেরিকার খোঁজ পাওয়া ক্রিস্টোফার কলম্বাস তাঁর বিশ্বভ্রমণের মিশন তিনটি জাহাজ নিয়ে শুরু করেছিলেন—নিনা, দ্য পিন্তা ও সান্তা মারিয়া। এই তিন জাহাজের বহর নিয়েই ভারতে আসার সংক্ষিপ্ত পথ খুঁজে বের করতে ১৪৯২ সালে স্পেন থেকে রওনা দিয়েছিলেন কলম্বাস। এশিয়ায় না পৌঁছে কলম্বাসের আমেরিকায় চলে যাওয়া ও তাঁর সন্ধানের ইতিহাস তো সবারই জানা। কিন্তু স্পেনে নিরাপদে মাত্র দুটি জাহাজই পৌঁছাতে পেরেছিল। আটলান্টিক পাড়ি দিয়েই দুর্ঘটনার কবলে পড়েছিল সান্তা মারিয়া। ধারণা করা হয়, ক্রিসমাসের এক রাতে সান্তা মারিয়ার নাবিক জাহাজের হাল তুলে দিয়েছিলেন এক অদক্ষ কেবিন ক্রুর হাতে। অপটু হাতে জাহাজ চালনা করে হাইতির কাছাকাছি একটি প্রবাল প্রাচীরের কাছে নিয়ে যান তিনি। জাহাজটি প্রবালে ধাক্কা খেয়ে দ্রুতই ডুবতে বসে। জাহাজে থাকা ব্যক্তিরা স্থানীয়দের সাহায্যে পাড়ে উঠতে এবং মালবাহী জাহাজটি খালি করতে সক্ষম হলেও জাহাজটি আর রক্ষা করা যায়নি। গভীর অতলে জাহাজটি ডুবে যায়। তখন থেকেই এটি একটি অনাবিষ্কৃত রহস্য হয়ে আছে। এর কারণ হচ্ছে, সান্তা মারিয়ার ধ্বংসাবশেষের কোনো চিহ্নই আর পাওয়া যায়নি। ২০১৪ সালে একটি দাবি ওঠে যে, সান্তা মারিয়াকে পাওয়া গেছে। কিন্তু ইউনেসকো তাদের গবেষক দল পাঠিয়ে দেখে, সেটি ১৭০০ কিংবা ১৮০০ শতকের অন্য একটি জাহাজ ছিল।
এইচএমএস এনডেভার
বিশ্ববিখ্যাত ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুকের সশস্ত্র জাহাজ এইচএমএস এনডেভার, যার খোঁজ চলেছে ২০০ বছরের বেশি সময় ধরে। ওক আর পাইন কাঠে তৈরি ছিল এই জাহাজ। ক্যাপ্টেন কুক প্রথমে নিউজিল্যান্ডের উপকূলরেখা এবং ১৭৭০ সালে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলরেখার সন্ধান দিয়েছিলেন। এনডেভার পরবর্তী সময়ে অন্য ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল এবং নাম পরিবর্তন করে রাখা হয় লর্ড স্যান্ডউইচ। এনডেভার মূলত আমেরিকান বিপ্লবের সময় ব্রিটিশ সেনা জাহাজ হিসেবেই ব্যবহার করা হতো। ব্রিটিশ বাহিনী ১৭৭৮ সালে ইচ্ছাকৃতভাবে জাহাজটি ডুবিয়ে দেয়। এরপর জাহাজটির কোনো সন্ধান মেলেনি। নানা সময়ে এর অংশবিশেষ খুঁজে পাওয়ার দাবি উঠলেও জেমস কুকের জাহাজ আজও যেন এক রহস্য।
দ্য গ্রিফিন
উত্তর আমেরিকার গ্রেট লেকে ভেসে বেড়ানো প্রথম জাহাজের নাম হচ্ছে গ্রিফিন। ফরাসি পর্যটক রেনে-রবার্ট ক্যাভেলিয়া ও সিউ দে লা সালে নামের দুই ব্যক্তি দক্ষিণ আমেরিকা ভ্রমণের জন্য এই জাহাজটি তৈরি করেছিলেন। লা সালের উদ্দেশ্য ছিল নায়াগ্রা জলপ্রপাত, লেক ইরি, লেক হুরন ও লেক মিশিগান পাড়ি দেওয়া। ১৬৭৯ সালে জাহাজটি ছয়জন নাবিক ও এক কার্গো মালামালসহ গ্রিন বে-তে ডুবে যায়। গ্রিফিনকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। ২০১৪ সালে এক ব্যক্তি দাবি করেছিলেন যে তিনি গ্রিফিনের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। কিন্তু সবিস্তারে পরীক্ষা করে দেখা যায় যে তাঁর ওই দাবি সত্য নয়।
বনহোম রিচার্ড
ফরাসি অর্থায়নে ১৭৭৯ সালে ক্যাপ্টেন জন পল জোন্সের অধীনে যাত্রা করে রণতরি বনহোম রিচার্ড। উদ্দেশ্য ছিল ব্রিটিশ জাহাজ দখল করা। এর কয়েক সপ্তাহ পর ইংল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলে ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস সেরাপিসের বিরুদ্ধে ভয়ানক যুদ্ধে অংশ নেয় বনহোম রিচার্ড। জোন্স তাঁর লোকবল নিয়ে কয়েক ঘণ্টার যুদ্ধের পর সফলভাবে সেরাপিসকে নিয়ন্ত্রণে নিয়ে নেন। দুর্ভাগ্যবশত, ততক্ষণে বনহোম রিচার্ডে আগুন ধরে যায়। ৩৬ ঘণ্টা চেষ্টার পর জোন্স ও তাঁর ক্রুরা জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে সেটিকে উত্তর সাগরে ডুবিয়ে দেন। তখন থেকে এর ধ্বংসাবশেষ খুঁজছেন আগ্রহীরা। ব্রিটিশ স্থানীয় থেকে পেশাদার উদ্ধারকারী সংস্থা, মার্কিন নৌবাহিনী এবং এমনকি লেখক ও অভিযাত্রীরা পর্যন্ত এই জাহাজ খোঁজায় শ্রম ব্যয় করেছেন। বনহোম রিচার্ডের বর্ণনার সঙ্গে মিলে যাওয়া ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ারও দাবি করেছে কয়েকটি দল। কিন্তু কোনোবারই শতভাগ নিশ্চিত হওয়া যায়নি।
তথ্যসূত্র: হিস্ট্রি ডট কম ও ব্রিটানিকা ডট কম
বিশ্বখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাসের জাহাজ থেকে শুরু করে আমেরিকান বিপ্লবের সহায়ক বাণিজ্যিক জাহাজ কিংবা অনেক বিখ্যাত ব্রিটিশ যুদ্ধজাহাজের ভাগ্যে জুটেছিল সলিলসমাধি। কয়েক শ বছর আগের এমন অনেক জাহাজের ধ্বংসাবশেষ আজও খোঁজা হচ্ছে। কেউ কেউ দাবি তুলছেন, তা আবার খারিজও হচ্ছে। চলুন এমনই কিছু বিখ্যাত জাহাজের বিষয়ে সবিস্তারে জানা যাক—
সান্তা মারিয়া
আমেরিকার খোঁজ পাওয়া ক্রিস্টোফার কলম্বাস তাঁর বিশ্বভ্রমণের মিশন তিনটি জাহাজ নিয়ে শুরু করেছিলেন—নিনা, দ্য পিন্তা ও সান্তা মারিয়া। এই তিন জাহাজের বহর নিয়েই ভারতে আসার সংক্ষিপ্ত পথ খুঁজে বের করতে ১৪৯২ সালে স্পেন থেকে রওনা দিয়েছিলেন কলম্বাস। এশিয়ায় না পৌঁছে কলম্বাসের আমেরিকায় চলে যাওয়া ও তাঁর সন্ধানের ইতিহাস তো সবারই জানা। কিন্তু স্পেনে নিরাপদে মাত্র দুটি জাহাজই পৌঁছাতে পেরেছিল। আটলান্টিক পাড়ি দিয়েই দুর্ঘটনার কবলে পড়েছিল সান্তা মারিয়া। ধারণা করা হয়, ক্রিসমাসের এক রাতে সান্তা মারিয়ার নাবিক জাহাজের হাল তুলে দিয়েছিলেন এক অদক্ষ কেবিন ক্রুর হাতে। অপটু হাতে জাহাজ চালনা করে হাইতির কাছাকাছি একটি প্রবাল প্রাচীরের কাছে নিয়ে যান তিনি। জাহাজটি প্রবালে ধাক্কা খেয়ে দ্রুতই ডুবতে বসে। জাহাজে থাকা ব্যক্তিরা স্থানীয়দের সাহায্যে পাড়ে উঠতে এবং মালবাহী জাহাজটি খালি করতে সক্ষম হলেও জাহাজটি আর রক্ষা করা যায়নি। গভীর অতলে জাহাজটি ডুবে যায়। তখন থেকেই এটি একটি অনাবিষ্কৃত রহস্য হয়ে আছে। এর কারণ হচ্ছে, সান্তা মারিয়ার ধ্বংসাবশেষের কোনো চিহ্নই আর পাওয়া যায়নি। ২০১৪ সালে একটি দাবি ওঠে যে, সান্তা মারিয়াকে পাওয়া গেছে। কিন্তু ইউনেসকো তাদের গবেষক দল পাঠিয়ে দেখে, সেটি ১৭০০ কিংবা ১৮০০ শতকের অন্য একটি জাহাজ ছিল।
এইচএমএস এনডেভার
বিশ্ববিখ্যাত ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুকের সশস্ত্র জাহাজ এইচএমএস এনডেভার, যার খোঁজ চলেছে ২০০ বছরের বেশি সময় ধরে। ওক আর পাইন কাঠে তৈরি ছিল এই জাহাজ। ক্যাপ্টেন কুক প্রথমে নিউজিল্যান্ডের উপকূলরেখা এবং ১৭৭০ সালে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলরেখার সন্ধান দিয়েছিলেন। এনডেভার পরবর্তী সময়ে অন্য ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল এবং নাম পরিবর্তন করে রাখা হয় লর্ড স্যান্ডউইচ। এনডেভার মূলত আমেরিকান বিপ্লবের সময় ব্রিটিশ সেনা জাহাজ হিসেবেই ব্যবহার করা হতো। ব্রিটিশ বাহিনী ১৭৭৮ সালে ইচ্ছাকৃতভাবে জাহাজটি ডুবিয়ে দেয়। এরপর জাহাজটির কোনো সন্ধান মেলেনি। নানা সময়ে এর অংশবিশেষ খুঁজে পাওয়ার দাবি উঠলেও জেমস কুকের জাহাজ আজও যেন এক রহস্য।
দ্য গ্রিফিন
উত্তর আমেরিকার গ্রেট লেকে ভেসে বেড়ানো প্রথম জাহাজের নাম হচ্ছে গ্রিফিন। ফরাসি পর্যটক রেনে-রবার্ট ক্যাভেলিয়া ও সিউ দে লা সালে নামের দুই ব্যক্তি দক্ষিণ আমেরিকা ভ্রমণের জন্য এই জাহাজটি তৈরি করেছিলেন। লা সালের উদ্দেশ্য ছিল নায়াগ্রা জলপ্রপাত, লেক ইরি, লেক হুরন ও লেক মিশিগান পাড়ি দেওয়া। ১৬৭৯ সালে জাহাজটি ছয়জন নাবিক ও এক কার্গো মালামালসহ গ্রিন বে-তে ডুবে যায়। গ্রিফিনকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। ২০১৪ সালে এক ব্যক্তি দাবি করেছিলেন যে তিনি গ্রিফিনের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। কিন্তু সবিস্তারে পরীক্ষা করে দেখা যায় যে তাঁর ওই দাবি সত্য নয়।
বনহোম রিচার্ড
ফরাসি অর্থায়নে ১৭৭৯ সালে ক্যাপ্টেন জন পল জোন্সের অধীনে যাত্রা করে রণতরি বনহোম রিচার্ড। উদ্দেশ্য ছিল ব্রিটিশ জাহাজ দখল করা। এর কয়েক সপ্তাহ পর ইংল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলে ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস সেরাপিসের বিরুদ্ধে ভয়ানক যুদ্ধে অংশ নেয় বনহোম রিচার্ড। জোন্স তাঁর লোকবল নিয়ে কয়েক ঘণ্টার যুদ্ধের পর সফলভাবে সেরাপিসকে নিয়ন্ত্রণে নিয়ে নেন। দুর্ভাগ্যবশত, ততক্ষণে বনহোম রিচার্ডে আগুন ধরে যায়। ৩৬ ঘণ্টা চেষ্টার পর জোন্স ও তাঁর ক্রুরা জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে সেটিকে উত্তর সাগরে ডুবিয়ে দেন। তখন থেকে এর ধ্বংসাবশেষ খুঁজছেন আগ্রহীরা। ব্রিটিশ স্থানীয় থেকে পেশাদার উদ্ধারকারী সংস্থা, মার্কিন নৌবাহিনী এবং এমনকি লেখক ও অভিযাত্রীরা পর্যন্ত এই জাহাজ খোঁজায় শ্রম ব্যয় করেছেন। বনহোম রিচার্ডের বর্ণনার সঙ্গে মিলে যাওয়া ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ারও দাবি করেছে কয়েকটি দল। কিন্তু কোনোবারই শতভাগ নিশ্চিত হওয়া যায়নি।
তথ্যসূত্র: হিস্ট্রি ডট কম ও ব্রিটানিকা ডট কম
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৫ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৮ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১০ দিন আগে