অনলাইন ডেস্ক
কলিন ব্লেইক এবং তাঁর স্ত্রী ফ্রান্সে এক প্রমোদতরীতে ভ্রমণ করছিলেন। তখনই পেরুভিয়ান ওলফ স্পাইডার নামের এক জাতের মাকড়সা তাঁকে কামড় দেয় এবং আঙুলের ভেতরে ডিম পাড়ে বলে দাবি করেন ব্লেইক। পায়ের ভেতরে থাকা অবস্থায় একটি ডিম ফুটে এমনকি বাচ্চাও বের হয়ে আসে বলে জানান তিনি। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
ব্লেইক এবং তাঁর স্ত্রী নিজেদের ৩৫ তম বিবাহবার্ষিকী উদ্যাপন করছিলেন একটি প্রমোদতরীতে ভ্রমণ করে। ওই সন্ধ্যায় জাহাজটি মার্শেই শহরের সাগর তীরে ভিড়ে ছিল। এ সময়ই ব্লেইকের পা ফুলে যায় এবং গাঢ় লাল বর্ণ ধারণ করে।
পরের দিন জাহাজে থাকা চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। তখন চিকিৎসক জানান পেরুভিয়ান ওলফ স্পাইডার তাঁকে কামড়ে দিয়েছে এবং ক্ষতের জায়গায় ডিম পেড়েছে।
এই জাতের মাকড়সারা বিষাক্ত নয়। ফ্রান্সের বন্দর নগরী মার্শেইয়ে এদের দেখা পাওয়াটা বেশ সাধারণ ঘটনা। কার্গো বা মালবাহী জাহাজে চেপে সাগর পাড়ি দিয়ে এখানে চলে আসে এগুলো।
যুক্তরাজ্যের নর্দাম্বারল্যান্ডের ক্রেমলিংটনে সস্ত্রীক বাস করা ব্লেইক বিবিসি রেডিওকে বলেন, ‘আমার স্ত্রী ভেবেছিল যে আমার নতুন স্যান্ডেলের কারণে এটা হতে পারে। জুতার ঘঁষায় আমার বুড়ো আঙুল এমন লাল হয়ে গিয়েছে।’
চিকিৎসক আঙুলের একটু অংশ কেটে ডিমগুলোর বের করে আনার ব্যবস্থা করেন। ছুটি কাটিয়ে ব্লেইক নিজের শহরের হাসপাতালে গেলে চিকিৎসক অ্যান্টিবায়োটিকস দেন। চার সপ্তাহ পর আঙুলে অস্বাভাবিক কিছুর উপস্থিতি টের পান তিনি।
ব্লেইক জানান, আবারও চিকিৎসকের শরণাপন্ন হলে তাঁরা আবিষ্কার করেন একটি ডিম ফুটে বাচ্চা বের হয়েছিল। খুদে ওই মাকড়সাটাই তাঁর চামড়ার নিচে আটকে থেকে সমস্যা তৈরি করছিল।
ব্লেইক জানান, চিকিৎসকেরা মনে করেন মাকড়সার বাচ্চাটি পায়ের আঙুলের ভেতরের অংশটা খেতে খেতে বেরিয়ে আসার পথ তৈরি করছিল।
অবশ্য বিবিসি জানিয়েছে একজন বিশেষজ্ঞ ব্লেইকের এই দাবির সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন। ইউনিভির্সিটি অব নটিংহামের ড. সারা গুডাকরে বিবিসিকে জানান, ব্লেইকের দাবি সত্যি হওয়ার সম্ভাবনা দেখেন না তিনি। এ ধরনের মাকড়সার চামড়া ছিদ্র করার ক্ষমতাও নেই বলে মনে করেন তিনি।
কলিন ব্লেইক এবং তাঁর স্ত্রী ফ্রান্সে এক প্রমোদতরীতে ভ্রমণ করছিলেন। তখনই পেরুভিয়ান ওলফ স্পাইডার নামের এক জাতের মাকড়সা তাঁকে কামড় দেয় এবং আঙুলের ভেতরে ডিম পাড়ে বলে দাবি করেন ব্লেইক। পায়ের ভেতরে থাকা অবস্থায় একটি ডিম ফুটে এমনকি বাচ্চাও বের হয়ে আসে বলে জানান তিনি। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
ব্লেইক এবং তাঁর স্ত্রী নিজেদের ৩৫ তম বিবাহবার্ষিকী উদ্যাপন করছিলেন একটি প্রমোদতরীতে ভ্রমণ করে। ওই সন্ধ্যায় জাহাজটি মার্শেই শহরের সাগর তীরে ভিড়ে ছিল। এ সময়ই ব্লেইকের পা ফুলে যায় এবং গাঢ় লাল বর্ণ ধারণ করে।
পরের দিন জাহাজে থাকা চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। তখন চিকিৎসক জানান পেরুভিয়ান ওলফ স্পাইডার তাঁকে কামড়ে দিয়েছে এবং ক্ষতের জায়গায় ডিম পেড়েছে।
এই জাতের মাকড়সারা বিষাক্ত নয়। ফ্রান্সের বন্দর নগরী মার্শেইয়ে এদের দেখা পাওয়াটা বেশ সাধারণ ঘটনা। কার্গো বা মালবাহী জাহাজে চেপে সাগর পাড়ি দিয়ে এখানে চলে আসে এগুলো।
যুক্তরাজ্যের নর্দাম্বারল্যান্ডের ক্রেমলিংটনে সস্ত্রীক বাস করা ব্লেইক বিবিসি রেডিওকে বলেন, ‘আমার স্ত্রী ভেবেছিল যে আমার নতুন স্যান্ডেলের কারণে এটা হতে পারে। জুতার ঘঁষায় আমার বুড়ো আঙুল এমন লাল হয়ে গিয়েছে।’
চিকিৎসক আঙুলের একটু অংশ কেটে ডিমগুলোর বের করে আনার ব্যবস্থা করেন। ছুটি কাটিয়ে ব্লেইক নিজের শহরের হাসপাতালে গেলে চিকিৎসক অ্যান্টিবায়োটিকস দেন। চার সপ্তাহ পর আঙুলে অস্বাভাবিক কিছুর উপস্থিতি টের পান তিনি।
ব্লেইক জানান, আবারও চিকিৎসকের শরণাপন্ন হলে তাঁরা আবিষ্কার করেন একটি ডিম ফুটে বাচ্চা বের হয়েছিল। খুদে ওই মাকড়সাটাই তাঁর চামড়ার নিচে আটকে থেকে সমস্যা তৈরি করছিল।
ব্লেইক জানান, চিকিৎসকেরা মনে করেন মাকড়সার বাচ্চাটি পায়ের আঙুলের ভেতরের অংশটা খেতে খেতে বেরিয়ে আসার পথ তৈরি করছিল।
অবশ্য বিবিসি জানিয়েছে একজন বিশেষজ্ঞ ব্লেইকের এই দাবির সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন। ইউনিভির্সিটি অব নটিংহামের ড. সারা গুডাকরে বিবিসিকে জানান, ব্লেইকের দাবি সত্যি হওয়ার সম্ভাবনা দেখেন না তিনি। এ ধরনের মাকড়সার চামড়া ছিদ্র করার ক্ষমতাও নেই বলে মনে করেন তিনি।
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৫ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৮ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১০ দিন আগে