অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের অরিগনে ভেসে এসেছে অদ্ভুত এক মাছ। সাত ফুট লম্বা মাছটির আকার অনেকটা গোলাকার। কৌতূহলী মানুষেরা মাছটিকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন সৈকতে।
সিসাইড অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে ৭ ফুট ৩ ইঞ্চি লম্বা মৃত মাছটি হুডউইংকার সানফিশটি পাওয়া যায় অ্যাকোরিয়ামের উত্তরের গিয়ারহার্ট সৈকতে। ঘটনাটি ৩ জুনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাছ আবিষ্কারের বিষয়টি ছড়িয়ে পড়লে মানুষ দলে দলে আসতে থাকেন একে এক নজর দেখতে।
সিসাইড অ্যাকুরিয়ামের শেয়ার করা এক ছবিতে দেখা যায় ফুলে থাকা বিশাল এক রুপার ডলারের মতো দেখতে মাছটি, যেটি মুখ হা করে আছে।
প্রাথমিকভাবে ধারণা করা হতো দক্ষিণ গোলার্ধের নাতিশীতোষ্ণ জলেই কেবল এরা বাস করে। কিন্তু এদের কয়েকটি ক্যালিফোর্নিয়া সৈকতে এমনকি একটি একেবারে উত্তরে আলাস্কায় ভেসে আসায় ওই তত্ত্বটি সঠিক কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
অ্যাকুরিয়াম জানিয়েছে মাছটির ছবি দেখে নিউজিল্যান্ডের গবেষক মারিয়ান নিয়েগার্ড জানিয়েছেন, সাধারণ কোনো সামুদ্রিক সানফিশ বা মোলা মোলা নয়।
অরিগনের সাগরসৈকতে ভেসে আসা মাছটিকে হুডউইংকার সানফিশ বা মোলা টেকটা বলে শনাক্ত করেছেন।
নিয়েগার্ড মাছের জেনেটিক নমুনার জন্য অনুরোধ করার জন্য অ্যাকুরিয়ামের সঙ্গে যোগাযোগ করেছিলেন। অ্যাকুরিয়াম অতিরিক্ত ছবি নেওয়ার পাশাপাশি মাছটির দৈর্ঘ্য মাপে। যার ফলে এই উপসংহারে পৌঁছে, ‘এটি সম্ভবত এখন পর্যন্ত নমুনা নেওয়া এ ধরনের সবচেয়ে বড় মাছ।’
সামুদ্রিক প্রাণীটি শনিবার পর্যন্ত সৈকতে রয়েছে, অ্যাকুরিয়ামটি একটি ই-মেইলে সিএনএনকে নিশ্চিত করেছে।
এটি সম্ভবত আরও কয়েক দিন, হয়তো কয়েক সপ্তাহ থাকবে। কারণ তাদের শক্ত ত্বকের কারণে মৃতভোজী প্রাণীদের পক্ষে এটা ছিদ্র করা কঠিন করে তুলে বলে ফেসবুকে জানিয়েছে, অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের অরিগনে ভেসে এসেছে অদ্ভুত এক মাছ। সাত ফুট লম্বা মাছটির আকার অনেকটা গোলাকার। কৌতূহলী মানুষেরা মাছটিকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন সৈকতে।
সিসাইড অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে ৭ ফুট ৩ ইঞ্চি লম্বা মৃত মাছটি হুডউইংকার সানফিশটি পাওয়া যায় অ্যাকোরিয়ামের উত্তরের গিয়ারহার্ট সৈকতে। ঘটনাটি ৩ জুনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাছ আবিষ্কারের বিষয়টি ছড়িয়ে পড়লে মানুষ দলে দলে আসতে থাকেন একে এক নজর দেখতে।
সিসাইড অ্যাকুরিয়ামের শেয়ার করা এক ছবিতে দেখা যায় ফুলে থাকা বিশাল এক রুপার ডলারের মতো দেখতে মাছটি, যেটি মুখ হা করে আছে।
প্রাথমিকভাবে ধারণা করা হতো দক্ষিণ গোলার্ধের নাতিশীতোষ্ণ জলেই কেবল এরা বাস করে। কিন্তু এদের কয়েকটি ক্যালিফোর্নিয়া সৈকতে এমনকি একটি একেবারে উত্তরে আলাস্কায় ভেসে আসায় ওই তত্ত্বটি সঠিক কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
অ্যাকুরিয়াম জানিয়েছে মাছটির ছবি দেখে নিউজিল্যান্ডের গবেষক মারিয়ান নিয়েগার্ড জানিয়েছেন, সাধারণ কোনো সামুদ্রিক সানফিশ বা মোলা মোলা নয়।
অরিগনের সাগরসৈকতে ভেসে আসা মাছটিকে হুডউইংকার সানফিশ বা মোলা টেকটা বলে শনাক্ত করেছেন।
নিয়েগার্ড মাছের জেনেটিক নমুনার জন্য অনুরোধ করার জন্য অ্যাকুরিয়ামের সঙ্গে যোগাযোগ করেছিলেন। অ্যাকুরিয়াম অতিরিক্ত ছবি নেওয়ার পাশাপাশি মাছটির দৈর্ঘ্য মাপে। যার ফলে এই উপসংহারে পৌঁছে, ‘এটি সম্ভবত এখন পর্যন্ত নমুনা নেওয়া এ ধরনের সবচেয়ে বড় মাছ।’
সামুদ্রিক প্রাণীটি শনিবার পর্যন্ত সৈকতে রয়েছে, অ্যাকুরিয়ামটি একটি ই-মেইলে সিএনএনকে নিশ্চিত করেছে।
এটি সম্ভবত আরও কয়েক দিন, হয়তো কয়েক সপ্তাহ থাকবে। কারণ তাদের শক্ত ত্বকের কারণে মৃতভোজী প্রাণীদের পক্ষে এটা ছিদ্র করা কঠিন করে তুলে বলে ফেসবুকে জানিয়েছে, অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ।
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৫ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৮ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১০ দিন আগে