অনলাইন ডেস্ক
সাশ্রয়ী দাম ও নকশার কারণে অ্যান্ড্রয়েড ট্যাব ব্যবহারকরীদের কাছে স্যামসাংয়ের ট্যাবগুলো ব্যাপক জনপ্রিয়। গ্যালাক্সি ট্যাব এস৯ এফই-ও গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাস ফ্যান এডিশনের (এফই) অংশ হিসেবে বাজারে নিয়ে এসেছে স্যামসাং।
একই সঙ্গে স্যামসাংয়ের এয়ারফোন গ্যালাক্সি বাডস এফই ছাড়া হয়েছে। গ্যালাক্সি ট্যাব এস৯ এফই এবং গ্যালাক্সি ট্যাব এস৯ এফই—দুটি ট্যাবেই সেলুলার নেটওয়ার্কের ৫জি ব্যবহারের সুবিধা ও এস পেন রয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০-এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গ্যালাক্সি ট্যাব এস৯ এফই, গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাস ও গ্যালাক্সি বাডস এফইয়ের দাম ও রং
গ্যালাক্সি ট্যাব এস৯ এফই সিরিজের দাম ৪৯৯ ডলার থেকে শুরু হবে। ট্যাবলেটগুলো গ্রে (ধূসর), ল্যাভেন্ডার (হালকা বেগুনি), মিন্ট (সবুজ) ও সিলভার (রুপালি) রঙে পাওয়া যাবে। গ্যালাক্সি বাডস এফইয়ের দাম ৯৯ ডলার এবং এটি সাদা ও গ্রাফাইট রঙে পাওয়া যাবে।
গ্যালাক্সি ট্যাব এস৯ এফইয়ের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ডিসপ্লে: ১০ দশমিক ৯ ইঞ্চি (২৫৬০ x১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস ওয়ান ইউআই ৫ দশমিক ১
চিপসেট: এক্সিনোস ১৩৮০
মেমোরি: ৬ জিবি র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি
মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ব্লুটুথ: ৫.৩
ওয়াইফাই: ৬
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৮০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাসের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ডিসপ্লে: ১২ দশমিক ৪ ইঞ্চি (২৫৬০ x১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস ওয়ান ইউআই ৫ দশমিক ১
চিপসেট: এক্সিনোস ১৩৮০
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ব্লুটুথ: ৫.৩
ওয়াইফাই: ৬
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ১০,০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
গ্যালাক্সি বাডস এফই-এর স্পেসিপিকেশন
গ্যালাক্সি বাডস এফই একটি ওয়ারলেস স্টেরিও (টিডব্লিউএস) এয়ারবাডস। এর মধ্যে নয়েজ ক্যান্সেলেশন ফিচার রয়েছে। এয়ারবাডসটির ডিজাইন স্যামসাংয়ের আগের ডিজাইনের মত। তবে এবারের বাডসে এএনসির সমর্থন রয়েছে।
বাডসটিতে টাচ কন্ট্রোল রয়েছে, যার মাধ্যমে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে সুইচ করা যাবে। এতে আইপিএক্স ২ স্প্ল্যাস রেজিস্ট্যান্স রয়েছে, অর্থাৎ হালকা পানির ঝাপটায় হেডফোনটির ক্ষতি হবে না।
সাশ্রয়ী দাম ও নকশার কারণে অ্যান্ড্রয়েড ট্যাব ব্যবহারকরীদের কাছে স্যামসাংয়ের ট্যাবগুলো ব্যাপক জনপ্রিয়। গ্যালাক্সি ট্যাব এস৯ এফই-ও গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাস ফ্যান এডিশনের (এফই) অংশ হিসেবে বাজারে নিয়ে এসেছে স্যামসাং।
একই সঙ্গে স্যামসাংয়ের এয়ারফোন গ্যালাক্সি বাডস এফই ছাড়া হয়েছে। গ্যালাক্সি ট্যাব এস৯ এফই এবং গ্যালাক্সি ট্যাব এস৯ এফই—দুটি ট্যাবেই সেলুলার নেটওয়ার্কের ৫জি ব্যবহারের সুবিধা ও এস পেন রয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০-এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গ্যালাক্সি ট্যাব এস৯ এফই, গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাস ও গ্যালাক্সি বাডস এফইয়ের দাম ও রং
গ্যালাক্সি ট্যাব এস৯ এফই সিরিজের দাম ৪৯৯ ডলার থেকে শুরু হবে। ট্যাবলেটগুলো গ্রে (ধূসর), ল্যাভেন্ডার (হালকা বেগুনি), মিন্ট (সবুজ) ও সিলভার (রুপালি) রঙে পাওয়া যাবে। গ্যালাক্সি বাডস এফইয়ের দাম ৯৯ ডলার এবং এটি সাদা ও গ্রাফাইট রঙে পাওয়া যাবে।
গ্যালাক্সি ট্যাব এস৯ এফইয়ের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ডিসপ্লে: ১০ দশমিক ৯ ইঞ্চি (২৫৬০ x১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস ওয়ান ইউআই ৫ দশমিক ১
চিপসেট: এক্সিনোস ১৩৮০
মেমোরি: ৬ জিবি র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি
মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ব্লুটুথ: ৫.৩
ওয়াইফাই: ৬
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৮০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাসের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ডিসপ্লে: ১২ দশমিক ৪ ইঞ্চি (২৫৬০ x১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস ওয়ান ইউআই ৫ দশমিক ১
চিপসেট: এক্সিনোস ১৩৮০
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ব্লুটুথ: ৫.৩
ওয়াইফাই: ৬
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ১০,০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
গ্যালাক্সি বাডস এফই-এর স্পেসিপিকেশন
গ্যালাক্সি বাডস এফই একটি ওয়ারলেস স্টেরিও (টিডব্লিউএস) এয়ারবাডস। এর মধ্যে নয়েজ ক্যান্সেলেশন ফিচার রয়েছে। এয়ারবাডসটির ডিজাইন স্যামসাংয়ের আগের ডিজাইনের মত। তবে এবারের বাডসে এএনসির সমর্থন রয়েছে।
বাডসটিতে টাচ কন্ট্রোল রয়েছে, যার মাধ্যমে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে সুইচ করা যাবে। এতে আইপিএক্স ২ স্প্ল্যাস রেজিস্ট্যান্স রয়েছে, অর্থাৎ হালকা পানির ঝাপটায় হেডফোনটির ক্ষতি হবে না।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৫ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৬ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
২০ ঘণ্টা আগে