অনলাইন ডেস্ক
বাহারি রূপে রেডমি-১২ সিরিজের ফোন বাজারে ছাড়ল শাওমি। গতকাল মঙ্গলবার একইসঙ্গে রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জি ভারতের বাজারে ছাড়া হয়। আগামী ৪ আগস্ট থেকে রেডমির ওয়েবসাইট, মি হোম, অ্যামাজন, ফ্লিপকার্টে বিভিন্ন ধরনে দুটি ফোন কেনা যাবে।
রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জির যতগুলো ধরন বাজারে ছাড়া হয়েছে, সেগুলোর র্যামে ভিন্নতা থাকলেও সবগুলোর ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি। এর মধ্য রেডমি-১২ ৪জি ফোনের দাম ৪ জিবি+ র্যামসহ পড়বে ৮ হাজার ৯৯৯ রুপি, আর ৬ জিবি+ র্যামসহ পড়বে ১০ হাজার ৯৯৯ রুপি।
অপরদিকে ৪ জিবি+ র্যামসহ রেডমি-১২ ৫জি ফোনটির দাম ১০ হাজার ৯৯৯ রুপি, আর ৬ জিবি+ ও ৮ জিবি+ র্যামের দাম যথাক্রমে ১২ হাজার ৯৯৯ রুপি ও ১৪ হাজার ৯৯৯ রুপি পড়বে।
দুটি ফোনই জেড ব্ল্যাক, মুনস্টোন ও পেস্টেল ব্লু- এই তিন রঙে পাওয়া যাবে। এই ফোনে এনড্রয়েড ১৩ এর সঙ্গে শাওমির নিজস্ব অপারেটিং সিস্টেম মিআইইউআই ১৬ থাকবে। ফোনটিতে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চাজিং সক্ষমতা।
রেডমির-১২ সিরিজের ফোনগুলোতে কার্ভ ডিসপ্লের একেবারে উপরে মাঝ বরাবর হোল পাঞ্চ স্লটে ৮ মেগাপিক্সেল সেন্সরসহ ফ্রন্ট ক্যামেরা আছে। তবে রিয়ার ক্যামেরার ক্ষেত্রে দুই ধরনের মধ্যে ভিন্নতা আছে।
রেডমি-১২ ৪জি ফোনের রিয়ার ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে আল্ট্রা–ওয়াইড–এঙ্গেল এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর রেডমি-১২ ৫জি ফোনে রিয়ার ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
রেডমি-১২ ৪জি ফোনে অক্টাকোর মিডিয়াটেক জি৮৮ চিপসেট ও রেডমি-১২ ৫জি ফোনে অক্টাকোর কোয়ালকম স্নাপড্রাগন ৪ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে। রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জি ফোন দুইটির ভার্চুয়াল র্যাম যথাক্রমে-১২ জিবি ও ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনগুলোর ডিসপ্লে ৬.৭৯ ইঞ্চি ফুল এউচডি প্লাস (১০৮০ x ২৪৬০ পিক্সেল), ৯০ হার্জের রিফ্রেস রেট, টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্জ ও ব্রাইটনেস লেভেল ৪৫০ নিট রয়েছে। ডিসপ্লেতে কোরনিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। রেডমি-১২তে ৫জি এ ৪জি নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, এনএফসি, এবং ইউএসবি সি সংযোগ থাকবে।
হ্যান্ডসেটগুলিতে ৩.৫ মিমি অডিও জ্যাক এবং সাইডে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ধুলা এবং জল প্রতিরোধে আইপি ৩ রেটিং রয়েছে। ফোনগুলির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা হলো ১৬৮.৬০ এমএম x ৭৬.২৮ এমএম x ৮.১৭ এমএম ও ওজন ১৯৯ গ্রাম।
বাহারি রূপে রেডমি-১২ সিরিজের ফোন বাজারে ছাড়ল শাওমি। গতকাল মঙ্গলবার একইসঙ্গে রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জি ভারতের বাজারে ছাড়া হয়। আগামী ৪ আগস্ট থেকে রেডমির ওয়েবসাইট, মি হোম, অ্যামাজন, ফ্লিপকার্টে বিভিন্ন ধরনে দুটি ফোন কেনা যাবে।
রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জির যতগুলো ধরন বাজারে ছাড়া হয়েছে, সেগুলোর র্যামে ভিন্নতা থাকলেও সবগুলোর ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি। এর মধ্য রেডমি-১২ ৪জি ফোনের দাম ৪ জিবি+ র্যামসহ পড়বে ৮ হাজার ৯৯৯ রুপি, আর ৬ জিবি+ র্যামসহ পড়বে ১০ হাজার ৯৯৯ রুপি।
অপরদিকে ৪ জিবি+ র্যামসহ রেডমি-১২ ৫জি ফোনটির দাম ১০ হাজার ৯৯৯ রুপি, আর ৬ জিবি+ ও ৮ জিবি+ র্যামের দাম যথাক্রমে ১২ হাজার ৯৯৯ রুপি ও ১৪ হাজার ৯৯৯ রুপি পড়বে।
দুটি ফোনই জেড ব্ল্যাক, মুনস্টোন ও পেস্টেল ব্লু- এই তিন রঙে পাওয়া যাবে। এই ফোনে এনড্রয়েড ১৩ এর সঙ্গে শাওমির নিজস্ব অপারেটিং সিস্টেম মিআইইউআই ১৬ থাকবে। ফোনটিতে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চাজিং সক্ষমতা।
রেডমির-১২ সিরিজের ফোনগুলোতে কার্ভ ডিসপ্লের একেবারে উপরে মাঝ বরাবর হোল পাঞ্চ স্লটে ৮ মেগাপিক্সেল সেন্সরসহ ফ্রন্ট ক্যামেরা আছে। তবে রিয়ার ক্যামেরার ক্ষেত্রে দুই ধরনের মধ্যে ভিন্নতা আছে।
রেডমি-১২ ৪জি ফোনের রিয়ার ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে আল্ট্রা–ওয়াইড–এঙ্গেল এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর রেডমি-১২ ৫জি ফোনে রিয়ার ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
রেডমি-১২ ৪জি ফোনে অক্টাকোর মিডিয়াটেক জি৮৮ চিপসেট ও রেডমি-১২ ৫জি ফোনে অক্টাকোর কোয়ালকম স্নাপড্রাগন ৪ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে। রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জি ফোন দুইটির ভার্চুয়াল র্যাম যথাক্রমে-১২ জিবি ও ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনগুলোর ডিসপ্লে ৬.৭৯ ইঞ্চি ফুল এউচডি প্লাস (১০৮০ x ২৪৬০ পিক্সেল), ৯০ হার্জের রিফ্রেস রেট, টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্জ ও ব্রাইটনেস লেভেল ৪৫০ নিট রয়েছে। ডিসপ্লেতে কোরনিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। রেডমি-১২তে ৫জি এ ৪জি নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, এনএফসি, এবং ইউএসবি সি সংযোগ থাকবে।
হ্যান্ডসেটগুলিতে ৩.৫ মিমি অডিও জ্যাক এবং সাইডে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ধুলা এবং জল প্রতিরোধে আইপি ৩ রেটিং রয়েছে। ফোনগুলির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা হলো ১৬৮.৬০ এমএম x ৭৬.২৮ এমএম x ৮.১৭ এমএম ও ওজন ১৯৯ গ্রাম।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৪ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৫ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
২০ ঘণ্টা আগে