অনলাইন ডেস্ক
রিয়েলমির সাশ্রয়ী স্মার্টফোন রিয়েলমি নারজো ৬০ এক্স ও রিয়েলমির হেডফোন বাডস টি৩০০ একইদিনে বাজারে আসছে। আগামী ৬ সেপ্টেম্বর স্মার্ট ফোন ও হেডফোনটি ভারতের বাজারে কিনতে পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কোম্পানির প্রচারণামূলক পোস্টারে দেখা যায়, ফোনটি সবুজ রংয়ের হবে। মডেলটির ব্যাক প্যানেলের বাম পাশে ওপরের দিকে সামান্য উঁচু গোলাকার ক্যামেরা রয়েছে।
রিয়েলমি এক্স প্ল্যাটফর্মে বলে, লঞ্চিং ইভেন্টে রিয়েলমি বাডস টি৩০০ দেখা যাবে। এয়ারবাডটি সাদা ও কালো রংয়ের হবে বলে জানানো হয়।
রিয়েলমি নারজো ৬০ এক্সের সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা। প্রাইমারি সেন্সর ৬৪ মেগাপিক্সেল ও পোর্ট্রেট লেন্সসহ সেকেন্ডারি সেন্সর ২ মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি+ (২৪০০ x ১০৮০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ১২০ হার্জ
ব্রাইটনেস লেভেল: ৬৮০ নিটস
ফিঙ্গারপ্রিন্ট সেন্স: সাইড–মাউনটেড
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস রিয়ালমি ইউআই ৪.০
চিপসেট: অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ +
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর৪ এক্স র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি (ইউএফএস ২.১)
নেটওয়ার্ক: ৫জি
ইউএসবি: টাইপ সি ২.০ পোর্ট
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট সুপারভক ফাস্ট চার্জিং
রিয়েলমি বাডস টি৩০০
বাডস টি৩০০ তে ১২.৪ এমএম অডিও ড্রাইভার থাকবে। কোম্পানি দাবি করছে, বাডসটি মাত্র ১০ মিনিটের চার্জে ৭ ঘন্টা পর্যন্ত চালানো যাবে।
গত জুলাইতে রিয়েলমি নারজো ৬০ ৫জি ও রিয়েলমি নারজো ৬০ প্রো ৫জি বাজারে আসে। নারজো ৬০ ৫জি মডেলটিতে চিপসেট হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ আর প্রো ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ ব্যবহার করা হয়। মডেল দুটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। বেস ও প্রো মডেলে যথাক্রমে ৩৩ ওয়াট সুপারভক ও ৬৭ ওয়াট সুপারভক ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।
রিয়েলমির সাশ্রয়ী স্মার্টফোন রিয়েলমি নারজো ৬০ এক্স ও রিয়েলমির হেডফোন বাডস টি৩০০ একইদিনে বাজারে আসছে। আগামী ৬ সেপ্টেম্বর স্মার্ট ফোন ও হেডফোনটি ভারতের বাজারে কিনতে পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কোম্পানির প্রচারণামূলক পোস্টারে দেখা যায়, ফোনটি সবুজ রংয়ের হবে। মডেলটির ব্যাক প্যানেলের বাম পাশে ওপরের দিকে সামান্য উঁচু গোলাকার ক্যামেরা রয়েছে।
রিয়েলমি এক্স প্ল্যাটফর্মে বলে, লঞ্চিং ইভেন্টে রিয়েলমি বাডস টি৩০০ দেখা যাবে। এয়ারবাডটি সাদা ও কালো রংয়ের হবে বলে জানানো হয়।
রিয়েলমি নারজো ৬০ এক্সের সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা। প্রাইমারি সেন্সর ৬৪ মেগাপিক্সেল ও পোর্ট্রেট লেন্সসহ সেকেন্ডারি সেন্সর ২ মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি+ (২৪০০ x ১০৮০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ১২০ হার্জ
ব্রাইটনেস লেভেল: ৬৮০ নিটস
ফিঙ্গারপ্রিন্ট সেন্স: সাইড–মাউনটেড
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস রিয়ালমি ইউআই ৪.০
চিপসেট: অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ +
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর৪ এক্স র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি (ইউএফএস ২.১)
নেটওয়ার্ক: ৫জি
ইউএসবি: টাইপ সি ২.০ পোর্ট
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট সুপারভক ফাস্ট চার্জিং
রিয়েলমি বাডস টি৩০০
বাডস টি৩০০ তে ১২.৪ এমএম অডিও ড্রাইভার থাকবে। কোম্পানি দাবি করছে, বাডসটি মাত্র ১০ মিনিটের চার্জে ৭ ঘন্টা পর্যন্ত চালানো যাবে।
গত জুলাইতে রিয়েলমি নারজো ৬০ ৫জি ও রিয়েলমি নারজো ৬০ প্রো ৫জি বাজারে আসে। নারজো ৬০ ৫জি মডেলটিতে চিপসেট হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ আর প্রো ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ ব্যবহার করা হয়। মডেল দুটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। বেস ও প্রো মডেলে যথাক্রমে ৩৩ ওয়াট সুপারভক ও ৬৭ ওয়াট সুপারভক ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৩ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৪ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে