প্রযুক্তি ডেস্ক
নতুন বছরের বাজারে আসছে অনেক নতুন স্মার্টফোন। এর মধ্যেই কিছু ফোনের কনফিগারেশন আনুষ্ঠানিকভাবে জানা গেলেও বেশির ভাগ ক্ষেত্রেই ভরসা রাখতে হচ্ছে অনলাইনে ফাঁস হওয়া তথ্যের ওপর। সূত্র যাই হোক, বিভিন্ন তথ্যের ভিত্তিতে ধারণা করা যাচ্ছে, অনেক উন্নত প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে উন্মোচনের অপেক্ষায় থাকা স্মার্টফোনগুলোতে। এমন কয়েকটি স্মার্টফোন নিয়ে আলোচনা করা হলো—
স্যামসাং গ্যালাক্সি এস২৩
স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোনগুলো সম্ভবত ২০২৩ সালের সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে স্বীকৃতি পেতে পারে। বিভিন্ন সূত্র মোতাবেক, ফেব্রুয়ারির শুরুর দিকেই ফোন গুলি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। অনলাইনে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রাতে থাকতে পারে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। প্রসেসর হিসেবে থাকতে পারে দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮।
গুগল পিক্সেল ৮
২০২৩–এ বাজারে আশা সম্ভাব্য ফোনগুলোর তালিকায় অন্যতম গুগল পিক্সেল ৮। পিক্সেল ৭ চলতি বছরের অক্টোবরে উন্মোচন করা হয়েছে। পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো এতই সাড়া ফেলেছে যে স্মার্টফোন ব্যবহারকারীরা পিক্সেল ৮ নিয়ে এখনই উদ্গ্রীব হয়ে আছেন। এখনো পর্যন্ত ফোনটি সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে, এটিতে ব্যবহার করা হতে পারে টেনসর ৩ চিপসেট। এ ছাড়া, স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ সমর্থন করার পাশাপাশি থাকতে পারে ১২ গিগাবাইট র্যাম।
গুগল পিক্সেল ফোল্ড
ভাঁজযোগ্য ফোন নিয়ে আলোচনা চলছে কয়েক বছর ধরেই। স্যামসাং, মটোরোলা, মাইক্রোসফটসহ বেশ কয়েকটি কোম্পানি এরই মধ্যে এমন ফোন বাজারে এনেছে। গুগলের পিক্সেল ফোল্ড ফোনের কথাও শোনা যাচ্ছে কয়েক বছর ধরে। সম্প্রতি জানা যায়, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে বা মে মাসে গুগলের ফোল্ড ফোন উন্মোচন করা হতে পারে। শোনা যাচ্ছে, গুগল পিক্সেল ফোল্ডে একটি ৭ দশমিক ৬ ইঞ্চি ফোল্ডেবল ওএলইডি স্ক্রিনের পাশাপাশি থাকতে পারে একটি ৫ দশমিক ৮ ইঞ্চির কভার ডিসপ্লে। চিপসেট হিসেবে থাকতে পারে টেনসর বা টেনসর জিটু।
আইফোন ১৫ আলট্রা
আইফোনের ১৫ সিরিজ নিয়ে এর মধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ‘আইফোন ১৫ প্রো ম্যাক্স’–এর বদলে বাজারে আসবে আইফোন ১৫ আলট্রা। তবে সেপ্টেম্বরের আগে বাজারে আসার সম্ভাবনা নেই বললেই চলে। অন্যান্য আইফোনের তুলনায় দামেও অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ফোনের।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫
স্যামসাং-এর পরবর্তী ফোল্ডেবল ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫। ২০২৩ সালের আগস্টের আগে এটি উন্মোচনের কোনো সম্ভাবনা নেই। এই ফোনটি সম্বন্ধে আনুষ্ঠানিকভাবে এখনো তেমন কিছু না জানা গেলেও এই ফোনের বিভিন্ন তথ্য অনলাইনে এর মধ্যেই ফাঁস হয়েছে। এই ফোনে প্রসেসর হিসেবে থাকতে পারে দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ এবং গ্যালাক্সি জেড ফোল্ড ৪–এর অনুরূপ ক্যামেরা থাকতে পারে।
সনি এক্সপেরিয়া আই ৫
সনি এক্সপেরিয়া আই ৪ ছিল চলতি বছরের সবচেয়ে আকর্ষণীয় ফোনগুলোর মধ্যে একটি। এতে ছিল অপটিক্যাল জুম ক্যামেরা। এটি এমন একটি বৈশিষ্ট্য যা অন্য ব্র্যান্ডগুলোর স্মার্টফোনে নেই। এই ফিচারটি সনির এই ফোনটিকে ফ্ল্যাগশিপের ভিড় থেকে আলাদা করেছে। ফোনটির পরবর্তী সংস্করণ সনি এক্সপেরিয়া আই ৫ সম্বন্ধে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানা যায়নি। তবে আশা করা হচ্ছে, এটিতে আগের মতোই দুর্দান্ত ক্যামেরা এবং স্ক্রিন থাকবে। ২০২৩–এর মাঝামাঝি সময়ে স্মার্টফোনটি উন্মোচন করা হতে পারে।
শাওমি ১৩ প্রো
শাওমি ১৩ প্রো চলতি বছরেই উন্মোচন করা হয়েছে। তবে এখন এটি শুধু চীনই পাওয়া যাচ্ছে। আগামী বছরের প্রথম দিকে বিশ্ববাজারে এটি উন্মোচন করা হবে। ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ একটি ৬ দশমিক ৭৩ ইঞ্চির ১৪৪০ x ৩২০০ রেজ্যুলেশনের ওএলইডি ডিসপ্লে, ১২০ ওয়াট ক্ষমতায় চার্জিং সুবিধা এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধাসহ একটি ৪৮২০ এমএএইচ ব্যাটারি থাকবে। প্রসেসর হবে দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ চিপসেট এবং ২১ জিবি পর্যন্ত র্যাম।
ওয়ান প্লাস ১১
আগামী বছরের প্রথম কয়েক মাসের মধ্যেই ওয়ান প্লাস ১১ উন্মোচনের সম্ভাবনা রয়েছে। যার ফলে বাজারে এটিকে প্রতিযোগিতা করতে হবে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ সিরিজ গ্যালাক্সি এস-২৩–এর সঙ্গে। অনলাইনে ফাঁস হওয়া বিভিন্ন তথ্য অনুযায়ী, ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ চিপসেট। ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটে চার্জ করার সুবিধা। এ ছাড়া ক্যামেরা সেটাপে থাকবে— একটি ৫০ মেগাপিক্সেলের মূল সেন্সর, একটি ৪৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ গুন অপটিক্যাল জুমের সুবিধাসহ একটি ৩২ মেগাপিক্সেলের টেলি ফটো লেন্স।
নতুন বছরের বাজারে আসছে অনেক নতুন স্মার্টফোন। এর মধ্যেই কিছু ফোনের কনফিগারেশন আনুষ্ঠানিকভাবে জানা গেলেও বেশির ভাগ ক্ষেত্রেই ভরসা রাখতে হচ্ছে অনলাইনে ফাঁস হওয়া তথ্যের ওপর। সূত্র যাই হোক, বিভিন্ন তথ্যের ভিত্তিতে ধারণা করা যাচ্ছে, অনেক উন্নত প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে উন্মোচনের অপেক্ষায় থাকা স্মার্টফোনগুলোতে। এমন কয়েকটি স্মার্টফোন নিয়ে আলোচনা করা হলো—
স্যামসাং গ্যালাক্সি এস২৩
স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোনগুলো সম্ভবত ২০২৩ সালের সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে স্বীকৃতি পেতে পারে। বিভিন্ন সূত্র মোতাবেক, ফেব্রুয়ারির শুরুর দিকেই ফোন গুলি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। অনলাইনে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রাতে থাকতে পারে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। প্রসেসর হিসেবে থাকতে পারে দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮।
গুগল পিক্সেল ৮
২০২৩–এ বাজারে আশা সম্ভাব্য ফোনগুলোর তালিকায় অন্যতম গুগল পিক্সেল ৮। পিক্সেল ৭ চলতি বছরের অক্টোবরে উন্মোচন করা হয়েছে। পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো এতই সাড়া ফেলেছে যে স্মার্টফোন ব্যবহারকারীরা পিক্সেল ৮ নিয়ে এখনই উদ্গ্রীব হয়ে আছেন। এখনো পর্যন্ত ফোনটি সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে, এটিতে ব্যবহার করা হতে পারে টেনসর ৩ চিপসেট। এ ছাড়া, স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ সমর্থন করার পাশাপাশি থাকতে পারে ১২ গিগাবাইট র্যাম।
গুগল পিক্সেল ফোল্ড
ভাঁজযোগ্য ফোন নিয়ে আলোচনা চলছে কয়েক বছর ধরেই। স্যামসাং, মটোরোলা, মাইক্রোসফটসহ বেশ কয়েকটি কোম্পানি এরই মধ্যে এমন ফোন বাজারে এনেছে। গুগলের পিক্সেল ফোল্ড ফোনের কথাও শোনা যাচ্ছে কয়েক বছর ধরে। সম্প্রতি জানা যায়, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে বা মে মাসে গুগলের ফোল্ড ফোন উন্মোচন করা হতে পারে। শোনা যাচ্ছে, গুগল পিক্সেল ফোল্ডে একটি ৭ দশমিক ৬ ইঞ্চি ফোল্ডেবল ওএলইডি স্ক্রিনের পাশাপাশি থাকতে পারে একটি ৫ দশমিক ৮ ইঞ্চির কভার ডিসপ্লে। চিপসেট হিসেবে থাকতে পারে টেনসর বা টেনসর জিটু।
আইফোন ১৫ আলট্রা
আইফোনের ১৫ সিরিজ নিয়ে এর মধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ‘আইফোন ১৫ প্রো ম্যাক্স’–এর বদলে বাজারে আসবে আইফোন ১৫ আলট্রা। তবে সেপ্টেম্বরের আগে বাজারে আসার সম্ভাবনা নেই বললেই চলে। অন্যান্য আইফোনের তুলনায় দামেও অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ফোনের।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫
স্যামসাং-এর পরবর্তী ফোল্ডেবল ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫। ২০২৩ সালের আগস্টের আগে এটি উন্মোচনের কোনো সম্ভাবনা নেই। এই ফোনটি সম্বন্ধে আনুষ্ঠানিকভাবে এখনো তেমন কিছু না জানা গেলেও এই ফোনের বিভিন্ন তথ্য অনলাইনে এর মধ্যেই ফাঁস হয়েছে। এই ফোনে প্রসেসর হিসেবে থাকতে পারে দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ এবং গ্যালাক্সি জেড ফোল্ড ৪–এর অনুরূপ ক্যামেরা থাকতে পারে।
সনি এক্সপেরিয়া আই ৫
সনি এক্সপেরিয়া আই ৪ ছিল চলতি বছরের সবচেয়ে আকর্ষণীয় ফোনগুলোর মধ্যে একটি। এতে ছিল অপটিক্যাল জুম ক্যামেরা। এটি এমন একটি বৈশিষ্ট্য যা অন্য ব্র্যান্ডগুলোর স্মার্টফোনে নেই। এই ফিচারটি সনির এই ফোনটিকে ফ্ল্যাগশিপের ভিড় থেকে আলাদা করেছে। ফোনটির পরবর্তী সংস্করণ সনি এক্সপেরিয়া আই ৫ সম্বন্ধে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানা যায়নি। তবে আশা করা হচ্ছে, এটিতে আগের মতোই দুর্দান্ত ক্যামেরা এবং স্ক্রিন থাকবে। ২০২৩–এর মাঝামাঝি সময়ে স্মার্টফোনটি উন্মোচন করা হতে পারে।
শাওমি ১৩ প্রো
শাওমি ১৩ প্রো চলতি বছরেই উন্মোচন করা হয়েছে। তবে এখন এটি শুধু চীনই পাওয়া যাচ্ছে। আগামী বছরের প্রথম দিকে বিশ্ববাজারে এটি উন্মোচন করা হবে। ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ একটি ৬ দশমিক ৭৩ ইঞ্চির ১৪৪০ x ৩২০০ রেজ্যুলেশনের ওএলইডি ডিসপ্লে, ১২০ ওয়াট ক্ষমতায় চার্জিং সুবিধা এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধাসহ একটি ৪৮২০ এমএএইচ ব্যাটারি থাকবে। প্রসেসর হবে দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ চিপসেট এবং ২১ জিবি পর্যন্ত র্যাম।
ওয়ান প্লাস ১১
আগামী বছরের প্রথম কয়েক মাসের মধ্যেই ওয়ান প্লাস ১১ উন্মোচনের সম্ভাবনা রয়েছে। যার ফলে বাজারে এটিকে প্রতিযোগিতা করতে হবে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ সিরিজ গ্যালাক্সি এস-২৩–এর সঙ্গে। অনলাইনে ফাঁস হওয়া বিভিন্ন তথ্য অনুযায়ী, ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ চিপসেট। ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটে চার্জ করার সুবিধা। এ ছাড়া ক্যামেরা সেটাপে থাকবে— একটি ৫০ মেগাপিক্সেলের মূল সেন্সর, একটি ৪৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ গুন অপটিক্যাল জুমের সুবিধাসহ একটি ৩২ মেগাপিক্সেলের টেলি ফটো লেন্স।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৬ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৬ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
২১ ঘণ্টা আগে