অনলাইন ডেস্ক
ফোল্ডেবল ডিভাইসের দুনিয়ায় নতুন চমক আনবে অ্যাপল। স্যামসাং, ওয়ানপ্লাস, অপ্পো ও মটোরোলার মতো ফ্লোডিং ফোন নয়, কোম্পানিটি আনবে ফ্লোডিং আইপ্যাড। ২০২৪ সালের শেষে বা ২০২৫ সালের শুরুতে ফোল্ডেবল আইপ্যাড বাজারে আসতে পারে। ডিজিটাইমসের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বিভিন্ন সূত্র বলছে, চার বছর ধরে ফোল্ডেবল ডিভাইস নিয়ে কাজ করছে অ্যাপল। ডিভাইসগুলো নকশায় বারবার পরিবর্তন আনছে কোম্পানিটি। এখনো ফোল্ডেবল ডিভাইসের নকশা চূড়ান্ত হয়নি। ডিসপ্লে প্যানেল ও হিনজের (একধরনের কবজা, যা দুটি বস্তুকে সংযুক্ত করে) উন্নয়নে গুরুত্ব দিচ্ছে অ্যাপল।
স্যামসাং থেকে ফোল্ডেবল ডিসপ্লে কিনতে পারে অ্যাপল
স্যামসাং ও এলজির ডিসপ্লে পেতে আলাপ-আলোচনা শুরু করেছে অ্যাপল। কোম্পানিটি ডিসপ্লের ভাঁজ নিয়ে উদ্বিগ্ন। ডিসপ্লের ভাঁজ যেন বেশি দৃশ্যমান না হয়, এ জন্য অ্যাপল চেষ্টা করছে।
আরও সাধারণ ডিজাইনে হিনজকে তৈরি করতে চাইছে অ্যাপল। তবে অ্যাপল বেশি কর্মক্ষম, সাশ্রয়ী এবং সহজে প্রস্তুতযোগ্য হিনজ ডিজাইন করেছে বলে ধারণা করা হচ্ছে।
ফোল্ডেবল আইপ্যাড তৈরির কারণ
ডিজিটাইম বলছে, দুটি কারণে ফোল্ডেবল আইফোনের পরিবর্তে ফোল্ডেবল আইপ্যাড তৈরি করবে অ্যাপল। প্রথম কারণ হলো–আইপ্যাডওস ফোল্ডেবল ডিভাইসের সঙ্গে বেশি কার্যকার। আইফোনের চেয়ে ট্যাবলেটের বাজার ছোট হওয়া এর দ্বিতীয় কারণ। তাই প্রথম ফোল্ডেবল ডিভাইস নিয়ে কোনো সমস্যা দেখা দিলেও তা কোম্পানির ওপর বেশি প্রভাব ফেলবে না। সহজেই ক্ষতি পুষিয়ে নিতে পারবে অ্যাপল।
ট্যাবলেট বাজারে শীর্ষে রয়েছে অ্যাপল। যদিও চলতি বছরে অ্যাপলের ট্যাবলেট বিক্রি ১৬ দশমিক ৮ শতাংশ কমেছে। কারণ বিশ্বে ট্যাবলেটের বাজার ছোট হয়ে আসছে। চলতি বছরে ট্যাবলেটের বাজারে বিক্রি ২৯ দশমিক ৯ শতাংশ কমেছে। তবে ফোল্ডেবল আইপ্যাডের মাধ্যমে অ্যাপল বিশ্বের ট্যাবলেটের বাজারকে চাঙা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
ফোল্ডেবল আইফোনও আসতে পারে
বিভিন্ন সূত্র বলেছে, ফোল্ডেবল আইপ্যাড সফল হলে অ্যাপল পরবর্তী সময়ে ফোল্ডেবল আইফোনও নিয়ে আসতে পারে। তবে ২০২৫ বা ২০২৬ সালের আগে ফোল্ডেবল আইফোন আসার সুযোগ কম। সুতরাং স্যামসাংয়ের গ্যালাক্সি জি ফোল্ড ও গ্যালাক্সি জি ফ্লিপ ফোল্ডিং ফোনের সঙ্গে এখনই প্রতিযোগিতায় নামছে না অ্যাপল।
অ্যাপল সব সময়ই চমক দিয়ে নতুন ডিভাইস নিয়ে আসে। এ ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না বলে আশা করা যায়।
ফোল্ডেবল ডিভাইসের দুনিয়ায় নতুন চমক আনবে অ্যাপল। স্যামসাং, ওয়ানপ্লাস, অপ্পো ও মটোরোলার মতো ফ্লোডিং ফোন নয়, কোম্পানিটি আনবে ফ্লোডিং আইপ্যাড। ২০২৪ সালের শেষে বা ২০২৫ সালের শুরুতে ফোল্ডেবল আইপ্যাড বাজারে আসতে পারে। ডিজিটাইমসের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বিভিন্ন সূত্র বলছে, চার বছর ধরে ফোল্ডেবল ডিভাইস নিয়ে কাজ করছে অ্যাপল। ডিভাইসগুলো নকশায় বারবার পরিবর্তন আনছে কোম্পানিটি। এখনো ফোল্ডেবল ডিভাইসের নকশা চূড়ান্ত হয়নি। ডিসপ্লে প্যানেল ও হিনজের (একধরনের কবজা, যা দুটি বস্তুকে সংযুক্ত করে) উন্নয়নে গুরুত্ব দিচ্ছে অ্যাপল।
স্যামসাং থেকে ফোল্ডেবল ডিসপ্লে কিনতে পারে অ্যাপল
স্যামসাং ও এলজির ডিসপ্লে পেতে আলাপ-আলোচনা শুরু করেছে অ্যাপল। কোম্পানিটি ডিসপ্লের ভাঁজ নিয়ে উদ্বিগ্ন। ডিসপ্লের ভাঁজ যেন বেশি দৃশ্যমান না হয়, এ জন্য অ্যাপল চেষ্টা করছে।
আরও সাধারণ ডিজাইনে হিনজকে তৈরি করতে চাইছে অ্যাপল। তবে অ্যাপল বেশি কর্মক্ষম, সাশ্রয়ী এবং সহজে প্রস্তুতযোগ্য হিনজ ডিজাইন করেছে বলে ধারণা করা হচ্ছে।
ফোল্ডেবল আইপ্যাড তৈরির কারণ
ডিজিটাইম বলছে, দুটি কারণে ফোল্ডেবল আইফোনের পরিবর্তে ফোল্ডেবল আইপ্যাড তৈরি করবে অ্যাপল। প্রথম কারণ হলো–আইপ্যাডওস ফোল্ডেবল ডিভাইসের সঙ্গে বেশি কার্যকার। আইফোনের চেয়ে ট্যাবলেটের বাজার ছোট হওয়া এর দ্বিতীয় কারণ। তাই প্রথম ফোল্ডেবল ডিভাইস নিয়ে কোনো সমস্যা দেখা দিলেও তা কোম্পানির ওপর বেশি প্রভাব ফেলবে না। সহজেই ক্ষতি পুষিয়ে নিতে পারবে অ্যাপল।
ট্যাবলেট বাজারে শীর্ষে রয়েছে অ্যাপল। যদিও চলতি বছরে অ্যাপলের ট্যাবলেট বিক্রি ১৬ দশমিক ৮ শতাংশ কমেছে। কারণ বিশ্বে ট্যাবলেটের বাজার ছোট হয়ে আসছে। চলতি বছরে ট্যাবলেটের বাজারে বিক্রি ২৯ দশমিক ৯ শতাংশ কমেছে। তবে ফোল্ডেবল আইপ্যাডের মাধ্যমে অ্যাপল বিশ্বের ট্যাবলেটের বাজারকে চাঙা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
ফোল্ডেবল আইফোনও আসতে পারে
বিভিন্ন সূত্র বলেছে, ফোল্ডেবল আইপ্যাড সফল হলে অ্যাপল পরবর্তী সময়ে ফোল্ডেবল আইফোনও নিয়ে আসতে পারে। তবে ২০২৫ বা ২০২৬ সালের আগে ফোল্ডেবল আইফোন আসার সুযোগ কম। সুতরাং স্যামসাংয়ের গ্যালাক্সি জি ফোল্ড ও গ্যালাক্সি জি ফ্লিপ ফোল্ডিং ফোনের সঙ্গে এখনই প্রতিযোগিতায় নামছে না অ্যাপল।
অ্যাপল সব সময়ই চমক দিয়ে নতুন ডিভাইস নিয়ে আসে। এ ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না বলে আশা করা যায়।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৫ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৬ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
২০ ঘণ্টা আগে