অনলাইন ডেস্ক
অবশেষে বাজারে এসেছে বহুল প্রতীক্ষিত স্যামসাং এস ২৪ সিরিজ। এর আওতায় গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা রয়েছে। ফাঁস হওয়া অসংখ্য তথ্য ও গুজবকে সত্য করে নতুন ফ্ল্যাগশিপ মডেলগুলোয় থাকছে নতুন লাইভ ট্রান্সলেট, নোট অ্যাসিস্ট ও সার্কেল টু সার্চ ফিচার। এছাড়া ‘গ্যালাক্সি এআই’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারও যুক্ত হচ্ছে। সেই সঙ্গে সাত বছরের সফটওয়্যার আপডেটের সুবিধাও দেওয়া হবে।
ব্যাটারি লাইফ ও ডিসপ্লের আকারও বাড়ানো হয়েছে এস ২৪ সিরিজে। গ্যালাক্সি এস ২৪ সিরিজে স্ন্যাপড্রাগন ৮ জেন চিপসেটের একটু পরিবর্তন সংস্করণ ব্যবহার করা হয়েছে। যা ‘স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এসওসি ফর গ্যালাক্সি’ হিসেবে কোম্পানিটি পরিচিত করিয়েছে। এই মডেলে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে ও এর সঙ্গে এস পেনও পাওয়া যাবে। অপরদিকে গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে অ্যালুমিনিয়াম আর্মার ফ্রেম ব্যবহার করা হয়েছে।
গ্যালাক্সি এস ২৪ সিরিজের দাম
গ্যালাক্সি এস ২৪ ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ৭৯৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ৮৫৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ প্লাস ১২ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ৯৯৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ প্লাস ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ১১৯৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ আলট্রা ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ১২৯৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ আলট্রা ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ১৪১৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ আলট্রা ১২ জিবি র্যাম ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ১৬৫৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ৫০ মেগাপিক্সেল ওয়াইড, ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সেন্সর।
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
আয়তন: দৈর্ঘ্য ৭০.৬ x প্রস্থ ১৪৭ x উচ্চতা ৭.৬ এম এম
ওজন: ১৬৭ গ্রাম
সিম: ৫ জি
ডিসপ্লে: ৬ দশমিক ২ ইঞ্চি ডাইনামিক অ্যামলেড ২ এক্স
গঠন: অ্যালুমিনিয়াম আর্মার ফ্রেম
রেজল্যুশন: ২৩৪০ x ১০৮০ (এফএইচডি প্লাস)
ব্রাইটনেস: ২৬০০ নিটস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
চিপসেট: এক্সিনস ২৪০০ বা স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (অঞ্চলভিত্তিক)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১
মেমোরি: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: সি
আইপি রেটিং: ৬৮
ব্যাটারি: ৪০০০ এমএএইচ
চার্জিং: সুপার ফাস্ট চার্জিং ২৫ ওয়াট ও ফাস্ট ওয়ারলেস চার্জিং ২.০
রং: হলুদ, বেগুনি, ধূসর, সবুজ, স্যাফেয়ার নীল ও কমলা
গ্যালাক্সি এস ২৪ প্লাস এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ৫০ মেগাপিক্সেল ওয়াইড, ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সেন্সর।
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি
আয়তন: দৈর্ঘ্য ৭৫.৯ x প্রস্থ ১৫৮.৫ x উচ্চতা ৭.৭ এম এম
ওজন: ১৯৬ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ডাইনামিক অ্যামলেড ২ এক্স
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
গঠন: অ্যালুমিনিয়াম আর্মার ফ্রেম
রেজল্যুশন: ৩১২০ x ১৪৪০ (কোয়াড এইচডি প্লাস)
চিপসেট: এক্সিনস ২৪০০ বা স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (অঞ্চলভিত্তিক)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১
মেমোরি: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ বা ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: সি
আইপি রেটিং: ৬৮
ব্যাটারি: ৪৯০০ এমএএইচ
চার্জিং: সুপার ফাস্ট চার্জিং ৪৫ ওয়াট ও ফাস্ট ওয়ারলেস চার্জিং ২.০
রং: হলুদ, বেগুনি, ধূসর, সবুজ, স্যাফেয়ার নীল ও কমলা
গ্যালাক্সি এস ২৪ আলট্রার স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স, ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: দৈর্ঘ্য ১৬২.৩ x প্রস্থ ৭৯.০ x উচ্চতা ৮.৬ এম এম
ওজন: ২৩২ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৮ ইঞ্চি ডাইনামিক অ্যামলেড ২ এক্স
ব্রাইটনেস: ২৬০০ নিটস
গঠন: টাইটানিয়াম ফ্রেম
রেজল্যুশন: ৩১২০ x ১৪৪০ (কোয়াড এইচডি প্লাস)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এসওসি ফর গ্যালাক্সি
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১
মেমোরি: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: সি
আইপি রেটিং: ৬৮
ব্যাটারি: ৫০০০ এমএইচ
চার্জিং: ৪৫ ওয়াট ওয়্যারড ও ১৫ ওয়াট ওয়্যারলেস
রং: টাইটানিয়াম ধূসর, টাইটানিয়াম কালো, টাইটানিয়াম বেগুনি, টাইটানিয়াম হলুদ
অবশেষে বাজারে এসেছে বহুল প্রতীক্ষিত স্যামসাং এস ২৪ সিরিজ। এর আওতায় গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা রয়েছে। ফাঁস হওয়া অসংখ্য তথ্য ও গুজবকে সত্য করে নতুন ফ্ল্যাগশিপ মডেলগুলোয় থাকছে নতুন লাইভ ট্রান্সলেট, নোট অ্যাসিস্ট ও সার্কেল টু সার্চ ফিচার। এছাড়া ‘গ্যালাক্সি এআই’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারও যুক্ত হচ্ছে। সেই সঙ্গে সাত বছরের সফটওয়্যার আপডেটের সুবিধাও দেওয়া হবে।
ব্যাটারি লাইফ ও ডিসপ্লের আকারও বাড়ানো হয়েছে এস ২৪ সিরিজে। গ্যালাক্সি এস ২৪ সিরিজে স্ন্যাপড্রাগন ৮ জেন চিপসেটের একটু পরিবর্তন সংস্করণ ব্যবহার করা হয়েছে। যা ‘স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এসওসি ফর গ্যালাক্সি’ হিসেবে কোম্পানিটি পরিচিত করিয়েছে। এই মডেলে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে ও এর সঙ্গে এস পেনও পাওয়া যাবে। অপরদিকে গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে অ্যালুমিনিয়াম আর্মার ফ্রেম ব্যবহার করা হয়েছে।
গ্যালাক্সি এস ২৪ সিরিজের দাম
গ্যালাক্সি এস ২৪ ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ৭৯৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ৮৫৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ প্লাস ১২ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ৯৯৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ প্লাস ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ১১৯৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ আলট্রা ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ১২৯৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ আলট্রা ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ১৪১৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ আলট্রা ১২ জিবি র্যাম ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ১৬৫৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ৫০ মেগাপিক্সেল ওয়াইড, ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সেন্সর।
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
আয়তন: দৈর্ঘ্য ৭০.৬ x প্রস্থ ১৪৭ x উচ্চতা ৭.৬ এম এম
ওজন: ১৬৭ গ্রাম
সিম: ৫ জি
ডিসপ্লে: ৬ দশমিক ২ ইঞ্চি ডাইনামিক অ্যামলেড ২ এক্স
গঠন: অ্যালুমিনিয়াম আর্মার ফ্রেম
রেজল্যুশন: ২৩৪০ x ১০৮০ (এফএইচডি প্লাস)
ব্রাইটনেস: ২৬০০ নিটস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
চিপসেট: এক্সিনস ২৪০০ বা স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (অঞ্চলভিত্তিক)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১
মেমোরি: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: সি
আইপি রেটিং: ৬৮
ব্যাটারি: ৪০০০ এমএএইচ
চার্জিং: সুপার ফাস্ট চার্জিং ২৫ ওয়াট ও ফাস্ট ওয়ারলেস চার্জিং ২.০
রং: হলুদ, বেগুনি, ধূসর, সবুজ, স্যাফেয়ার নীল ও কমলা
গ্যালাক্সি এস ২৪ প্লাস এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ৫০ মেগাপিক্সেল ওয়াইড, ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সেন্সর।
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি
আয়তন: দৈর্ঘ্য ৭৫.৯ x প্রস্থ ১৫৮.৫ x উচ্চতা ৭.৭ এম এম
ওজন: ১৯৬ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ডাইনামিক অ্যামলেড ২ এক্স
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
গঠন: অ্যালুমিনিয়াম আর্মার ফ্রেম
রেজল্যুশন: ৩১২০ x ১৪৪০ (কোয়াড এইচডি প্লাস)
চিপসেট: এক্সিনস ২৪০০ বা স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (অঞ্চলভিত্তিক)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১
মেমোরি: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ বা ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: সি
আইপি রেটিং: ৬৮
ব্যাটারি: ৪৯০০ এমএএইচ
চার্জিং: সুপার ফাস্ট চার্জিং ৪৫ ওয়াট ও ফাস্ট ওয়ারলেস চার্জিং ২.০
রং: হলুদ, বেগুনি, ধূসর, সবুজ, স্যাফেয়ার নীল ও কমলা
গ্যালাক্সি এস ২৪ আলট্রার স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স, ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: দৈর্ঘ্য ১৬২.৩ x প্রস্থ ৭৯.০ x উচ্চতা ৮.৬ এম এম
ওজন: ২৩২ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৮ ইঞ্চি ডাইনামিক অ্যামলেড ২ এক্স
ব্রাইটনেস: ২৬০০ নিটস
গঠন: টাইটানিয়াম ফ্রেম
রেজল্যুশন: ৩১২০ x ১৪৪০ (কোয়াড এইচডি প্লাস)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এসওসি ফর গ্যালাক্সি
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১
মেমোরি: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: সি
আইপি রেটিং: ৬৮
ব্যাটারি: ৫০০০ এমএইচ
চার্জিং: ৪৫ ওয়াট ওয়্যারড ও ১৫ ওয়াট ওয়্যারলেস
রং: টাইটানিয়াম ধূসর, টাইটানিয়াম কালো, টাইটানিয়াম বেগুনি, টাইটানিয়াম হলুদ
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৩ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৪ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে