অনলাইন ডেস্ক
অ্যাপলের আইওএস–১৭ সিরিজের জন্য অপেক্ষা ফুরিয়ে আসছে। আইফোন অপারেটিং সিস্টেটেমের অধুনা এই মডেল সম্ভবত আসছে সেপ্টেম্বরেই বাজারে পাওয়া যাবে। অ্যাপলের এই নতুন ফোন নিয়ে আলোচনা চলছে বেশ অনেকদিন ধরে। গ্যাজেটপ্রেমীরা এরই মধ্যে খুঁজে দেখছেন এই ফোনে কি কি ফিচার বা সুবিধা আছে। আইওএস-১৭ বাজারে ছাড়ার আগে অ্যাপল ফোনটির প্রাইভেসি ও নিরাপত্তার উন্নয়নে কাজ করবে বলে ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
গত জুনের প্রথম সপ্তাহে অ্যাপলের বার্ষিক বৈশ্বিক ডেভলপার সম্মেলনে (WWDC) আইওস-১৭ ও এর কিছু চমকপ্রদ ফিচার চালুর ঘোষণা দেওয়া হয়। আইওএস–১৬ বাজারে আনার পর থেকেই অ্যাপল নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে করছে। এইবারের আপডেটে তার প্রতিফলন দেখা যেতে পারে।
আইওএস-১৭: অ্যাপলের নতুন ফোনে নতুন যত ফিচার
চেক ইন: আপনি নির্ধারিত সময়ে বাসায় পৌঁছাতে না পারলে আপনার বাছাই করা কন্টাক্টগুলোর কাছে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে যাবে। আপনি ঠিক আছেন কিনা সেই তথ্য সেখানে থাকবে। সেই সঙ্গে আপনার অবস্থানও প্রিয়জনের কাছে চলে যাবে।
লকডাউন মোড: আইওএস-১৭ ফোনে সাংবাদিক ও ভিন্নমতাবলম্বীদের নিরাপত্তার কথা ভেবে নতুন ফিচার যোগ করা হয়েছে। এর নাম লকডাউন মোড। আইফোন স্পাইওয়্যারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে ফোনটি সঙ্গে সঙ্গে লকডাউন মোডে চলে যাবে। এই ফিচার সবার জন্য উন্মুক্ত নয়। এই ফিচারের ফলে ফোন সরাসরি ২-জি নেটওয়ার্ক বা অনিরাপদ ওয়ারলেসে সংযুক্ত হতে পারবে না। এই ফিচারটি অ্যাপেলের ঘড়ির সঙ্গেও পরবর্তীতে সংযুক্ত করা হবে।
লিংক ট্র্যাকিং প্রটেকশন: কোনো লিংক ব্রাউজ করার সময় বিজ্ঞাপনদাতারা যে অংশ ট্র্যাক করে, এই ফিচার সে অংশগুলো সরিয়ে ফেলবে। বিভিন্ন ধরনের অ্যাপস, মেসেজিং ও সাফারিতে প্রাইভেট ব্রাউজিং এই নিরাপত্তার আওতায় থাকবে। ফলে ব্যক্তিগত তথ্য তৃতীয় কোনো পক্ষ চুরি করতে পারবে না।
পাসওয়ার্ড এবং পাস–কি শেয়ারিং: সাধারণত কেউ পাসওয়ার্ড ও পাস–কি শেয়ার করতে চান না। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে স্ট্রিমিং সার্ভিস বা অন্য কোনো প্ল্যাটফর্মের পাসওয়ার্ড ও পাস–কি শেয়ার করতে চাইলে সরাসরি বার্তা না পাঠিয়ে ‘টু ফ্যাক্টর’ কোডের মাধ্যমে করা যাবে। ফলে এর নিরাপত্তা জোরদার হবে।
লাইভ ভয়েসমেইল
আইওএস–১৭ ফোনে কেউ কল করলে এবং মেসেজ দিলে তার লাইভ কপি দেখা যাবে। ফোনকল ও মেসেজের উত্তর কেউ দেবে নাকি প্রত্যাখ্যান করবে তা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে।
অ্যাপলের আইওএস–১৭ সিরিজের জন্য অপেক্ষা ফুরিয়ে আসছে। আইফোন অপারেটিং সিস্টেটেমের অধুনা এই মডেল সম্ভবত আসছে সেপ্টেম্বরেই বাজারে পাওয়া যাবে। অ্যাপলের এই নতুন ফোন নিয়ে আলোচনা চলছে বেশ অনেকদিন ধরে। গ্যাজেটপ্রেমীরা এরই মধ্যে খুঁজে দেখছেন এই ফোনে কি কি ফিচার বা সুবিধা আছে। আইওএস-১৭ বাজারে ছাড়ার আগে অ্যাপল ফোনটির প্রাইভেসি ও নিরাপত্তার উন্নয়নে কাজ করবে বলে ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
গত জুনের প্রথম সপ্তাহে অ্যাপলের বার্ষিক বৈশ্বিক ডেভলপার সম্মেলনে (WWDC) আইওস-১৭ ও এর কিছু চমকপ্রদ ফিচার চালুর ঘোষণা দেওয়া হয়। আইওএস–১৬ বাজারে আনার পর থেকেই অ্যাপল নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে করছে। এইবারের আপডেটে তার প্রতিফলন দেখা যেতে পারে।
আইওএস-১৭: অ্যাপলের নতুন ফোনে নতুন যত ফিচার
চেক ইন: আপনি নির্ধারিত সময়ে বাসায় পৌঁছাতে না পারলে আপনার বাছাই করা কন্টাক্টগুলোর কাছে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে যাবে। আপনি ঠিক আছেন কিনা সেই তথ্য সেখানে থাকবে। সেই সঙ্গে আপনার অবস্থানও প্রিয়জনের কাছে চলে যাবে।
লকডাউন মোড: আইওএস-১৭ ফোনে সাংবাদিক ও ভিন্নমতাবলম্বীদের নিরাপত্তার কথা ভেবে নতুন ফিচার যোগ করা হয়েছে। এর নাম লকডাউন মোড। আইফোন স্পাইওয়্যারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে ফোনটি সঙ্গে সঙ্গে লকডাউন মোডে চলে যাবে। এই ফিচার সবার জন্য উন্মুক্ত নয়। এই ফিচারের ফলে ফোন সরাসরি ২-জি নেটওয়ার্ক বা অনিরাপদ ওয়ারলেসে সংযুক্ত হতে পারবে না। এই ফিচারটি অ্যাপেলের ঘড়ির সঙ্গেও পরবর্তীতে সংযুক্ত করা হবে।
লিংক ট্র্যাকিং প্রটেকশন: কোনো লিংক ব্রাউজ করার সময় বিজ্ঞাপনদাতারা যে অংশ ট্র্যাক করে, এই ফিচার সে অংশগুলো সরিয়ে ফেলবে। বিভিন্ন ধরনের অ্যাপস, মেসেজিং ও সাফারিতে প্রাইভেট ব্রাউজিং এই নিরাপত্তার আওতায় থাকবে। ফলে ব্যক্তিগত তথ্য তৃতীয় কোনো পক্ষ চুরি করতে পারবে না।
পাসওয়ার্ড এবং পাস–কি শেয়ারিং: সাধারণত কেউ পাসওয়ার্ড ও পাস–কি শেয়ার করতে চান না। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে স্ট্রিমিং সার্ভিস বা অন্য কোনো প্ল্যাটফর্মের পাসওয়ার্ড ও পাস–কি শেয়ার করতে চাইলে সরাসরি বার্তা না পাঠিয়ে ‘টু ফ্যাক্টর’ কোডের মাধ্যমে করা যাবে। ফলে এর নিরাপত্তা জোরদার হবে।
লাইভ ভয়েসমেইল
আইওএস–১৭ ফোনে কেউ কল করলে এবং মেসেজ দিলে তার লাইভ কপি দেখা যাবে। ফোনকল ও মেসেজের উত্তর কেউ দেবে নাকি প্রত্যাখ্যান করবে তা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৩ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৪ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে