অনলাইন ডেস্ক
নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনের প্রথম দিনে ‘আইওএস ১৮’ অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। নতুন আপডেটটির মাধ্যমে নতুন কাস্টমাইজেশন, হোমস্ক্রিনের কালার অপশন, স্যাটেলাইটের মাধ্যমে আইমেসেজ ও এসএমএস পাঠানোর সুবিধা এবং এআইভিত্তিক বিভিন্ন ফিচার আইফোনে ব্যবহার করা যাবে। তবে এই আপডেট আইফোনের সব মডেলে পাওয়া যাবে না।
বর্তমানে আইওএস ১৮ ডেভেলপার বেটা সংস্করণ পাওয়া যাচ্ছে। আগামী সেপ্টেম্বর নাগাদ সব ব্যবহারকারী অপারেটিং সিস্টেমটি ব্যবহারের সুযোগ পাবেন। আইফোনের যেসব মডেলে আইওএস ১৮ আপডেট পাওয়া যাবে সেগুলো হলো—আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্স আর এবং আইফোন এসই (দ্বিতীয় প্রজন্ম থেকে পরবর্তী সংস্করণ)।
সুতরাং আইফোন ১১ সিরিজের আগের সিরিজগুলোতে এই আপডেট পাওয়া যাবে না। কোম্পানির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে ‘অ্যাপল ইন্টিলেজেন্স’ হিসেবে পরিচিত করিয়েছে অ্যাপল। এই নতুন প্রযুক্তি আইওএস ১৮ আপডেটের মাধ্যমে পাওয়া যাবে। তবে এআই প্রযুক্তি বেশির ভাগ ফিচার পাওয়ার জন্য আইফোনে এ১৭ প্রো চিপ প্রয়োজন। অর্থাৎ আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে।
আইওএসের ১৮ এর মাধ্যমে কন্ট্রোল সেন্টার ও হোম স্ক্রিনকে নিজের মতো করে সাজাতে পারবেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো মতো হোমস্ক্রিনের যে কোনো জায়গায় অ্যাপ আইকোনগুলো রাখা যাবে। আপডেটের মাধ্যমে পরবর্তীতে কিছু অ্যাপ লক করে রাখারও সুযোগ দেবে অ্যাপল।
ফটোজ অ্যাপের নকশাও পুরো পরিবর্তন করেছে অ্যাপল। নতুন গেম মোডও চালু করা হয়েছে। এটি গেম খেলার সময় ব্যাকগ্রাউন্ডের অ্যাক্টিভিটিগুলো কমিয়ে রাখবে। ফলে ডিভাইসের চার্জ কম ফুরাবে।
আইওএস ১৮ এর মাধ্যমে মেইল, মেসেজ ও ছবির জন্য বিভিন্ন যুক্ত করেছে অ্যাপল। ইমেইলে সারাংশ তৈরি থেকে শুরু করে ইমেইলের উত্তর তৈরি করে দেবে। নির্দেশনা দিয়ে কাস্টম ইমোজি তৈরির জন্য নতুন জেনমোজি ফিচার যুক্ত করছে অ্যাপল। এ ছাড়া এআই দিয়ে ছবি তৈরির জন্য ‘ইমেজ প্লেগ্রাউন্ড’ ফিচার নিয়ে আসবে।
তথ্যসূত্র: টমস গাউড
নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনের প্রথম দিনে ‘আইওএস ১৮’ অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। নতুন আপডেটটির মাধ্যমে নতুন কাস্টমাইজেশন, হোমস্ক্রিনের কালার অপশন, স্যাটেলাইটের মাধ্যমে আইমেসেজ ও এসএমএস পাঠানোর সুবিধা এবং এআইভিত্তিক বিভিন্ন ফিচার আইফোনে ব্যবহার করা যাবে। তবে এই আপডেট আইফোনের সব মডেলে পাওয়া যাবে না।
বর্তমানে আইওএস ১৮ ডেভেলপার বেটা সংস্করণ পাওয়া যাচ্ছে। আগামী সেপ্টেম্বর নাগাদ সব ব্যবহারকারী অপারেটিং সিস্টেমটি ব্যবহারের সুযোগ পাবেন। আইফোনের যেসব মডেলে আইওএস ১৮ আপডেট পাওয়া যাবে সেগুলো হলো—আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্স আর এবং আইফোন এসই (দ্বিতীয় প্রজন্ম থেকে পরবর্তী সংস্করণ)।
সুতরাং আইফোন ১১ সিরিজের আগের সিরিজগুলোতে এই আপডেট পাওয়া যাবে না। কোম্পানির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে ‘অ্যাপল ইন্টিলেজেন্স’ হিসেবে পরিচিত করিয়েছে অ্যাপল। এই নতুন প্রযুক্তি আইওএস ১৮ আপডেটের মাধ্যমে পাওয়া যাবে। তবে এআই প্রযুক্তি বেশির ভাগ ফিচার পাওয়ার জন্য আইফোনে এ১৭ প্রো চিপ প্রয়োজন। অর্থাৎ আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে।
আইওএসের ১৮ এর মাধ্যমে কন্ট্রোল সেন্টার ও হোম স্ক্রিনকে নিজের মতো করে সাজাতে পারবেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো মতো হোমস্ক্রিনের যে কোনো জায়গায় অ্যাপ আইকোনগুলো রাখা যাবে। আপডেটের মাধ্যমে পরবর্তীতে কিছু অ্যাপ লক করে রাখারও সুযোগ দেবে অ্যাপল।
ফটোজ অ্যাপের নকশাও পুরো পরিবর্তন করেছে অ্যাপল। নতুন গেম মোডও চালু করা হয়েছে। এটি গেম খেলার সময় ব্যাকগ্রাউন্ডের অ্যাক্টিভিটিগুলো কমিয়ে রাখবে। ফলে ডিভাইসের চার্জ কম ফুরাবে।
আইওএস ১৮ এর মাধ্যমে মেইল, মেসেজ ও ছবির জন্য বিভিন্ন যুক্ত করেছে অ্যাপল। ইমেইলে সারাংশ তৈরি থেকে শুরু করে ইমেইলের উত্তর তৈরি করে দেবে। নির্দেশনা দিয়ে কাস্টম ইমোজি তৈরির জন্য নতুন জেনমোজি ফিচার যুক্ত করছে অ্যাপল। এ ছাড়া এআই দিয়ে ছবি তৈরির জন্য ‘ইমেজ প্লেগ্রাউন্ড’ ফিচার নিয়ে আসবে।
তথ্যসূত্র: টমস গাউড
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৩০ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৩ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৪ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে