অনলাইন ডেস্ক
টেসলার বহুল প্রতীক্ষিত বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবার ট্রাক গত মাসে প্রথমবারের মতো কয়েকজন গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়। উৎপাদনে দীর্ঘ বিলম্বের পর এবারই সাইবার ট্রাক আলোর মুখ দেখে। সম্প্রতি টেক্সাসের রোজেনবার্গ পুলিশ এই সাইবার ট্রাককে পুলিশের বাহন বানানোর ব্যাপারে সচকিত হয়েছে। আর সেখানে মিলেছে টেসলা প্রধান ইলন মাস্কের অনুমোদন।
গত মঙ্গলবার রোজেনবার্গ পুলিশ সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ টেসলা প্রধান ও ধনকুবের ইলন মাস্ককে ট্যাগ করে একটি পোস্টে বলেছে, ‘আপনি কি মনে করেন সাইবার ট্রাক পুলিশের জন্য ভালো একটি বাহন হতে পারবে? আমাদের পুলিশ বিভাগের পুরোনো যানবাহনগুলোকে পাল্টানো যায় এমন বাহন খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ২০২৪ সালে কি এই পরিবর্তনটা আমাদের আনা উচিত?’
এক্সের এই পোস্টে সাইবার ট্রাকের দুটি ছবিও সংযুক্ত করা হয়েছে। একটিতে এই বৈদ্যুতিক গাড়ির সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন একজন পুলিশ সদস্য।
এর কয়েক ঘণ্টার মধ্যেই ইলন মাস্ক একটি ‘১০০’ ইমোজি দিয়ে রোজেনবার্গ পুলিশের প্রশ্নের উত্তর দিয়েছেন। কোনো প্রস্তাব গ্রহণ করা অর্থেই সাধারণত সেই ইমোজি ব্যবহার করা হয়।
এক্স প্ল্যাটফর্মে রোজেনবার্গ পুলিশ ও মাস্কের এই পোস্ট চালাচালিতে পড়েছে ব্যাপক সাড়া। একজন এক্স ব্যবহারকারীর মন্তব্য, সাইবার ট্রাকে পুলিশের বাতি দারুণ মানাবে। আরেক এক্স ব্যবহারকারী বলেন, পুলিশ এবং সামরিক বাহিনীর জন্য বেশি পরিমাণে সাইবার ট্রাক অর্ডার করা হবে একটি যৌক্তিক পদক্ষেপ। এটি নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার ক্ষেত্রে বড় আকারের গুণগত পার্থক্য আনবে।
টেসলা এবং যুক্তরাষ্ট্র পুলিশের মধ্যে সংযোগ এটাই প্রথম নয়। বেশ কয়েকটি পুলিশ ইউনিট ইতিমধ্যেই তাদের বহরে টেসলার বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করেছে। তাদের বেশির ভাগই ব্যবহার করে মডেল ওয়াই। ২০২৩ সালের মে মাসে ক্যালিফোর্নিয়া পুলিশের বিভাগ দক্ষিণ পাসাডেনা তার পুরো গাড়িবহরকেই টেসলার মডেল ওয়াই গাড়ি দিয়ে সাজিয়েছে। সে সঙ্গে, গাড়িবহরে কয়েকটি মডেল থ্রি যোগ করার পরিকল্পনার কথাও জানিয়েছে।
ইতিমধ্যে সাইবার ট্রাকের মূল্য এবং বৈশিষ্ট্যের ব্যাপারে দীর্ঘ প্রতীক্ষিত তথ্য জানিয়েছে টেসলা। এই গাড়ির মূল সংস্করণের দাম ধরা হয়েছে প্রায় ৬১ হাজার ডলার— যা চার বছর আগে যে দামের কথা বলা হয়েছিল তার থেকে ৫০ শতাংশ বেশি। সাইবার ট্রাকের এই সংস্করণ ২০২৫ সালের আগে বাজারে আসবে না।
টেসলার বহুল প্রতীক্ষিত বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবার ট্রাক গত মাসে প্রথমবারের মতো কয়েকজন গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়। উৎপাদনে দীর্ঘ বিলম্বের পর এবারই সাইবার ট্রাক আলোর মুখ দেখে। সম্প্রতি টেক্সাসের রোজেনবার্গ পুলিশ এই সাইবার ট্রাককে পুলিশের বাহন বানানোর ব্যাপারে সচকিত হয়েছে। আর সেখানে মিলেছে টেসলা প্রধান ইলন মাস্কের অনুমোদন।
গত মঙ্গলবার রোজেনবার্গ পুলিশ সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ টেসলা প্রধান ও ধনকুবের ইলন মাস্ককে ট্যাগ করে একটি পোস্টে বলেছে, ‘আপনি কি মনে করেন সাইবার ট্রাক পুলিশের জন্য ভালো একটি বাহন হতে পারবে? আমাদের পুলিশ বিভাগের পুরোনো যানবাহনগুলোকে পাল্টানো যায় এমন বাহন খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ২০২৪ সালে কি এই পরিবর্তনটা আমাদের আনা উচিত?’
এক্সের এই পোস্টে সাইবার ট্রাকের দুটি ছবিও সংযুক্ত করা হয়েছে। একটিতে এই বৈদ্যুতিক গাড়ির সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন একজন পুলিশ সদস্য।
এর কয়েক ঘণ্টার মধ্যেই ইলন মাস্ক একটি ‘১০০’ ইমোজি দিয়ে রোজেনবার্গ পুলিশের প্রশ্নের উত্তর দিয়েছেন। কোনো প্রস্তাব গ্রহণ করা অর্থেই সাধারণত সেই ইমোজি ব্যবহার করা হয়।
এক্স প্ল্যাটফর্মে রোজেনবার্গ পুলিশ ও মাস্কের এই পোস্ট চালাচালিতে পড়েছে ব্যাপক সাড়া। একজন এক্স ব্যবহারকারীর মন্তব্য, সাইবার ট্রাকে পুলিশের বাতি দারুণ মানাবে। আরেক এক্স ব্যবহারকারী বলেন, পুলিশ এবং সামরিক বাহিনীর জন্য বেশি পরিমাণে সাইবার ট্রাক অর্ডার করা হবে একটি যৌক্তিক পদক্ষেপ। এটি নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার ক্ষেত্রে বড় আকারের গুণগত পার্থক্য আনবে।
টেসলা এবং যুক্তরাষ্ট্র পুলিশের মধ্যে সংযোগ এটাই প্রথম নয়। বেশ কয়েকটি পুলিশ ইউনিট ইতিমধ্যেই তাদের বহরে টেসলার বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করেছে। তাদের বেশির ভাগই ব্যবহার করে মডেল ওয়াই। ২০২৩ সালের মে মাসে ক্যালিফোর্নিয়া পুলিশের বিভাগ দক্ষিণ পাসাডেনা তার পুরো গাড়িবহরকেই টেসলার মডেল ওয়াই গাড়ি দিয়ে সাজিয়েছে। সে সঙ্গে, গাড়িবহরে কয়েকটি মডেল থ্রি যোগ করার পরিকল্পনার কথাও জানিয়েছে।
ইতিমধ্যে সাইবার ট্রাকের মূল্য এবং বৈশিষ্ট্যের ব্যাপারে দীর্ঘ প্রতীক্ষিত তথ্য জানিয়েছে টেসলা। এই গাড়ির মূল সংস্করণের দাম ধরা হয়েছে প্রায় ৬১ হাজার ডলার— যা চার বছর আগে যে দামের কথা বলা হয়েছিল তার থেকে ৫০ শতাংশ বেশি। সাইবার ট্রাকের এই সংস্করণ ২০২৫ সালের আগে বাজারে আসবে না।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৪ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৫ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে