অনলাইন ডেস্ক
কম্পিউটারে ছবি আকাঁর জনপ্রিয় প্রোগ্রাম মাইক্রোসফট পেইন্ট এবার ছবির ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়াসহ নতুন ফিচার আনছে। নতুন ফিচারটি ছবির বিষয়বস্তু সনাক্ত ও আলাদা করতে পারবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পেটাপিক্সেল এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।
এখন এই আপডেট শুধুমাত্র উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে পাওয়া যাচ্ছে। যে কেউ মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করে এই প্রোগ্রামে নিবন্ধন করতে পারবে।
ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়ার ফিচারটি মাইক্রোসফট পেইন্টের টুলবারে পাওয়া যাবে। এই টুলের কোনো নাম দেখা যায়নি। তবে টুলটির আইকনে হালকা তির্যক স্ট্রাইপসহ ব্যক্তির অবয়ব দেওয়া আছে। ছবির কোন অংশ হাইলাইট করার জন্য ‘রেকট্যাংগুলার’ টুল ব্যবহার করা যাবে।
বিভিন্ন তথ্য সূত্র বলছে, মাইক্রোফট পেইন্টে ডাল–ই-র মত এআইভিত্তিক ছবি তৈরির সুবিধা আনা হবে। পেইন্ট, ফটো ও ক্যামেরাসহ কিছু অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করবে মাইক্রোসফ্ট।
কয়েক বছর আগে প্রোগ্রামটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এই ফিচারগুলোর সংযোজন প্রোগ্রামে নতুনত্ব নিয়ে আসবে।
ফটোশপে এই টুলের ব্যবহারে মিশ্র ফলাফল দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বেশি উপাদান থাকলে ছবির প্রধান বিষয়বস্তু আলাদা করা কঠিন হয়ে যায়। বিষয়বস্তু থেকে ব্যাকগ্রাউন্ডের লাইনগুলো একদম পরিষ্কারভাবে আলাদা করা যায় না। মাইক্রোসফ্টের পেইন্টের সংস্করণে এই সমস্যাগুলো রয়েছে নাকি তার জন্য পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে।
মাইক্রোসফট পেইন্টের এই ফিচার ছবি এডিটিংয়ে নতুন মাত্রা নিয়ে আসবে। যদিও অ্যাপটি ফটোশপকে সর্ম্পূণ নকল করবে না তবে ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়ার ফিচারটি ব্যবহারকারীদের অনেক সুবিধা দিবে।
মাইক্রোসফট বলছে, পেইন্ট অ্যাপের ‘ফিডব্যাক হাব’ (উইন + এফ) এ গিয়ে নতুন ফিচারটি সম্পর্কে প্রতিক্রিয়া জানানো যাবে।
পেইন্ট আর ফটোশপই প্রথম অ্যাপ নয় যেখানে এই ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়ার সুবিধা পাওয়া যায়। ক্যানভা, আলবেইট ও অ্যাডোবি ফ্রী এক্সপ্রেসের মত অ্যাপেও এই সুবিধা পাওয়া যায়।
কম্পিউটারে ছবি আকাঁর জনপ্রিয় প্রোগ্রাম মাইক্রোসফট পেইন্ট এবার ছবির ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়াসহ নতুন ফিচার আনছে। নতুন ফিচারটি ছবির বিষয়বস্তু সনাক্ত ও আলাদা করতে পারবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পেটাপিক্সেল এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।
এখন এই আপডেট শুধুমাত্র উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে পাওয়া যাচ্ছে। যে কেউ মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করে এই প্রোগ্রামে নিবন্ধন করতে পারবে।
ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়ার ফিচারটি মাইক্রোসফট পেইন্টের টুলবারে পাওয়া যাবে। এই টুলের কোনো নাম দেখা যায়নি। তবে টুলটির আইকনে হালকা তির্যক স্ট্রাইপসহ ব্যক্তির অবয়ব দেওয়া আছে। ছবির কোন অংশ হাইলাইট করার জন্য ‘রেকট্যাংগুলার’ টুল ব্যবহার করা যাবে।
বিভিন্ন তথ্য সূত্র বলছে, মাইক্রোফট পেইন্টে ডাল–ই-র মত এআইভিত্তিক ছবি তৈরির সুবিধা আনা হবে। পেইন্ট, ফটো ও ক্যামেরাসহ কিছু অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করবে মাইক্রোসফ্ট।
কয়েক বছর আগে প্রোগ্রামটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এই ফিচারগুলোর সংযোজন প্রোগ্রামে নতুনত্ব নিয়ে আসবে।
ফটোশপে এই টুলের ব্যবহারে মিশ্র ফলাফল দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বেশি উপাদান থাকলে ছবির প্রধান বিষয়বস্তু আলাদা করা কঠিন হয়ে যায়। বিষয়বস্তু থেকে ব্যাকগ্রাউন্ডের লাইনগুলো একদম পরিষ্কারভাবে আলাদা করা যায় না। মাইক্রোসফ্টের পেইন্টের সংস্করণে এই সমস্যাগুলো রয়েছে নাকি তার জন্য পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে।
মাইক্রোসফট পেইন্টের এই ফিচার ছবি এডিটিংয়ে নতুন মাত্রা নিয়ে আসবে। যদিও অ্যাপটি ফটোশপকে সর্ম্পূণ নকল করবে না তবে ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়ার ফিচারটি ব্যবহারকারীদের অনেক সুবিধা দিবে।
মাইক্রোসফট বলছে, পেইন্ট অ্যাপের ‘ফিডব্যাক হাব’ (উইন + এফ) এ গিয়ে নতুন ফিচারটি সম্পর্কে প্রতিক্রিয়া জানানো যাবে।
পেইন্ট আর ফটোশপই প্রথম অ্যাপ নয় যেখানে এই ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়ার সুবিধা পাওয়া যায়। ক্যানভা, আলবেইট ও অ্যাডোবি ফ্রী এক্সপ্রেসের মত অ্যাপেও এই সুবিধা পাওয়া যায়।
পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে থাকে স্টারলিংক। এবার কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার ও কল করার সুবিধা চালু করতে যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। নতুন এ সুবিধা চালুর জন্য বিভিন্ন দেশে
১৩ ঘণ্টা আগেদেশের বাজারে ২০২৩ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে অনার বাংলাদেশ। ব্র্যান্ডটি জনপ্রিয় হয়ে উঠছে। আজকের পত্রিকা প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা, ব্র্যান্ড ও ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছে অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলামের সঙ্গে।
১ দিন আগেঅস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী মিশেল রোল্যান্ড ২১ নভেম্বর সংসদে ইতিহাস সৃষ্টিকারী এক আইন উত্থাপন করেছেন। এই আইন পাস হলে দেশটিতে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে।
১ দিন আগেঅ্যানিমেশন ও ভিজ্যুয়াল ইফেক্ট বা ভিএফএক্স বর্তমান সময়ে অনেক শিল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গেমিং, কনটেন্ট তৈরি, ব্র্যান্ডিং, ভার্চুয়াল সিমুলেশনসহ অনেক ক্ষেত্র তৈরি হয়েছে অ্যানিমেশনের।
১ দিন আগে